পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ রাত 9 টা
টপ নিউজ় @ রাত 9 টা

By

Published : Jun 12, 2021, 9:01 PM IST

1.Rajib Banerjee : শনিবারের বারবেলায় কুণাল-রাজীব বৈঠক, প্রত্যাবর্তন নিয়ে জল্পনা

ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজীবের তৃণমূলে 'ঘর ওয়াপসি' ঘিরে জল্পনা চলছে । কিন্তু, তৃণমূলে রাজীবকে ফেরানো হবে কি না তা এখন বড়সড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে । এই প্রেক্ষিতে আজ রাজীবেরই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ে । যেখানে নাম না করে রাজীবকে মীরজাফর, গদ্দার তকমা দেওয়া হয় ।

2.নমনীয় নন সুজিত; সব্যসাচীর ঘরে ফেরার আকাশে কালো মেঘ

রায়-পরিবারের পর যাঁদের তৃণমূলে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্ত ৷ কারণ, বাকিদের তুলনায় তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কম গালমন্দ করেছিলেন তাঁরা ৷ কিন্তু সুজিত বসু বেঁকে বসায় এখন সব্যসাচীর ঘর ওয়াপসির পথ কতটা সরল হবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন ৷

3.Corona in Bengal : রাজ্যে আরও কমল সংক্রমণ, কমেছে মৃত্যুও

স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি ৷ গতকাল পাঁচ হাজারের নিচে নেমেছিল দৈনিক সংক্রমণ ৷ আজ সংক্রমণ আরও কমল ৷ গত 24 ঘণ্টায় সাড়ে চার হাজারের নিচে নেমে গেল সংক্রমণ ৷ কমল মৃত্যুর সংখ্যা ৷

4.Mukul Roy : ঘর ওয়াপসির পরই সক্রিয় মুকুল, ফোন একাধিক বিজেপি বিধায়ককে

তৃণমূলে ফিরেই ফের সক্রিয় মুকুল রায় (Mukul Roy) । ফোন করলেন বিজেপির একাধিক বিধায়ক - সাংসদ থেকে শুরু করে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিকে । তাঁদের সবাইকেই তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর ।

5.Tathagata Roy on Mukul Roy : মুকুলকে ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা তথাগতর

মুকুল রায়কে ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা তথাগত রায়ের ৷ টুইটে তাঁর কটাক্ষ, বিজেপি তাঁকে দলের দায়িত্ব, পদ দেওয়ার পরও পুরনো শিবিরে ফিরেছেন মুকুল ৷ ট্রয় নগরীর বাসিন্দারা যেমন গ্রিকদের তৈরি বিশাল কাঠের ঘোড়া শহরের ভিতরে টেনে নিয়ে গিয়ে বিপদে পড়েছিলেন, মুকুলকে দলে এনেও সেই একই ভুল করেছে বিজেপি ৷

6.ইন্দো-বাংলা সীমান্তে ধৃত চিনা নাগরিকের ছ’দিনের পুলিশি হেফাজত

কালিয়াচকের ইন্দো-বাংলা সীমান্তে ধৃত চিনা নাগরিককে আদালতে পেশ করা হল ৷ সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ওই বিদেশিকে জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ তবে খবর মিলেছে, তাকে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার জন্য আগামীকালই আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন করতে চলেছে লখনউ এটিএস ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত হান জুনেইকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন মুখ্য দায়রা বিচারক ৷

7.করোনাকালে দিনমজুর, চাষাবাদের কাজ করছে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ছাত্ররা

অ্যাকাডেমির ছাত্র আকাশ সোরেন অনূর্ধ্ব-15 জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন । কিন্তু করোনার প্রকোপ তাকে শুধু বাড়িতে ফিরে যেতে বাধ্য করেনি ৷ পরিবারের জীবন ধারণের লড়াইয়ে কাজে নামতে বাধ্য হয়েছে সে।
8.ক্যামাক স্ট্রিটের অফিসে মুকুল-অভিষেক বৈঠক

আগামী দিনে ছয় রাজ্যের বিধানসভা নির্বাচনে মুকুল রায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় জুটির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে । মুকুল রায়কে সামনে রেখেই আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় সরকার পরিবর্তনের ঘুঁটি সাজাতে শুরু করতে পারে তৃণমূল । মুকুল রায় কৃষ্ণনগর উত্তরের আসনে পদত্যাগ করলে, শুভ্রাংশু রায়কে ওই আসনে প্রার্থী করা হতে পারে । সেক্ষেত্রে মুকুল রায়কে তাঁর ইচ্ছা অনুসারে রাজ্যসভার আসনে জিতিয়ে আনা হতে পারে ।

9.মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই অ্যাম্বুলেন্স চালক

পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার ষোলো মাইল থানার চকসুদাপুরের বাসিন্দা ওই কিশোরী 25 দিন আগে ফরাক্কায় মামার বাড়ি বেড়াতে আসে । লকডাউনের জন্য গাড়ি বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারেনি ।

10.দিলীপের সভায় গরহাজিরার পরই, 'বেসুরো' মুকুল ঘনিষ্ঠ বিশ্বজিৎ

শুক্রবার বিজেপির বনগাঁর সাংগঠনিক বৈঠকে গরহাজির ছিলেন বিশ্বজিৎ দাস ৷ দিলীপ ঘোষের সভায় উপস্থিত না থাকার প্রসঙ্গে তিনি জানান, ব্যক্তিগত কাজের কারণেই তিনি থাকতে পারেননি । গতকাল বিজেপির বনগাঁ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, জেলার সহ-সভাপতি জ্ঞানপ্রকাশ ঘোষের বাড়িতে ৷ জ্ঞানপ্রকাশ ঘোষ বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত বলে দাবি করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details