পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - বিকেল 5 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় বিকেল 5 টা
টপ নিউজ় বিকেল 5 টা

By

Published : Sep 1, 2021, 5:03 PM IST

1.Rujira Banerjee to ED: করোনাকালে দিল্লি যেতে পারবেন না, বাড়িতে আসতে ইডি-কে চিঠি রুজিরার

আজ ইডির (Enforcement Directorate- ED) দিল্লির অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার (Rujira Banerjee) ৷ সম্প্রতি দু'জনকেই সমন পাঠায় ইডি ৷ কিন্তু দিল্লির করোনা আবহের জন্য রুজিয়া কলকাতার নিজের বাড়িতেই ইডির আধিকারিকদের আসার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ৷

2.Mamata Banerjee : শিল্প প্রতিষ্ঠা ও কর্মসংস্থানে জোর, পানাগড়ে কল্পতরু মমতা

দুর্গাপুরে (Durgapur) গিয়ে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ শিল্পতালুক পানাগড়ে (Panagarh) গিয়ে শিল্পে প্রতিষ্ঠা ও কর্মসংস্থানে সরকারের বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি ৷

3.Saira Banu: অসুস্থ সায়রা বানু, ভর্তি আইসিইউ-তে

দিলীপ কুমারের (Dilip Kumar) স্ত্রী সায়রা বানু (Saira Banu) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৷ তবে আজ তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয় ৷

4.Visva-Bharati University : উপাচার্যের নিরাপত্তায় পুলিশ মোতায়েন বিশ্বভারতীতে

গত পাঁচদিন ধরে তাঁর বাসভবনে ঘেরাও রয়েছেন বিশ্বভারতীর (Visva-Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ জানা যাচ্ছে, গতকালই তিনি পুলিশ সুপারের কাছে নিরাপত্তার আবেদন জানান ৷ তারপরই এদিন পূর্বিতার সামনে একজন অফিসার এবং চারজন কনস্টেবলকে মোতায়েন করা হয়েছে ৷

5.EC Virtual Meeting : উপনির্বাচন নিয়ে আজ ভার্চুয়াল বৈঠকে কমিশন, থাকতে পারেন রাজ্যের মুখ্যসচিব

পশ্চিমবঙ্গ ছাড়া আজ কয়েকটি রাজ্যের উপনির্বাচন নিয়ে ভার্চুয়াল বৈঠক করবে নির্বাচন কমিশন ৷ নবান্ন সূত্রে খবর, এ দিনের বৈঠকের মূল বিষয় হতে চলেছে এ রাজ্যের 7 কেন্দ্রের উপনির্বাচন । এই সাত কেন্দ্রের কোভিড পরিস্থিতি সম্পর্কে কমিশনে একটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে । এই অবস্থায় কমিশনের তরফ থেকে তার সত্যতা যাচাই করা হতে পারে । একইভাবে করোনা আবহে নির্বাচন করার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে কি না, তাও জানতে চাওয়া হতে পারে ।

6.Kasba Fake Vaccine : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান ইডি-র

কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আজ কলকাতার প্রায় 10টি জায়গায় গিয়ে তল্লাশি অভিযান চালায় ইডির গোয়েন্দারা ৷

7.Nachiketa Chakraborty Birthday Celebration : হৈমন্তী শুক্লা থেকে শুভমিতা, জন্মদিনে নচিকেতাকে শুভেচ্ছা জানালেন বিশিষ্টজনেরা

নচিকেতার জন্মদিন উপলক্ষে জেলায় জেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হচ্ছে । আসানসোলে বৃদ্ধাশ্রমে আবাসিকদের দুপুরে মধ্যাহ্নভোজ থেকে শুরু করে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হুগলিতেও ফুটপাথবাসীদের মধ্যাহ্নভোজনের আয়োজন করেছে নচিকেতার গুনমুগ্ধরা । তাঁর জন্মদিনে ইটিভি ভারতের মাধ্যমে শুভেচ্ছা জানালেন শিল্পীরা ৷

8.Raja Krishnamoorthi : ভারতের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাস দমনের বার্তা মার্কিন কংগ্রেস সদস্যের

ভারতীয়-আমেরিকান কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি জানিয়েছেন, সন্ত্রাস দমনে ভারত আর আমেরিকা একসঙ্গে কাজ করতে পারে ৷ আর তাতে বিশ্বের অন্য দেশগুলিও অংশগ্রহণ করতে পারে ৷ তবে আমেরিকার জঙ্গি দমনের কার্যকলাপ চালিয়ে যেতে হবে ৷

9.ICC Test Rankings: টেস্টে শীর্ষে রুট, কোহলিকে টপকে গেলেন রোহিত

ফের একবার টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ ছয় বছর পর তিনি ফের এই জায়গায় উঠে এলেন ৷ ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে তিনটি সেঞ্চুরি করেছেন রুট ৷

10.Duare Sarkar : ফর্ম পূরণ করে দিতে টাকা, ভিডিয়ো ভাইরাল হতেই পদক্ষেপ বিডিও-র

দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিলাপের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরে ৷ খবর পেয়েই বিডিওর নির্দেশে ওই যুবকদের ক্যাম্প থেকে হঠিয়ে দিল পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details