পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - top news

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় দুপুর 3 টে
টপ নিউজ় দুপুর 3 টে

By

Published : Jul 29, 2021, 3:03 PM IST

1.Mamata-Sharad : মুলায়মের মতোই কি শরদ পাওয়ারও সরে গেলেন মমতার পাশ থেকে ?

2012 সালে রাষ্ট্রপতি নির্বাচনে এপিজে আবদুল কালামকে রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর পাশে থাকার কথা বলেও শেষ মুহূর্তে সরে যান সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব ৷ এবার কি সেই একই কাজ করছেন শরদ পাওয়ার ?

2.Earthquake : আলাস্কায় 8.2 মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সর্তকতা

ইউএস ন্যাশনাল সুনামি সর্তকতা কেন্দ্র থেকে দক্ষিণ আলাস্কা, আলাস্কা পেনিনসুলা, হিনচিনব্রুক এন্ট্রান্স থেকে ইউনিম্যাক পাস, অ্যালুটিয়ান আইল্যান্ড, ইউনিম্যাক পাস থেকে সামাল্গা পাস পর্যন্ত সুনামি সর্তকতা জারি করা হয়েছে ৷ একই সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি সর্তকতা জারি করা হয়েছে ৷

3.করোনাবিধি ভেঙে ভবানীপুরে খোলা দুই হুক্কাবার, পুলিশি অভিযানে ধৃত 10

বুধবার রাতে ভবানীপুর থানা এলাকায় দু’টি হুক্কাবার খোলা ছিল । পুলিশ অভিযান চালিয়ে 10 জনকে সেখান থেকে গ্রেফতার করে ৷ দু’জন মালিকই পলাতক ৷

4.Raj Kundra: শিল্পা-রাজকে ₹3 লাখ জরিমানা সেবির, শার্লিন চোপড়াকে যৌন হেনস্থার অভিযোগ

পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Assault) অভিযোগ করলেন শার্লিন চোপড়া (Sherlyn Chopra)৷ এ দিকে, শিল্পা শেট্টি (Shilpa Shetty), রাজ কুন্দ্রা ও তাঁর কোম্পানিকে 3 লাখ টাকা জরিমানা করেছে সেবি (SEBI)৷

5.Covid Restriction : লোকাল ট্রেন বন্ধ রেখেই বঙ্গে করোনা-বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি

পশ্চিমবঙ্গে মে মাসের মাঝামাঝি সময় থেকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি আছে ৷ আগের ঘোষণা অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত তা বলবৎ ছিল ৷ এবার তা বেড়ে 15 অগস্ট পর্যন্ত হল ৷

6.Adhir Ranjan Chowdhury : অধীরকে বক্তব্য পেশে বাধা বিজেপি সাংসদদের, জনপ্রতিনিধিদের সংযত হওয়ার পরামর্শ অধ্যক্ষের

লোকসভার উৎপাদনশীলতা নিয়ে প্রশ্ন তুলতেই অধীররঞ্জন চৌধুরীকে বক্তব্য পেশে বাধা ৷ পাল্টা কংগ্রেসী সাংসদদের আচরণ নিয়ে প্রশ্ন বিজেপি সাংসদদের ৷ হই-হট্টগোলের জেরে কিছুক্ষণের জন্য মুলতুবি অধিবেশন ৷ সাংদদের আচরণ নিয়ে উষ্মা প্রকাশ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার ৷ সাংসদদের সংযত হওয়ার পরামর্শ তাঁর ৷ দিলেন কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও ৷

7.Tokyo Olympics : প্রিসিশন রাউন্ডে পাঁচে শেষ করে আশা জাগাচ্ছেন মনু ভাকের

আজ প্রিসিশন রাউন্ডে তিন সিরিজ় মিলিয়ে মনু ভাকের স্কোর করেন 292 ৷ অন্যদিকে রাহি স্বর্ণবত স্কোর করেন 287 ৷

8.Viral Video : পথ দুর্ঘটনায় নিহত বিচারক, সত্যিই কি দুর্ঘটনা ?

প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ধানবাদের জেলা সেশন জজ উত্তম আনন্দ ৷ কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর ৷ একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বিচারকের ৷ কিন্তু সত্যিই কি পথ দুর্ঘটনা ? সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু মনে হচ্ছে অন্য কিছু ৷ দেখে মনে হচ্ছে ওই বিচারককে ইচ্ছা করেই ধাক্কা মারে অটো চালক ৷ রাস্তার ধারে লুটিয়ে পড়েন বিচারক উত্তম আনন্দ ৷ জানা গিয়েছে, একটি হত্যাকাণ্ড মামলার শুনানি করছিলেন ওই বিচাকর ৷ সেই জন্যই কি তাঁকে প্রাণ দিতে হল ৷ সিসিটিভি ফুটেজ সামনে আসার পর এই নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলাও রজু করা হয়েছে ৷ যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

9.I PAC: এবার ত্রিপুরা গেলেন ডেরেক-কাকলি, শুক্রে অভিষেক

প্রশান্ত কিশোরের আইপ্যাকের (I PAC) কর্মীদের নিয়ে সরগরম ত্রিপুরা (Tripura) ৷ কালই তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল আগরতলা গিয়ে সে রাজ্যের বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ আর আজ সেখানে গেলেন ডেরেক ও'ব্রায়েন (Derek O Brien) ও কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)৷ কাল যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ।

10.Coronavirus India: সামান্য কমল করোনা সংক্রমণ, দেশে একদিনে আক্রান্তের অর্ধেকই কেরালার

দেশে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে (Coronavirus India) আক্রান্ত হয়েছেন 43 হাজার 509 জন ৷ মৃত্যু হয়েছে 640 জনের ৷ গত 24 ঘণ্টায় কেরালায় আক্রান্ত হয়েছেন 22 হাজার 56 জন ৷

ABOUT THE AUTHOR

...view details