1) বরাকরে সাসপেন্ড 5 পুলিশ আধিকারিক, বরখাস্ত 5 সিভিক ভলান্টিয়ার
বরাকরে পুলিশ ফাঁড়িতে বন্দিমৃত্যুর ঘটনায় দু'দিন আগেই উত্তাল হয়ে ওঠে এলাকা ৷ রাস্তা অবরোধের পাশাপাশি ফাঁড়ির সামনে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই বরাকর ফাঁড়ির 5 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড এবং 5 জন সিভিক ভলান্টিয়ারকে বরখাস্ত করা হয়েছে ৷ তদন্ত সম্পূর্ণ হলে তা ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷
2) প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রাক্তন আইপিএস রচপাল সিং 2011 সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হন ৷ তিনি রাজ্যের পর্যটন দফতর ও পরিকল্পনা দফতরের মন্ত্রী ছিলেন ৷
3) জন্মদিনে সৌরভকে 70 হাজারের ফোন উপহার ডোনার
বুধবার রাতে ঘড়ির কাঁটা বারোটার ঘর ছুঁতেই সৌরভকে ব্র্যান্ড নিউ উপহার দিলেন স্ত্রী ডোনা ৷ স্পেশাল মানুষের কাছ থেকে কী স্পেশাল গিফট পেলেন মহারাজ ?
4) এবার ভুয়ো বিচারক সেজে প্রতারণা শিলিগুড়িতে, বিহার থেকে গ্রেফতার 2
ভুয়াো বিচারক ও অকশন অফিসার সেজে প্রতারণার অভিযোগে ভিন রাজ্য থেকে 2 জনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ৷
5) রাজস্থানে ঘুমন্ত ফুটপাথবাসী পরিবারের 5 জনকে পিষে মারল ডাম্পার
বুধবার রাত পৌনে বারোটা নাগাদ দ্রুত গতিতে থাকা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে মূল রাস্তা থেকে সরে ফুটপাথে উঠে পড়ে ৷ এর পরেই পিষে দেয় ঘুমন্ত শ্রমিক পরিবারটিকে ৷