পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1 টা - দুপুর 1 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় দুপুর 1 টা
টপ নিউজ় দুপুর 1 টা

By

Published : Jul 3, 2021, 1:07 PM IST

1.সুদীপ্ত সেনের চিঠি টুইট করে সারদায় শুভেন্দুর গ্রেফতারির দাবি কুণালের

সারদা-কাণ্ড নিয়ে শনিবার সকালে একটি টুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, সুদীপ্ত সেনের থেকে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ তাই বিজেপির এই বিধায়ককে গ্রেফতার করতে হবে ৷

2.Aamir Khan-Kiran Rao : 15 বছরের দাম্পত্যে ইতি টানলেন আমির-কিরণ

15 বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন আমির খান (Aamir Khan) এবং কিরণ রাও (Kiran Rao) ৷ যৌথ বিবৃতি দিয়ে তাঁরা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৷

3.Fake Vaccination Case : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত আরও এক

কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আরও একজন গ্রেফতার হল ৷ ইন্দ্রজিৎ সাউ নামে এই ব্যক্তি দেবাঞ্জন দেবকে সিটি কলেজে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প করতে সাহায্য করেছিল বলে জানা গিয়েছে ৷ তাকে সেন্ট্রাল মেট্রোর সামনে থেকে গ্রেফতার করা হয় ৷ এই নিয়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মোট 6 জনকে গ্রেফতার করা হল ৷

4.আঠারোর নিচে টিকাকরণ নেই, থমকে টেবিল টেনিস

18 বছরের নিচে বয়সীদের ভ্যাকসিনেশন চালু না হওয়ায় বন্ধ রয়েছে টেবিল টেনিসের অনুশীলন ৷

5.Corona in India : আরও কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

গতকালের তুলনায় প্রায় 5 শতাংশ কমেছে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 5 লাখ 2 হাজার 362 জন ৷ মোট মৃতের সংখ্যা গতকালই চার লাখ ছাড়িয়ে গিয়েছে ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 1 হাজার 50 জনের ৷

6.এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ বক্সার মণিকার, সংবর্ধনা জানাল চিত্তরঞ্জন লোকোমোটিভ

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে সংবর্ধিত হলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মী মণিকা ৷

7.পাগল সেজেও হল না শেষরক্ষা, ধরা পড়ল জোড়া খুনে অভিযুক্ত

কয়েকদিন ধরে কলকাতার অলিতে-গলিতে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল এক পাগলকে ৷ পরনে গেঞ্জি ও লুঙ্গি ৷ পাগলের মতো আচরণ ৷ কিন্তু, আদৌ সে পাগল নয় ৷ পাগল সেজে ঘুরে বেড়াচ্ছিল ৷ তাকে গতকাল গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ ৷ কিন্তু, কেন?

8.এবার গর্ভবতী মহিলাদের টিকাকরণ, ছাড়পত্র দিল স্বাস্থ্য মন্ত্রক

করোনা সংক্রামিত হলে সন্তান সম্ভবা মহিলাদের ক্ষতির সম্ভাবনা বেশি, বিশেষত যাঁদের সময়ের আগে প্রসব হতে পারে ৷ বিশেষজ্ঞরা এমন প্রমাণ পেয়েছেন ৷ তাই এনটিএজিআই-এর অনুমোদনে ছাড়পত্র দিল স্বাস্থ্য মন্ত্রক ৷

9.Wimbledon : ভারতীয় জুটিদের লড়াই, শেষ হাসি হাসলেন সানিয়া-বোপান্না

এবারের উইম্বলডনের সূচনাটা ভাল হয়েছে সানিয়ার ৷ মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে জয়ের পর মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডেও জিতলেন তিনি ৷

10.এবার মরু শহরে আন্তর্জাতিক প্রদর্শনীতে দেখা যাবে মালদার আম

কাতারে আন্তর্জাতিক প্রদর্শনীতে দেখা যাবে মালদার আম ৷ আগামী সপ্তাহে সেখানে এই প্রদর্শনী রয়েছে ৷ তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতর ৷ বিভিন্ন প্রজাতির 200 কেজি আম কাতারে পাঠানোর পরিকল্পনা রয়েছে ৷ ইতিমধ্যেই মালদা থেকে জার্মানি, লন্ডন, ইতালিতে আম গিয়েছে ৷ এবার যাবে কাতারে ৷

ABOUT THE AUTHOR

...view details