পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - বিকেল 5 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় বিকেল 5 টা
টপ নিউজ় বিকেল 5 টা

By

Published : Jul 29, 2021, 5:19 PM IST

1.Tokyo Olympics: টোকিয়ো অলিম্পিক থেকে ছিটকে গেলেন মেরি কম

ফ্লাইওয়েট ক্যাটাগরিতে বৃহস্পতিবার বাউন্ডিতে রিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকপ্রাপ্ত ইংগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে হেরে টোকিয়ো অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভারতীয় বক্সার মেরি কম

2.Madan Mitra-Pegasus : পেগাসাস কাণ্ডের প্রতিবাদে কালো ঘোড়া নিয়ে মদনের প্রতিবাদ মিছিল

পেগাসাস স্পাইওয়্যার চরবৃত্তির (Pegasus snooping row) প্রতিবাদে অভিনব বিক্ষোভে সামিল হলেন মদন মিত্র (Madan Mitra) ৷ বৃহস্পতিবার কলকাতার রাজপথে চোখে কালো কাপড় বেঁধে স্লোগান দিতে দিতে হাঁটতে থাকেন তিনি ৷ সঙ্গে দেখা যায় একটি কালো রংয়ের ঘোড়া, যাকে পেগাসাসের প্রতীক হিসাবে রাখা হয় মিছিলে ৷ এদিন মোদি এবং অমিত শাহের পদত্যাগের দাবি জানান এই তৃণমূল কংগ্রেস নেতা ৷

3.Mamata-Suvendu : হার নিশ্চিত জেনেই রাজ্যসভার ভোট থেকে সরে দাঁড়ানো ঘোষণা শুভেন্দুর

বৃহস্পতিবার বেলা পৌনে বারোটা নাগাদ একটি টুইট করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানেই এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন এই বিজেপি নেতা ৷

4.Mamata-Nitin : রাজ্যে ইলেকট্রিক গাড়ি তৈরি কারখানার দাবি নিয়ে নিতিনের দরবারে মমতা

গত সোমবার রাতে নয়াদিল্লিতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার তিনি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷ সেই বৈঠকে রাজ্যের জন্য একাধিক দাবি জানান তিনি ৷ তার পর বৃহস্পতিবার তিনি দেখা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ির সঙ্গে ৷

5.inner clash bjp yuva morcha : বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাছাই ঘিরে অন্তর্দ্বন্দ্ব

বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাছাইকে ঘিরে প্রকাশ্য গোষ্ঠী কোন্দল ৷ মৌমিতা সাহাকে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক করায় সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করল যুব মোর্চার একাংশ ৷ যার পরেই যুব মোর্চার হোয়াটঅ্যাপ গ্রুপ থেকে 3 জনকে বের করে দিলেন সভাপতি সৌমিত্র খাঁ ৷

6.CBSE Results: ফলপ্রকাশ নিয়ে উদ্বেগ কাটাতে চেল্লাম স্যারের মিম পোস্ট সিবিএসই-র

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল (CBSE Result 2021) নিয়ে উদ্বেগে রয়েছেন ছাত্র ও অভিভাবকরা ৷ তাঁদের সেই উদ্বেগ কমিয়ে হালকা চালে ফেরাতে ফ্যামিলি ম্যানের (Family Man) মনোজ বাজপেয়ি ও চেল্লাম স্যারকে (Chellam Sir) নিয়ে মিম পোস্ট করেছে বোর্ড কর্তৃপক্ষ ৷

7.Mamata-Sharad : মুলায়মের মতোই কি শরদ পাওয়ারও সরে গেলেন মমতার পাশ থেকে ?

2012 সালে রাষ্ট্রপতি নির্বাচনে এপিজে আবদুল কালামকে রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর পাশে থাকার কথা বলেও শেষ মুহূর্তে সরে যান সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব ৷ এবার কি সেই একই কাজ করছেন শরদ পাওয়ার ?

8.Earthquake : আলাস্কায় 8.2 মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সর্তকতা

ইউএস ন্যাশনাল সুনামি সর্তকতা কেন্দ্র থেকে দক্ষিণ আলাস্কা, আলাস্কা পেনিনসুলা, হিনচিনব্রুক এন্ট্রান্স থেকে ইউনিম্যাক পাস, অ্যালুটিয়ান আইল্যান্ড, ইউনিম্যাক পাস থেকে সামাল্গা পাস পর্যন্ত সুনামি সর্তকতা জারি করা হয়েছে ৷ একই সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি সর্তকতা জারি করা হয়েছে ৷

9.Shibaji Banerjee : মরণোত্তর মোহনবাগান রত্নে সম্মানিত করা হল শিবাজি বন্দ্যোপাধ্যায়কে

মরণোত্তর মোহনবাগান রত্নে সম্মানিত করা হল শিবাজি বন্দ্যোপাধ্যায়কে ৷ বৃহস্পতিবার মোহনবাগান দিবসের অনুষ্ঠানে তাঁর স্ত্রী মালা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে তুলে দেওয়া হয় স্মারক ৷

10.করোনাবিধি ভেঙে ভবানীপুরে খোলা দুই হুক্কাবার, পুলিশি অভিযানে ধৃত 10

বুধবার রাতে ভবানীপুর থানা এলাকায় দু’টি হুক্কাবার খোলা ছিল । পুলিশ অভিযান চালিয়ে 10 জনকে সেখান থেকে গ্রেফতার করে ৷ দু’জন মালিকই পলাতক ৷

ABOUT THE AUTHOR

...view details