পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Top Maoist Leader Arrested: ধৃত মাওবাদী নেতা প্রশান্ত বসু ওরফে কিষানদা, মাথার দাম ঘোষণা করা হয়েছিল 1 কোটি টাকা

প্রশান্ত বসু বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে মাও কার্যকলাপের নেতৃত্বে ছিলেন ৷ মনে করা হচ্ছে এদিন তিনি ধরা পড়ায় বড় ধাক্কা খেল মাওবাদীরা ৷ তাঁকে গ্রেফতার করে ঝাড়খণ্ড পুলিশের সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁর মাথার দিয়েছিল 1 কোটি টাকা ৷ গ্রেফতার হয়েছেন কিষানদা'র স্ত্রী শিলা মারান্ডিও ৷

Top Maoist Leader Arrested
সস্ত্রীক ঝাড়খণ্ডে ধৃত শীর্ষ মাওবাদী নেতা প্রশান্ত বসু ওরফে কিষান দা, মাথার দাম ছিল 1 কোটি টাকা

By

Published : Nov 12, 2021, 9:57 PM IST

রাঁচি, 12 নভেম্বর : শুক্রবার ঝাড়খণ্ড পুলিশের হাতে ধরা পড়লেন শীর্ষ মাওবাদী নেতা প্রশান্ত বসু ওরফে কিষানদা ৷ তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিলস 1 কোটি টাকা ৷ হন্যে হয়ে তাঁকে এতদিন খুঁজছিল বিভিন্ন রাজ্যের পুলিশ ৷ তাঁর সঙ্গেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কিষান দা'র স্ত্রী শিলা মারান্ডিও৷ তিনি মাওবাদী সংগঠনের সদস্য ৷ গিরিডি থেকে সরায়কেলা যাওয়ার পথে এদিন তাঁদের গ্রেফতার করে ঝাড়খণ্ড পুলিশ ৷

সূত্রের খবর, মাওবাদীদের পূর্বাঞ্চলীয় সংগঠনের সেক্রেটারি পদে রয়েছেন কিষানদা ৷ এছাড়াও সিপিআই মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতেও রয়েছেন তিনি ৷ একাধিক ফৌজদারি মামলায় তাঁকে খুঁজছিল পুলিশ ৷ গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে এদিন তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন :Nirmala Sitharaman : অর্থনীতির হাল ফেরাতে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন নির্মলা

পুলিশ সূত্রে খবর, আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রশান্ত বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে মাও কার্যকলাপের নেতৃত্বে ছিলেন ৷ মনে করা হচ্ছে এদিন তিনি ধরা পড়ায় বড় ধাক্কা খেল মাওবাদীরা ৷ তাঁকে গ্রেফতার করে ঝাড়খণ্ড পুলিশের সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details