বারামুল্লা, 21 জুন : এক পাকিস্তানি ও লস্কর-ই-তইবার এক শীর্ষ জঙ্গিনেতা সহ মোট তিন জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা । উত্তর কাশ্মীরের বারমুল্লা জেলায় সপোর এলাকায় রাতভর গুলির লড়াই চলে । নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানরা ওই এলাকায় অভিযান চালানোর সময় গতসন্ধ্যা থেকে সংঘর্ষ শুরু হয় ।
পুলিশ সূত্রে খবর, জঙ্গিনেতা মুদাস্সির পণ্ডিত নিরাপত্তারক্ষী বাহিনী ও মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত নেতাদরে উপর একাধিক হামলার সঙ্গে জড়িত ছিল । অন্য জঙ্গির নাম আসরার ওরফে আবদুল্লাহ । আবদুল্লাহ পাকিস্তানের বাসিন্দা এবং এই এলাকায় 2018 সাল থেকে সক্রিয় ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।