পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাশ্মীরে গুলির লড়াই, নিকেশ লস্কর-ই-তইবার শীর্ষ নেতা সহ 3 জঙ্গি - কাশ্মীরে গুলির লড়াই

নিকেশ হওয়া তিন জঙ্গির মধ্যে আসরার ওরফে আবদুল্লাহ পাকিস্তানের বাসিন্দা । সে 2018 সাল থেকে সক্রিয় ছিল এই এলাকায় ।

Lashkar-e-Tayyiba
ছবি

By

Published : Jun 21, 2021, 11:17 AM IST

বারামুল্লা, 21 জুন : এক পাকিস্তানি ও লস্কর-ই-তইবার এক শীর্ষ জঙ্গিনেতা সহ মোট তিন জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা । উত্তর কাশ্মীরের বারমুল্লা জেলায় সপোর এলাকায় রাতভর গুলির লড়াই চলে । নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানরা ওই এলাকায় অভিযান চালানোর সময় গতসন্ধ্যা থেকে সংঘর্ষ শুরু হয় ।

পুলিশ সূত্রে খবর, জঙ্গিনেতা মুদাস্সির পণ্ডিত নিরাপত্তারক্ষী বাহিনী ও মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত নেতাদরে উপর একাধিক হামলার সঙ্গে জড়িত ছিল । অন্য জঙ্গির নাম আসরার ওরফে আবদুল্লাহ । আবদুল্লাহ পাকিস্তানের বাসিন্দা এবং এই এলাকায় 2018 সাল থেকে সক্রিয় ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

আরও পড়ুন : রাজস্থান সীমান্তে বিএসএফের জালে পাক অনুপ্রবেশকারী

কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইট করে তিন জঙ্গি নিকেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে । 12 জুন এই জঙ্গিরাই এলাকার এক পুলিশ আধিকারিকের উপর হামলা চালায় । ওদিন গুলির লড়াই চলাকালীন দু'জন পুলিশকর্মী ও দুই এলাকাবাসী প্রাণ হারান ।

ABOUT THE AUTHOR

...view details