পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

JEM Commander Killed : পুলওয়ামায় খতম জইশের শীর্ষ কমান্ডার লম্বু ভাই - পুলওয়ামা

কাশ্মীরের আইজিপি (IGP) বিজয় কুমার ফোনে ইটিভি ভারতকে বলেন, "পাকিস্তানের নাগরিক আদনান ভাই ওরফে লম্বু ভাই আইইডি (IED) বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত ছিল ৷ গত কয়েক বছরে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল লম্বু ৷"

s
s

By

Published : Jul 31, 2021, 5:59 PM IST

Updated : Jul 31, 2021, 9:11 PM IST

শ্রীনগর, 31 জুলাই: নিরাপত্তারক্ষীদের ফাঁদে পা দিয়ে খতম জইশ-এ-মহম্মদের শীর্ষ কমান্ডার এবং আরও এক জঙ্গি ৷ শনিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের অভিযানে মৃত্যু হয় জঙ্গিদের ৷

কাশ্মীরের আইজিপি (IGP) বিজয় কুমার ফোনে ইটিভি ভারতকে বলেন, "পাকিস্তানের নাগরিক আদনান ভাই ওরফে লম্বু ভাই আইইডি (IED) বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত ছিল ৷ গত কয়েক বছরে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল লম্বু ৷" এদিন এই শীর্ষ জঙ্গি নেতারই মৃত্যু হয় ৷

আরও পড়ুন: Army jawan death : ভূস্বর্গে ল্যান্ডমাইন বিস্ফোরণে জওয়ানের মৃত্যু, গুলি বিনিময়ে নিকেশ দুই জঙ্গি

বিজয় কুমার বলেন, "এটা নিরাপত্তারক্ষীদের জন্য বড় সাফল্য ৷ অন্য জঙ্গির পরিচয় জানার চেষ্টা চলছে ৷"

Last Updated : Jul 31, 2021, 9:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details