বেঙ্গালুরু, 6 জানুয়ারি : ইসরোর বিজ্ঞানীকে বিষ দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর এই অভিযোগ এনেছেন স্বয়ং সেই বিজ্ঞানী তপন মিশ্রা। তাঁর অভিযোগ, 2017 সালের 23 মে তাঁর পদোন্নতির ইন্টারভিউয়ের সময়, তাঁকে ইসরোর হেডকোয়ার্টারেই বিষ দেওয়া হয়েছিল। তাঁকে দোসার চাটনিতে আর্সেনিক ট্রাইঅক্সাইড দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।
"খাবারে বিষ দেওয়া হয়েছিল", অভিযোগ ইসরোর বিজ্ঞানীর - ইসরোর বিজ্ঞানী
সোশাল মিডিয়ায় “লং কেপট সিক্রেট” নামে একটি পোস্ট করে এই অভিযোগ করেছেন তপন মিশ্রা। বর্তমানে তিনি ইসরোর সিনিয়র অ্যাডভাইজ়ার হিসেবে কাজ করছেন। তাঁর অভিযোগ, সেই ঘটনার পর তাঁর একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল ।
ইসরোর বিজ্ঞানীকে বিষ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ
সোশাল মিডিয়ায় “লং কেপট সিক্রেট” নামে একটি পোস্ট করে এই অভিযোগ করেছেন তপন মিশ্রা। বর্তমানে তিনি ইসরোর সিনিয়র অ্যাডভাইজ়ার হিসেবে কাজ করছেন। তাঁর অভিযোগ, সেই ঘটনার পর তাঁর একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল । তাঁর অভিযোগের পক্ষে দিল্লি এইমসে হওয়া শারীরিক পরীক্ষার রিপোর্টের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তপন মিশ্রা।
তাঁকে বিষ দেওয়ার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন তপন মিশ্রা। কেন্দ্রীয় সরকারের কাছে এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
Last Updated : Jan 6, 2021, 3:43 PM IST