নয়াদিল্লি, 20 জানুয়ারি: কুস্তিগীরদের বিক্ষোভের আগুন নেভাতে পারলেন না অনুরাগ ঠাকুর ৷ বৃহস্পতিবার গভীর রাতে আন্দোলনকারী কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়ার নেতৃত্বে সাক্ষী মালিক, অংশু মালিক, রবি দাহিয়া, সরিতা মোর এবং অন্যরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ৷ এই কারণে মন্ত্রী অনুরাগ চণ্ডীগড় থেকে নয়াদিল্লির বাসভবনে পৌঁছন ৷ কুস্তিগীরদের যৌনহেনস্থার বিরুদ্ধে পদক্ষেপ-সহ একাধিক সমস্যার দ্রুত সমাধান চান কুস্তিগীররা ৷
প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই আলোচনার পরেও অলিম্পিক, কমনওয়েলথ গেমসে পদক জয়ী সেরা কুস্তিগীরদের মন গলাতে পারেননি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ৷ বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং অন্য সব তাবড় কুস্তিগীরদের সঙ্গে কথা বলতে রাতে নয়াদিল্লির বাসভবনে আসেন অনুরাগ ঠাকুর ৷ রাত দুটো পর্যন্ত চলে আলোচনা ৷ কিন্তু তাতে সমাধান সূত্র বের না-হওয়ায় আজ ফের বৈঠক হওয়ার কথা রয়েছে (Wrestlers meeting with Sports Minister Anurag Thakur to continue today) ৷
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা-সহ আরও একাধিক অভিযোগ উঠেছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (Wrestling Federation of India) সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সরন সিংয়ের বিরুদ্ধে ৷ তাঁকে এবং অন্য কোচেদের সরানোর দাবিতে বুধবার থেকে যন্তর মন্তরে লাগাতার ধরনায় বসেছেন কুস্তিগীররা ৷ এ নিয়ে বিজেপি শিবিরের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি টুইট করেন, "এই সপ্তাহে বিজেপির মহিলা ব্রিগেডও কি মৌন ব্রত পালন করছে ?" তিনি কোনও মন্ত্রীর নাম উল্লেখ না করে লেখেন, "বিজেপি সাংসদ তথা ডব্লিউএফআই প্রধান ও মহিলা কুস্তিগীরদের নিয়ে সাংঘাতিক সব কাহিনি সামনে আসছে ৷ মাননীয় মহিলা মন্ত্রীদের মুখ থেকে এ নিয়ে একটা শব্দও শোনা যায়নি ৷"