পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5টা - টপ নিউজ় @ বিকেল 5টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ৷

টপ নিউজ় @ বিকেল 5টা
টপ নিউজ় @ বিকেল 5টা

By

Published : Mar 19, 2021, 5:27 PM IST

1.চিড়িয়াখানায় সিংহের খাঁচায় মত্ত ব্যক্তি

আজ চিড়িয়াখানা ঘুরতে এসেছিলেন গৌতম গুছাইত ৷ কিন্তু নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সিংহের খাঁচায় ঢুকে পড়েন ৷ বিষয়টি অন্য দর্শকদের নজরে এলে তাঁরা চিৎকার করে ওঠেন ।

2.বুথে রাজ্য পুলিশকেও রাখার দাবি তৃণমূলের

যশবন্ত সিনহা বলেন, বুথে কেন্দ্রীয় বাহিনী দেখলে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়তে পারেন । কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের অভিযোগ, তাঁর কেন্দ্রের সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফ দেখলেই সাধারণ মানুষ ভয় পেয়ে যান । তাই বুথেও শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দেখলে ভোটাররা আতঙ্কিত হতে পারেন ।

3.বিশ্বভারতীর উপাচার্যকে স্বার্থপর দৈত্যর সঙ্গে তুলনা চন্দ্রনাথ সিনহার

"স্বার্থপর দৈত্য যেমন বাগানে কাউকে ঢুকতে দেয় না । তেমনভাবেই বর্তমান উপাচার্য বিশ্বভারতীকে আলাদা করতে চাইছেন ।" মন্তব্য চন্দ্রনাথ সিনহার ৷

4.ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ড স্ট্রোকে টেনিস কোর্ট মাতালেন সায়ন্তিকা

রাজনীতির ময়দানে নামার পর এবার খেলার মাঠেও নেমে পড়লেন বাঁকুড়ার তারকা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ রাজনীতির জগতে আনকোরা হলেও প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন ৷

5.রায়গঞ্জে মনোনীত প্রার্থী না-পসন্দ, দলীয় কার্যালয়ে ভাঙচুর

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পেতেই দফায় দফায় ক্ষোভ উগরে দিল দলীয় কর্মীরা । প্রার্থীকে পছন্দ নয়, তাই দলীয় কার্যালয়ে ভাঙচুর, পোস্টার ফ্লেক্স পোড়ানো, এমনকি জুতোর মালা পরাল দলীয় কর্মীরা । কর্মীদের দাবি, দলে যোগ্য নেতা থাকা সত্ত্বেও অন্য দল থেকে আসা মানুষকে প্রার্থী করা যাবে না ।

6."নিজেকে বাঘিনী বলতেন, কিন্তু এখন বিড়াল"

যতই বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠছে । ব্রিগেড-জনসভা-মিছিল তো আছেই, তার সঙ্গে একে অপরের খুঁত বের করতে ব্যস্ত শাসক বিরোধী নেতানেত্রীরা । আর সেই খুঁত জনসাধারণের সামনে এনে তুলোধনা করতেও ছাড়ছে না কোনও পক্ষই ।

7.23 মার্চ রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

ভোট দোরগোড়ায় ৷ এ বার বঙ্গে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ বিভিন্ন রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনও করার কথা কমিশনের ৷

8.মমতাময়ী সংসারে মহিলাদের মাসে 500 টাকার হাতখরচা

বাংলার যে প্রান্তেই যাই সেটাই আমার ঘর ৷ এগরার সভায় গিয়ে এটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

9.মেয়েদের ছেঁড়া জিনসে আপত্তি রাওয়াতের, তীব্র কটাক্ষ জয়া-প্রিয়াঙ্কা-মহুয়ার

মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে আপত্তি জানিয়ে মন্তব্য করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত ৷ সে জন্য জয়া বচ্চন, প্রিয়াঙ্কা গান্ধী, মহুয়া মৈত্ররা তীব্র সমালোচনা করেছেন তাঁর ৷

10.টিজ়ার প্রকাশ করণ জোহরের, নেটফ্লিক্সে ঝড় তুলবে 'আজীব দাস্তাঁ'

আগামী 16 এপ্রিল আসছে নেটফ্লিক্স অরিজিনাল আজীব দাস্তাঁ ৷ তারই টিজ়ার প্রকাশ করলেন করণ জোহর ৷ চারটি গল্প নিয়ে তৈরি এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details