1. কোভিড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক এড়ালেন মমতা
বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বুধবার একটি জরুরি ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু নির্বাচনী প্রচারে ব্য়স্ত থাকায় তাতে যোগ দিতে পারেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷
2. আগে সিপিএম মারত, এখন বিজেপি মারে : মমতা
বিজেপি আর বামেদের এক সুতোয় বাঁধলেন মমতা ৷
3. মোদির সভায় উপস্থিত থাকবেন শিশির অধিকারী : শুভেন্দু
আগামী 24 মার্চ কাঁথিতে মোদির জনসভা ৷ সেই সভাতেই শিশির অধিকারী উপস্থিত থাকবেন বলে বুধবার জানান শুভেন্দু ৷
4. নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে শুভেন্দুর নাম বাদ দিতে কমিশনে তৃণমূল
একই সঙ্গে নন্দীগ্রাম এবং হলদিয়ার ভোটার হওয়ায় শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ।
5. বৈশাখী ঝড়ে অকালেই ঝরে যাবে না তো দিদির কানন...
রত্নার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা থেকে শুরু করে তৃণমূল ত্যাগ, শোভনের জীবনে বৈশাখীর আবির্ভাবের পরই ঘটনার ঘনঘটা ।