পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5টা - TOP @ 5 PM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ৷

TOP @ 5 PM
TOP @ 5 PM

By

Published : Mar 17, 2021, 5:21 PM IST

1. কোভিড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক এড়ালেন মমতা

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বুধবার একটি জরুরি ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু নির্বাচনী প্রচারে ব্য়স্ত থাকায় তাতে যোগ দিতে পারেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

2. আগে সিপিএম মারত, এখন বিজেপি মারে : মমতা

বিজেপি আর বামেদের এক সুতোয় বাঁধলেন মমতা ৷

3. মোদির সভায় উপস্থিত থাকবেন শিশির অধিকারী : শুভেন্দু

আগামী 24 মার্চ কাঁথিতে মোদির জনসভা ৷ সেই সভাতেই শিশির অধিকারী উপস্থিত থাকবেন বলে বুধবার জানান শুভেন্দু ৷

4. নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে শুভেন্দুর নাম বাদ দিতে কমিশনে তৃণমূল

একই সঙ্গে নন্দীগ্রাম এবং হলদিয়ার ভোটার হওয়ায় শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ।

5. বৈশাখী ঝড়ে অকালেই ঝরে যাবে না তো দিদির কানন...

রত্নার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা থেকে শুরু করে তৃণমূল ত্যাগ, শোভনের জীবনে বৈশাখীর আবির্ভাবের পরই ঘটনার ঘনঘটা ।

6. ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, ফুটব্রিজের দাবি মেমারিবাসীর

বর্ধমানের পালসিট সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়ক ৷ এই জাতীয় সড়ক সংলগ্ন নতুনপল্লী, স্বস্তিপল্লী সহ প্রায় 12 টি গ্রাম ৷ রাস্তা পার হওয়ার জন্য না আছে ফুটব্রিজ না আছে আন্ডারপাস ৷

7. মমতাকে সমর্থন ! ডালুবাবুর বক্তব্য নস্যাৎ করলেন অধীর

মালদার কোতোয়ালি ভবন থেকে ডালুবাবুর তৃণমূলকে সমর্থন করার মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে ।

8. নজরে হিন্দু ভোট ? নন্দীগ্রামে ভোট প্রচারে যোগী

শুভেন্দুর সমর্থনে নন্দীগ্রামে প্রচারে যাচ্ছেন যোগী আদিত্য়নাথ ৷

9. তৃণমূল ও বিনয়পন্থী মোর্চার সম্পর্কে ফাটল ? দোলাচলে প্রার্থী ঘোষণা

বিমল গুরুংয়ের পাহাড়ে তৃণমূলকে সমর্থন করে প্রত্যাবর্তনের পরই পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণের সৃষ্টি হয়েছে।

10. অভিনেত্রী হিসেবে আসিনি, বেহালায় প্রচারে বেরিয়ে বললেন পায়েল

প্রচার শুরু করলেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details