1 জন্মদিনে দলের সংগ্রামের ইতিহাস মনে করালেন মমতা
তৃণমূল কংগ্রেসের বয়স 23। আর সেই দিনে দলের সংগ্রামের ইতিহাসের কথা মনে করালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই নিয়ে টুইট করলেন তিনি।
2 আজই বিজেপিতে সৌমেন্দু, জানিয়ে দিলেন শুভেন্দু
সৌমেন্দু অধিকারী আজই বিজেপিতে যোগ দিচ্ছেন ৷ ঘোষণা করলেন দাদা শুভেন্দু অধিকারী ৷ আজ নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপির প্রতিবাদ সভা থেকে তাঁর ঘোষণা, বিকেলে কাঁথির সভা থেকেই ভাই সৌমেন্দুও বিজেপিতে যোগ দিচ্ছেন ।
3 জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজ়ারের ভ্যাকসিনকে ছাড়পত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ফাইজ়ার-বায়োএনটেকের কোরোনা ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের তরফেই এই কথা জানানো হয়েছে। এর অর্থ গরিব দেশগুলিও এবার এই কোরোনা ভ্যাকসিন পেতে চলেছে।
4 রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় তৈরি মহিলা সমিতির ঘর বন্ধ করে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ
ঠাকুরবাড়ির মহিলাদের নিয়ে গঠিত আলাপিনী মহিলা সমিতির ঘর কার্যত সিল করে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় ও তাঁর দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতার 1916 সালে বিশ্বভারতীতে গড়ে উঠেছিল "আলাপিনী মহিলা সমিতি" ।
5 ভাইপোর আরও কাছে সিবিআই, ফের অভিষেককে হুঁশিয়ারি শুভেন্দুর
বিজেপিতে যোগদানের পর 29 ডিসেম্বর নন্দীগ্রামে প্রথম সভা করেন শুভেন্দু অধিকারী । তাঁর ওই সভায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । যার প্রতিবাদে আজ ফের নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু ।