পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ বিকেল 5টা
টপ নিউজ় @ বিকেল 5টা

By

Published : Dec 4, 2020, 5:00 PM IST

1.ভ্যাকসিনের জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী

দেশে তিনটি পৃথক কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে ৷ ভ্যাকসিনের জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না ৷ সবুজ সংকেত মিললেই দেশে ভ্যাকসিন মিলবে ৷ দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

2.আমফান দুর্নীতিতে ক্যাগের তদন্তের নির্দেশ পুর্নবহাল রাখল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের প্রধান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানায়, এখনও পর্যন্ত আমফানে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করে ক্যাগকে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে ৷

3.কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, বড়সড় আন্দোলনের পথে তৃণমূল

কৃষি আইন অসাংবিধানিক । তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের ৷

4.সিঙ্গুর আন্দোলনের স্মৃতি উসকে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

২০০৬ সালের আজকের দিনেই কলকাতায় অনশনে বসে ছিলেন তিনি । যা চলেছিল ২৬ দিন ।

5.রাহুল ও জাদেজার ব্য়াটে ভর করে 161 রান তুলল ভারত

টি টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচেও বড় রান তুলতে পারল না ভারত । তবে রাহুল ও জাদেজার ব্যাটিংয়ের উপর ভর করে অস্ট্রেলিয়ার সামনে 162 রানের লক্ষ্যমাত্রা রাখে তারা ।

6.গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের নির্বাচনে এগিয়ে টিআরএস

গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের ফলাফল আসতে সন্ধে বা রাত হতে পারে বলে জানিয়েছে তেলেঙ্গানার রাজ্য় নির্বাচন কমিশন ৷

7.10 তারিখের পরে ধামাকা তৈরি হবে পশ্চিমবঙ্গে : লক্ষণ ঘোড়ুই

আজ সকালে কাঁকসার গোপালপুরে চায়ে পে চর্চা অনুষ্ঠানে BJP-র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, " ওটা পিসি ভাইপোর পার্টি হয়ে গেছে । লিমিটেড কম্পানি হয়ে গেছে । তৃণমূলের নেতা-মন্ত্রী-MLA-কাউন্সিলর-প্রধান প্রতিদিন দল ছাড়ছেন । 10 তারিখের পরে ধামাকা তৈরি হবে পশ্চিমবঙ্গের বুকে । আর তৃণমূল দল থাকবে না ।"

8.রেশনে নিম্নমানের চাল, গ্রাহকরা বন্ধ করল দোকান

রেশনে মিলছে নিম্নমানের সরকারি চাল । গ্রাহকরা ভালো চালের দাবি করলে রেশন ডিলার বলেন, "যা চাল এসেছে তাই নিতে হবে ।" তাতেই ক্ষুব্ধ হয়ে রেশন দোকান বন্ধ করল গ্রাহকরা ।

9.দলের ঊর্ধ্বে কেউ নয়, বলছেন কাকলি

"দলের ঊর্ধ্বে কেউ নয় । দলই বড় । দলের বাইরে কেউ, সেরকম জায়গাতেই নেই যে তাঁর কথা বলতে হবে। " শুভেন্দু অধিকারীর দলবদলের জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে বলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

10.কোরোনার থাবা 'যুগ যুগ জিও'-র সেটে, আক্রান্ত বরুণ ও নীতু

'যুগ যুগ জিও'-র সেটে কোরোনার থাবা । লিড কাস্ট বরুণ ধাওয়ান ও নীতু কাপুর আক্রান্ত । আপাতত বন্ধ ছবির শুটিং ।

ABOUT THE AUTHOR

...view details