1.ফাইজ়ারের তৈরি কোরোনা ভ্য়াকসিনকে ছাড়পত্র ব্রিটেনের, মিলবে আগামী সপ্তাহেই
ইংল্য়ান্ড সরকার তাদের ইন্ডিপেনডেন্ট মেডিসিন অ্য়ান্ড হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজ়েন্সির তরফে ফাইজ়ারের ভ্য়াকসিনকে অনুমোদন দেওয়ার আবেদন মঞ্জুর করেছে ৷
2.কলকাতা NICED-এ শুরু কোভ্যাকসিনের ট্রায়াল , উদ্বোধন রাজ্যপালের
1 হাজারের বেশি স্বেচ্ছাসেবকের উপর এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে । এখনও পর্যন্ত 350 অনুরোধ এসেছে ।
3.কোরোনা সরঞ্জাম কেনায় রাজ্যে দুর্নীতি হয়েছে : রাজ্যপাল
আজ NICED-এর কোভ্যাকসিনের ট্রায়ালের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেখানে কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের আয়ূষ্মান ভারত প্রকল্পের প্রশংসা করেছেন তিনি ।
4.ইকো পার্কে দিলীপ ঘোষের যোগাভ্যাসের সময় বিক্ষোভ তৃণমূলের
প্রতিদিনের মতো আজ সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সেখানে তিনি যখন যোগাভ্যাস করছিলেন ঠিক সেই সময় কিছুটা দূরে রাজারহাট-নিউটাউনের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ আফতাবউদ্দিন কয়েকজন কর্মী নিয়ে "সব বেচে দে" গেঞ্জি পরে অভিনব কায়দায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখান ।
5.প্রধানের বিরুদ্ধে কাটমানির অভিযোগ, জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ
মালদায় গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যদের বিরুদ্ধে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ । তারই প্রতিবাদে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । এছাড়া তারা ডেপুটেশনও জমা দেয় ।