1.মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু, কালই যাচ্ছেন দিল্লি
আগামীকালই তিনি দিল্লি যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। BJP-তে যোগদান করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।
2.শুভেন্দুর পদত্যাগ হওয়ারই ছিল, তৃণমূলের শেষের শুরু : দিলীপ
"শুভেন্দু অধিকারীর পদত্যাগ হওয়ারই ছিল । তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গিয়েছে ।" শুক্রবার উত্তর 24 পরগনার গোপালনগরে একটি দলীয় সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
3.দিল্লির দিকে এগোতেই ফের কৃষক-পুলিশ সংঘর্ষ
কেন্দ্র সরকারের কৃষি আইনের প্রতিবাদে কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে দিল্লি চলো অভিযানকে ঘিরে আজও ধুন্ধুমার অবস্থা । ব্যারিকেড ভেঙে দিল্লির দিকে এগোনোর চেষ্টা কৃষকদের ।
4.BJP-তে যাবেন শুভেন্দু ? জানেন না শিশির !
শুভেন্দু অধিকারী BJP-তে যাচ্ছেন কি না সেই সম্পর্কে তাঁর কিছু জানা নেই । বললেন শিশির অধিকারী ৷
5.দিল্লিতে মিহির গোস্বামী, আজই BJP-তে যোগ ?
জল্পনা চলছিল ৷ গতকাল সোশাল মিডিয়ায় দল ছাড়ার ইচ্ছা প্রকাশও করেছিলেন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামী ৷ ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গেছেন ৷ সব ঠিক থাকলে আজ বিকেলে দিল্লিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেবেন BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব ৷