শেষের পথে 2022 ৷ বছর শেষের আগে তাই একবার দেখে নেওয়া যাক এই বছর দেশে এমন কী কী ঘটনা ঘটেছে, যা ছাপ ফেলেছে আমাদের মনের গভীরে ৷ যে ঘটনা ঘিরে উত্তাল হয়েছে দেশ ৷ যা চমকে দিয়েছে ভারতবাসীকে ৷
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রত্যাবর্তন
উত্তরপ্রদেশ যার, দিল্লি তার৷ জাতীয় রাজনীতিতে খুবই প্রচলিত এই কথাটি ৷ তাই 2024 এর লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে বিজেপি (BJP) ক্ষমতা ধরে রাখতে পারে কি না সেই দিকে নজর ছিল সকলের ৷ আরও একটি প্রশ্ন ছিল, যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) কি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করবে বিজেপি ? মার্চে নির্বাচনী ফল প্রকাশের পর দেখা গেল উত্তরপ্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি ৷ সব প্রশ্ন উড়িয়ে দ্বিতীয়বার লখনউয়ের তখতে বসেছেন যোগী আদিত্যনাথ ৷
গুজরাতে সপ্তম বিজেপি সরকার
বছরের একবারে শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections 2022) হয় ৷ সেখানে বিজেপির ফল কেমন হয়, সেদিকে তাকিয়ে ছিল অনেকেই ৷ ফল প্রকাশের পর দেখা গেল রেকর্ড আসন জিতেছে বিজেপি ৷ টানা সাতবার গুজরাতে সরকার গড়ল বিজেপি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যের এই রেকর্ড বিজেপি ও সিপিএমকে এক আসনে নিয়ে এল ৷ পশ্চিমবঙ্গেও সিপিএম টানা সাতবার ভোটে জিতে সরকার গড়েছিল ৷
হিমাচলে কংগ্রেস-পঞ্জাবে আপ
চলতি বছরে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় উঠলেও তা থমকে গিয়েছে পঞ্জাব ও হিমাচল প্রদেশে ৷ পঞ্জাবে সরকার গড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP) ৷ আবার হিমাচলে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস (Congress) ৷ অন্যদিকে দিল্লি নগরনিগমের ভোটে জিতেছে আপ ৷ গুজরাতেও ভালো ফল করায় জাতীয় দলের স্বীকৃতিও পেয়েছে আম আদমি পার্টি ৷
মহারাষ্ট্রে রাজনৈতিক পালাবাদল
বছরের মাঝামাঝি চূড়ান্ত রাজনৈতিক নাটক হয়েছে মহারাষ্ট্রে ৷ শিবসেনার (Shiva Sena) একনাথ শিন্ডে প্রথমে বিদ্রোহ করেন তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে ৷ তার পর বিদ্রোহী বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাত ও পরে অসমে ঘাঁটি গাড়েন ৷ জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ আদালতের রায়ে অনাস্থা ভোট আটকাতে না পেরে ইস্তফা দেন উদ্ধব ৷ শিবসেনা, কংগ্রেস ও এনসিপি-র মহাবিকাশ আঘাড়ি সরকারের পতন হয় ৷ বদলে শিবসেনার বিদ্রোহী একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে সরকারে ফেরে বিজেপি ৷ উপ-মুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ ৷
নীতীশ কুমারের ভোলবদল
2017 সালে মহাজোট ছেড়ে বিজেপির হাত ধরে সরকার গড়েছিলেন জেডিইউ-এর নীতীশ কুমার (Nitish Kumar) ৷ বাঁচিয়েছিলেন মুখ্যমন্ত্রিত্ব ৷ 2020 সালে বিজেপির সঙ্গে জোট গড়েই ক্ষমতায় টিকে থেকেছিলেন তিনি ৷ কিন্তু 2022 এর মাঝামাঝি এসে ফের ভোলবদল করলেন নীতীশ ৷ সবাইকে চমকে দিয়ে আচমকাই বিজেপির সঙ্গ ত্যাগ করলেন ৷ আবারও আরজেডি ও কংগ্রেসের সঙ্গে হাত ধরে মহাজোটের মুখ্যমন্ত্রী হলেন ৷ ফলে আরও একবার বিহারের উপ মুখ্যমন্ত্রী পদে বসলেন তেজস্বী যাদব (Tejaswi Yadav) ৷
ভারত জোড়ো যাত্রা থেকে কংগ্রেসের সভাপতি নির্বাচন