পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Year Ender 2022: রাজনীতিতে কুর্সির লড়াই থেকে মোরবির দুর্ঘটনা, বাইশে দেশের সেরা বারো - নীতীশ কুমার

2022-এর শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক ঘটনা ঘটেছে ভারতে ৷ মোরবির দুর্ঘটনায় (Morbi Bridge Collapse) শোকস্তব্ধ হয়েছে দেশবাসী ৷ আবার অনেক ঘটনায় বিতর্ক ছড়িয়েছে ৷ রাজনৈতিক অনেক প্রত্যাবর্তন-পরিবর্তন-ভোলবদলেরও সাক্ষী হয়েছে এই বছর ৷

Year Ender 2022
Year Ender 2022

By

Published : Dec 27, 2022, 11:05 PM IST

শেষের পথে 2022 ৷ বছর শেষের আগে তাই একবার দেখে নেওয়া যাক এই বছর দেশে এমন কী কী ঘটনা ঘটেছে, যা ছাপ ফেলেছে আমাদের মনের গভীরে ৷ যে ঘটনা ঘিরে উত্তাল হয়েছে দেশ ৷ যা চমকে দিয়েছে ভারতবাসীকে ৷

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রত্যাবর্তন

যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশ যার, দিল্লি তার৷ জাতীয় রাজনীতিতে খুবই প্রচলিত এই কথাটি ৷ তাই 2024 এর লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে বিজেপি (BJP) ক্ষমতা ধরে রাখতে পারে কি না সেই দিকে নজর ছিল সকলের ৷ আরও একটি প্রশ্ন ছিল, যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) কি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করবে বিজেপি ? মার্চে নির্বাচনী ফল প্রকাশের পর দেখা গেল উত্তরপ্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি ৷ সব প্রশ্ন উড়িয়ে দ্বিতীয়বার লখনউয়ের তখতে বসেছেন যোগী আদিত্যনাথ ৷

গুজরাতে সপ্তম বিজেপি সরকার

নরেন্দ্র মোদি

বছরের একবারে শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Elections 2022) হয় ৷ সেখানে বিজেপির ফল কেমন হয়, সেদিকে তাকিয়ে ছিল অনেকেই ৷ ফল প্রকাশের পর দেখা গেল রেকর্ড আসন জিতেছে বিজেপি ৷ টানা সাতবার গুজরাতে সরকার গড়ল বিজেপি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যের এই রেকর্ড বিজেপি ও সিপিএমকে এক আসনে নিয়ে এল ৷ পশ্চিমবঙ্গেও সিপিএম টানা সাতবার ভোটে জিতে সরকার গড়েছিল ৷

হিমাচলে কংগ্রেস-পঞ্জাবে আপ

কংগ্রেস

চলতি বছরে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় উঠলেও তা থমকে গিয়েছে পঞ্জাব ও হিমাচল প্রদেশে ৷ পঞ্জাবে সরকার গড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP) ৷ আবার হিমাচলে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস (Congress) ৷ অন্যদিকে দিল্লি নগরনিগমের ভোটে জিতেছে আপ ৷ গুজরাতেও ভালো ফল করায় জাতীয় দলের স্বীকৃতিও পেয়েছে আম আদমি পার্টি ৷

মহারাষ্ট্রে রাজনৈতিক পালাবাদল

একনাথ শিন্ডে

বছরের মাঝামাঝি চূড়ান্ত রাজনৈতিক নাটক হয়েছে মহারাষ্ট্রে ৷ শিবসেনার (Shiva Sena) একনাথ শিন্ডে প্রথমে বিদ্রোহ করেন তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে ৷ তার পর বিদ্রোহী বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাত ও পরে অসমে ঘাঁটি গাড়েন ৷ জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ আদালতের রায়ে অনাস্থা ভোট আটকাতে না পেরে ইস্তফা দেন উদ্ধব ৷ শিবসেনা, কংগ্রেস ও এনসিপি-র মহাবিকাশ আঘাড়ি সরকারের পতন হয় ৷ বদলে শিবসেনার বিদ্রোহী একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে সরকারে ফেরে বিজেপি ৷ উপ-মুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ ৷

নীতীশ কুমারের ভোলবদল

নীতীশ কুমার

2017 সালে মহাজোট ছেড়ে বিজেপির হাত ধরে সরকার গড়েছিলেন জেডিইউ-এর নীতীশ কুমার (Nitish Kumar) ৷ বাঁচিয়েছিলেন মুখ্যমন্ত্রিত্ব ৷ 2020 সালে বিজেপির সঙ্গে জোট গড়েই ক্ষমতায় টিকে থেকেছিলেন তিনি ৷ কিন্তু 2022 এর মাঝামাঝি এসে ফের ভোলবদল করলেন নীতীশ ৷ সবাইকে চমকে দিয়ে আচমকাই বিজেপির সঙ্গ ত্যাগ করলেন ৷ আবারও আরজেডি ও কংগ্রেসের সঙ্গে হাত ধরে মহাজোটের মুখ্যমন্ত্রী হলেন ৷ ফলে আরও একবার বিহারের উপ মুখ্যমন্ত্রী পদে বসলেন তেজস্বী যাদব (Tejaswi Yadav) ৷

ভারত জোড়ো যাত্রা থেকে কংগ্রেসের সভাপতি নির্বাচন

রাহুল গান্ধি

চলতি বছরের 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছে কংগ্রেস ৷ নেতৃত্বে রয়েছেন কেরালার ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এই যাত্রা শেষ হবে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ৷ এই যাত্রায় মানুষের ভিড় কংগ্রেসের জন্য যথেষ্ট আশাব্যাঞ্জক ৷ তাছাড়া এই কর্মসূচিতে কমল হাসান, রিয়া সেন-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী দেখা গিয়েছে ৷ ছিলেন আরবিআই-এর প্রাক্তন গর্ভনর রঘুরাম রাজনও ৷ রাহুল যখন এই যাত্রায় ব্যস্ত, সেই সময় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে ৷

শ্রদ্ধা ওয়াকার খুন

শ্রদ্ধা-আফতাব

চলতি বছরের সবচেয়ে চাঞ্চল্য়কর ঘটনা শ্রদ্ধা ওয়াকার খুন (Sraddha Murder Case) ৷ অভিযোগ, তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা তাঁকে খুন করেন ৷ তার পর তাঁর দেহ 35 টুকরো করে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল ৷ রোজ রাতে একটি করে টুকরো বাইরে ফেলে আসত এই আফতাব ৷ শ্রদ্ধার সঙ্গে আফতাব লিভ ইন করত ৷ আপাতত আফতাবের ঠিকানা তিহাড় জেল ৷

হিজাব বিতর্ক

হিজাব বিতর্ক

চলতি বছরের মাঝামাঝি সবচেয়ে বেশি হইচই ফেলেছিল কর্ণাটকের হিজাব বিতর্ক ৷ একটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরাকে কেন্দ্র করে এই বিতর্ক ছড়ায় ৷ পরে কর্ণাটক হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা জারি করে (Hijab Ban) ৷ তার পালটা সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় ৷ সেই মামলা এখনও চলছে ৷

নূপুর শর্মা বিতর্ক

নূপুর শর্মা

প্রফেট মহম্মদকে কেন্দ্র করে বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) একটি মন্তব্যকে কেন্দ্র বিতর্ক ছড়ায় ৷ তাঁকে বিজেপি সাসপেন্ড করে ৷ এই নিয়ে দেশের বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়ায় ৷ অনেক জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ তাঁর বিরুদ্ধে দেশের একাধিক থানায় অভিযোগও দায়ের হয় ৷

অগ্নিপথ বিতর্ক

অগ্নিপথ প্রকল্প

সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme) চালু নিয়ে বিতর্ক ছড়ায় ৷ চার বছরের চুক্তিকে কেন সেনায় নেওয়া হবে এই নিয়ে প্রশ্ন ওঠে ৷ তবে সরকারের তরফে জানানো হয় যে অগ্নিপথ প্রকল্পে সেনায় যোগ যাঁরা দেবেন, তাঁরা আর্থিক-সহ একাধিক সুবিধা পাবেন ৷ তাঁদের একটা অংশে পরে সেনায় স্থায়ী চাকরি দেওয়া হবে ৷ যদিও এই নিয়ে দেশের বিভিন্ন অংশে বিক্ষোভ ৷ ট্রেন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে ৷ তার পরও অগ্নিপথ প্রকল্পে সেনা যোগদানের প্রক্রিয়া শুরু হয় ৷

মোরবি সেতু দুর্ঘটনা

মোরবির দুর্ঘটনা

গুজরাতের মোরবিতে গত 30 অক্টোবর একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ে ৷ দুর্ঘটনায় অন্তত 135 জন নিহত হন । পুলিশ মোরবি ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় ন’জনকে গ্রেফতার করে ৷ এই নিয়ে গুজরাত সরকার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে ৷ চলতি বছরে এটাই সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ৷

নয়া রাষ্ট্রপতি-উপ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়

এবার দেশ নতুন রাষ্ট্রপতি (President) ও উপ রাষ্ট্রপতি (Vice President) পেয়েছে ৷ রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু ৷ আর উপ রাষ্ট্রপতি হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ দু’জনেই কেন্দ্রের শাসক জোট এনডিএ-র প্রার্থী ৷

ABOUT THE AUTHOR

...view details