পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
TOP NEWS

By

Published : Feb 1, 2021, 7:00 PM IST

1. পেট্রল-ডিজেল সহ একাধিক পণ্যে কৃষি সেস বসাল কেন্দ্র

2021-22 অর্থবর্ষের বাজেটে কৃষি পরিকাঠামো এবং উন্নয়ন সেস বসানোর কথা জানানো হয়েছে৷ পেট্রোপণ্য-সহ একাধিক সামগ্রীর উপর এই কর বসানো হয়েছে ৷

2. আত্মনির্ভর হওয়ার দিশা দেখছেন মোদি, 'শিল্পপতিদের বাজেট'; কটাক্ষ ইয়েচুরির

2021-22 সালের কেন্দ্রীয় বাজেটের দরাজ প্রশংসা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, দারুণ বাজেট হয়েছে। তবে সীতারাম ইয়েচুরির দাবি, এটা শিল্পপতিদের বাজেট। সাধারণ মানুষের বাজেট নয়।

3. বিধানসভায় উত্তরবঙ্গ পুষিয়ে দেবে : আশাবাদী মমতা

উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনে এসে শিলিগুড়িতে তিনি বলেন, ‘‘ 2019 লোকসভায় আমরা এখানে গো-হারা হয়েছিলাম ৷’’ তবে আশাবাদী তৃণমূল নেত্রী ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ তাঁকে নিরাশ করবে না বলেই ধারণা তাঁর ৷ বলেন, ‘‘ আমি জানি লোকসভার ক্ষত আপনারা এবার মিটিয়ে দেবেন ৷’’

4. ভেকধারী সরকারের ফেকধারী বাজেট, কেন্দ্রকে আক্রমণ মমতার

উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন মঞ্চ থেকে কেন্দ্রীয় বাজেটকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

5. সুদীপ্ত সেনের চিঠি নিয়ে সিবিআই-কে তদন্তের নির্দেশ আদালতের

ডিসেম্বরের গোড়াতেই সারদা-কর্তা সুদীপ্ত সেন প্রেসিডেন্সি জেল থেকে যে চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিকে তদন্তের আওতায় আনতে নির্দেশ দিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

6. পশ্চিমবঙ্গকে ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে তুলে ধরতে চায় সরকার : মোদি

বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ৷ অর্থনৈতিক বিশেষজ্ঞরাও এই বাজেট নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন বলে তাঁর দাবি ৷

7. 8 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ

8 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে । পশ্চিমবঙ্গ সফরে এসে কোচবিহার ও গঙ্গাসাগরে রথযাত্রার সূচনা করবেন তিনি ।

8. কৃষক বিক্ষোভ : মহম্মদ সেলিমসহ প্রায় 250 ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্লক টুইটারের

সিপিএম নেতা মহম্মদ সেলিমসহ প্রায় 250 জন ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্লক করে দিল টুইটার । কৃষক বিক্ষোভ নিয়ে "ভ্রান্ত, ভীতি প্রদর্শনকারী ও প্ররোচনামূলক" টুইট করার জন্যই টুইটার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে ।

9. 22 বছর ধরে অপরাজিত, ভারতের 'গাব্বা' বলে পরিচিত চেন্নাইয়ের চিপক

অস্ট্রেলিয়ার গাব্বার মতোই চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ভারতের ইতিহাস অনেকটা একইরকম ৷ গত 22 বছর ধরে চিপকের মাঠে টেস্টে অপরাজিত ভারত ৷ কোরোনা পরবর্তী সময়ে এই মাঠেই শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের প্রথম দুটি ম্যাচ ৷

10. চাঙ্গা শেয়ারবাজার, সেনসেক্স চড়ল 2000 পয়েন্ট

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে বাজেট পেশ করার পর 2000 পয়েন্ট চড়ল সেনসেক্স। লাফিয়ে বাড়ে নিফটির সূচকও।

ABOUT THE AUTHOR

...view details