দিল্লি, 18 ফেব্রুয়ারি : কৃষক বিক্ষোভে টুলকিট তৈরি ও তা শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার হওয়া দিশা রবির দায়ের করা মামলায় সব পক্ষের জন্যই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ৷
একদিকে পুলিশকে জানানো হয়েছে যে তাদের তরফে যে কোনও তথ্য প্রকাশিত হয়নি, তা নিশ্চত করতে হবে ৷ এই মামলায় তিনটি সংবাদমাধ্যমকেও নোটিস দিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ ওই তিনটি চ্যানেলকে শুক্রবার আদালতের তরফে জানানো হয়েছে যে তদন্তে ক্ষতি হবে না এই বিষয়টি নিশ্চিত করতে হবে ৷ আর দিশাকে আদালত বলেছে যে তাঁর দায়ের করা মামলায় যে পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের ভাবমূর্তি খারাপ করার উদ্দেশ্য নেই, সেই বিষয়টি স্পষ্ট করতে হবে ৷