পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মঙ্গলবার দিশার জামিন সংক্রান্ত নির্দেশ দেবে আদালত - মঙ্গলবার দিশার জামিন সংক্রান্ত নির্দেশ

পুলিশের বক্তব্য, টুলকিটে এমন একটি লিঙ্ক দেওয়া হয়েছিল, যার মাধ্যমে খলিস্তানিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব । পাশাপাশি, দিশার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে পুলিশ । সোমবার পর্যন্ত দিশাকে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ । মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি ।

Toolkit case
দিশা রবি

By

Published : Feb 20, 2021, 8:43 PM IST

দিল্লি, 20 ফেব্রুয়ারি : সোশাল মিডিয়ায় টুলকিট শেয়ার করার কারণে পরিবেশকর্মী দিশা রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ এই মামলার শুনানি ছিল দিল্লির পাতিয়ালা কোর্ট হাউজ় আদালতে । আদালতে দিশার জামিনের জন্য আবেদন করেছিলেন তাঁর আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল । তবে আজ দিশার জামিন মেলেনি । মঙ্গলবার এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে । সেইদিনই জামিনের বিষয়ে নির্দেশ দেবে আদালত ।

পাশাপাশি দিল্লি পুলিশকেও বেশ কিছু প্রশ্ন করেন বিচারক । আদালতের প্রশ্ন, সোশাল মিডিয়ায় টুলকিট শেয়ার করে কীভাবে দেশদ্রোহিতার মতো গুরুতর অপরাধ করলেন দিশা রবি ? এর মধ্যে কোনও স্পষ্ট যুক্তি আছে কিনা সেই বিষয়েও প্রশ্ন তোলেন বিচারক ।

আদালতে আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল দিশার হয়ে সওয়াল করেন । আদালতে দিশার বক্তব্য, তাঁর সঙ্গে তাঁর খালিস্তান যোগের কোনও ইতিহাস নেই । ভারতবিরোধী কোনও শক্তির সঙ্গেও তাঁর যোগাযোগ নেই । তিনি দাবি করেন, পুলিশ একটিও এমন চ্যাট দেখাতে পারবে না, যেখানে তিনি সরাসরি খলিস্তানিদের সঙ্গে আলোচনা করেছেন ।

আরও পড়ুন : দিশার গ্রেপ্তারিতে আত্মপক্ষ সমর্থন পুলিশের, তথ্য সংগ্রহ জুম-হোয়াটসঅ্যাপ থেকে

সিদ্ধার্থ আগরওয়াল আজ দিশার জামিনের আবেদন করে বলেন, টুলকিটের মাধ্যে কিছু প্রমাণিত হয় না । কিন্তু দিল্লি পুলিশের পালটা বক্তব্য, টুলকিটে এমন একটি লিঙ্ক দেওয়া হয়েছিল, যার মাধ্যমে খলিস্তানিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব । পাশাপাশি, দিশার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে পুলিশ ।

আদালতে পুলিশ দিশাকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানায় । দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারক দিশার জামিনের আবেদন খারিজ করে দেন । মঙ্গলবার জামিন সংক্রান্ত পরবর্তী নির্দেশ দেবে আদালত ।

ABOUT THE AUTHOR

...view details