উত্তরকাশী (উত্তরাখণ্ড), 7 জুলাই:দেশজুড়ে বেড়েছে টমেটোর দাম ৷ বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই বেড়ে চলেছে টমেটোর দাম ৷ বর্তমানে টমেটোর মূল্য বৃদ্ধির হার শেয়ার সূচকের থেকেও ঊর্ধ্বগামী তা বলার অপেক্ষা রাখে না ৷ শুক্রবার উত্তরাখণ্ডের গঙ্গোত্রীধামে এলাকায় কেজি প্রতি টমেটো বিক্রি হচ্ছে 250 টাকায় ৷ আর উত্তরকাশী এলাকায় প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 200 টাকা দরে ৷ দেশজুড়ে টমেটোর দাম সেঞ্চুরি থেকে দ্রুত ডাবল সেঞ্চুরিতে পৌঁছে গিয়েছে ৷
স্থানীয় এক সবজি বিক্রেতা রাকেশ সংবাদ সংস্থা এএনআইকে জানায়, চলতি বছরে ব্যপকহারে বেড়েছে টমেটোর দাম ৷ এই মূল্য বৃদ্ধির জন্য ক্রেতারা টমেটো কিনতেও চাইছে না ৷ বিশষত গঙ্গোত্রী, যমুনাত্রী এলাকায় টমোটের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে ৷ কেজি প্রতি 200-250 টাকা দরে বিকোচ্ছে ৷ ওই সবজি বিক্রেতা আরও জানান, এই বছর বেশ গরম পড়েছিল ৷ যেসমস্ত এলাকায় টমেটো চাষ হয়েছে সেখানে তাপ-প্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ৷ নষ্ট হয়ে গিয়েছে ফসল ৷ শুধু গরম নয় তার উপর উত্তরাখণ্ডে এই বছর বেশ বৃষ্টিপাত হয়েছে ৷ তার জেরেই টমেটো সরবরাহেও ব্যাঘাত ঘটেছে ৷ যা মূল্যবৃদ্ধির অন্যতম কারণ ৷