টোকিয়ো, 29 অগস্ট : টোকিয়ো প্যারাঅলিম্পিকসে ভারতের তিন নম্বর পদক ৷ এবার পুরুষদের ডিসকাস থ্রো (এফ52)-তে ব্রোঞ্জ জিতলেন প্যারাঅ্যাথলিট বিনোদ কুমার ৷ তাঁর সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জাতীয় ক্রীড়া দিবস তথা কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকির দিনে প্যারা অলিম্পিকসে এটি ভারতের তিন নম্বর পদক ৷ এর আগে আজ ভারতীয় সময় সকালে টেবিল টেনিসে ভাবিনাবেন প্যাটেল এবং বিকেলে নিষাদ কুমার হাইজাম্পে রুপো জেতেন ৷ বিনোদ কুমারের পদক জয়ের মুহূর্তে আনন্দে মেতে ওঠে তাঁর পরিবার ৷
আজ ডিসকাস ইভেন্টে বিনোদ কুমার 6 বারে 17.46 মিটার, 18.32 মিটার, 17.80 মিটার, 19.12 মিটার, 19.91 মিটার এবং 19.81 মিটার থ্রো করেন ৷ যেখানে তাঁ সেরা থ্রো ছিল পঞ্চবারে ৷ যেখানে তিনি 19.91 মিটার থ্রো করেন ৷ আর ডিসকাস থ্রোয়ের এই দূরত্বই তাঁকে ব্রোঞ্জ পদক পাইয়ে দেয় ৷ সোনা জিতেছেন পোল্যান্ডের পিওত্র কোসভিচ ৷ তাঁর সেরা ডিসকাস থ্রোয়ের দূরত্ব 20.02 মিটার ৷ রুপো জিতেছেন ক্রিয়েশিয়ার ভেলিমির সান্দোর ৷ তিনি 19.98 মিটার ডিসকাস থ্রো করেন ৷
আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : হাইজাম্পে রুপো জয় নিশাদ কুমারের