পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tokyo Olympics 2020 : ‘কঠোর পরিশ্রম’, নীরজের সোনার ইতিহাস গড়ার মন্ত্র - টোকিয়ো অলিম্পিকস

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নীরজ চোপড়ার করা তিনবছর আগের টুইট ৷ যেখানে কঠোর পরিশ্রমকেই সাফল্যের চাবিকাঠি হিসেবে উল্লেখ করেছেন ভারতীয় এই অ্য়াথলিট ৷ কঠোর পরিশ্রমের ফল পাওয়ার পর সেই পোস্টটি টুইটার পেজে পিনড করেছেন নীরজ ৷

Tokyo Olympics 2020 The key to success is hard work Viral Olympics Gold Medalist Neeraj Chopras Post
Tokyo Olympics 2020 : নীরজের সোনার ইতিহাস গড়ার মন্ত্র, ‘কঠোর পরিশ্রম’

By

Published : Aug 8, 2021, 2:09 PM IST

নয়াদিল্লি, 8 অগস্ট : 2008 সালে বেজিং অলিম্পিকসে শেষবার ভারতের হয়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা (Abhinav Bindra) ৷ তারপর দীর্ঘ 13 বছরের অপেক্ষার শেষে শনিবার অ্যাথলেটিকসে ভারতের হয়ে প্রথমবার অলিম্পিকসে সোনা জিতলেন নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ তাঁর এই সাফল্যের পিছনে আসল মন্ত্রটা কী ? জ্যাভলিন (Javelin) থ্রোয়ার নীরজ চোপড়ার টুইটারের পেজে পিনড টুইট দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে ৷ 2017 সালের 15 নভেম্বর তিনি ওই টুইটটি করেছিলেন ৷ যেখানে তিনি উল্লেখ করেছিলেন, সাফল্যের আসল চাবিকাঠি হল, মন থেকে করা কঠোর পরিশ্রম (Hard Work) ৷ আর সেই পরিশ্রমের ফলই হল টোকিয়ো অলিম্পিকসে (Tokyo Olympics 2020 ) ভারতের হয়ে একমাত্র সোনার পদক জয় ৷

23 বছরের নীরজ চোপড়া ভারতীয় সেনার সুবেদার পদে কর্মরত ৷ আন্তর্জাতিক স্তরে অ্যাথলিট হিসেবে জ্যাভলিনে প্রথম নেমেছিলেন 2016 সালে ৷ হো চি মিন শহরে তাঁকে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে সেবার রুপো জিতেছিলেন নীরজ ৷ এর পর 2016 সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ফেরেন ৷ সেই শুরু, আজও জারি তাঁর সোনার যাত্রা ৷ এর পর একে একে 2017 সালে ভুবনেশ্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জয় ৷ 2018 সালে গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস দুই আন্তর্জাতিক মঞ্চে সোনা জয় ৷ সবশেষে 2020 টোকিয়ো অলিম্পিকসেও সোনা ৷

আরও পড়ুন : Tokyo Olympics : 22 শ্রাবণেই টোকিয়োতে 'জনগণমন', নীরজ-ছোঁয়ায় রবি প্রণাম

তবে, এই সোনার দৌড়ের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম ৷ নীরজ চোপড়ার এই সোনা জয়ের দৌড় শুরু হয়েছিল শারীরিক ওজন কমানো দিয়ে ৷ এ নিয়ে 2017 সালের 15 নভেম্বর টুইটারে একটি পোস্ট করেন নীরজ ৷ যে সময়ে তিনি আন্তর্জাতিক মঞ্চে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করে দিয়েছিলেন ৷ হিন্দিতে লেখা ওই পোস্টে নীরজ জানান, ‘‘যখন সাফল্যের স্বপ্ন আপনাকে ঘুমোতে দেয় না ৷ যখন পরিশ্রম ছাড়া আর কিছুই ভাল লাগে না ৷ যখন কঠোর পরিশ্রম করার পরও ক্লান্তিবোধ অনুভব হয় না ৷ বুঝে নেবেন সাফল্যের নয়া ইতিহাস লেখা হতে চলেছে ৷’’

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : সোনা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত ছিলেন না নীরজ

নীরজের এই টুইট আজ বাস্তব ৷ কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করে অ্যাথলেটিকসে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছেন হরিয়ানার এই যুবক ৷ তিনি আজ বিশ্ব মানচিত্রে ভারতের হয়ে ইতিহাস গড়েছেন ৷ 2012 লন্ডন অলিম্পিকসে ভারত 6টি পদক পেয়েছিল ৷ নীরজের সোনা জয়ের পর সেই রেকর্ড ইতিহাস হয়ে গিয়েছে ৷ একটি সোনা, দু’টি রুপো এবং চারটি ব্রোঞ্জ জিতে মোট 7টি পদক টোকিয়ো অলিম্পিকসে জিতেছে ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details