টোকিয়ো, 8 অগস্ট : অলিম্পিকসে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি ৷ টোকিয়ো অলিম্পিকসে (Tokyo Olympics) জ্যাভলিনে (Javelin) সোনা জেতার পর সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে এমনই জানালেন নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ ভারতীয় সেনার সুবেদার এই অ্যাথলিট জানান, প্রথম ও দ্বিতীয় রাউন্ডে অসাধারণ থ্রো করার পরও তিনি সোনা জেতার ব্যাপারে নিশ্চিত ছিলেন না ৷ কারণ তাঁর উল্টোদিকে ছিলেন বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ার ৷ যাঁরা যে কোনও সময় তাঁকে পিছনে ফেলে দিতে পারতেন ৷ তাই যতক্ষণ না জয় নিয়ে নিশ্চিত হতে পেরেছেন, ততক্ষণ তিনি জয়ের উৎসব পালন করেননি বলে সাক্ষাৎকারে জানিয়েছেন নীরজ ৷ তবে, ফাইনাল রাউন্ডে থ্রো-এর আগেই সোনা নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় এই অ্যাথলিট ৷
তবে, ভারতের হয়ে অ্যাথলিটে অংশ নেওয়ার কোনও পরিকল্পনা তাঁর ছিল না ৷ ওই সাক্ষাৎকারে নীরজ জানিয়েছেন ৷ এই পুরো বিষয়টিই কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে ৷ কারণ তাঁর গ্রামে বা পরিবারে কেউ খেলার সঙ্গে জড়িত ছিলেন না ৷ নীরজ বলেন, ‘‘খেলায় আসা আমার পরিকল্পনার মধ্যে ছিল না ৷ এমনকি দেশের হয়ে খেলব এবং মেডেল জিতব এমনও ভাবিনি ৷ আমার পরিবার বা গ্রামের কেউ খেলার সঙ্গে যুক্ত নন ৷ এটা সম্পূর্ণভাবে কাকতালীয়, যে আমি স্টেডিয়ামে যাই এবং জ্যাভলিন ছোড়া শুরু করি ৷ হ্যাঁ তার পর আমার কোচ, সিনিয়র এবং বাকি সবাই পাশে ছিল ৷’’