পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tokyo Olympics 2020 : সোনা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত ছিলেন না নীরজ - Javelin Thrower

প্রথম দুই রাউন্ডেই দুর্দান্ত থ্রো করে কার্যত সোনা নিশ্চিত করে ফেলেছিলেন ৷ কিন্তু, নিশ্চিত না হওয়া পর্যন্ত চাপ মুক্ত থাকতে পারেননি ভারতীয় এই অ্যাথলিট ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানালেন নীরজ চোপড়া ৷

Tokyo Olympics 2020 Javelin Thrower Neeraj Chopra wasnt relaxed until he was sure about Gold medal
Tokyo Olympics 2020 : সোনা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত ছিলেন না নীরজ

By

Published : Aug 8, 2021, 12:17 PM IST

Updated : Aug 8, 2021, 12:59 PM IST

টোকিয়ো, 8 অগস্ট : অলিম্পিকসে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি ৷ টোকিয়ো অলিম্পিকসে (Tokyo Olympics) জ্যাভলিনে (Javelin) সোনা জেতার পর সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে এমনই জানালেন নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ ভারতীয় সেনার সুবেদার এই অ্যাথলিট জানান, প্রথম ও দ্বিতীয় রাউন্ডে অসাধারণ থ্রো করার পরও তিনি সোনা জেতার ব্যাপারে নিশ্চিত ছিলেন না ৷ কারণ তাঁর উল্টোদিকে ছিলেন বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ার ৷ যাঁরা যে কোনও সময় তাঁকে পিছনে ফেলে দিতে পারতেন ৷ তাই যতক্ষণ না জয় নিয়ে নিশ্চিত হতে পেরেছেন, ততক্ষণ তিনি জয়ের উৎসব পালন করেননি বলে সাক্ষাৎকারে জানিয়েছেন নীরজ ৷ তবে, ফাইনাল রাউন্ডে থ্রো-এর আগেই সোনা নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় এই অ্যাথলিট ৷

তবে, ভারতের হয়ে অ্যাথলিটে অংশ নেওয়ার কোনও পরিকল্পনা তাঁর ছিল না ৷ ওই সাক্ষাৎকারে নীরজ জানিয়েছেন ৷ এই পুরো বিষয়টিই কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে ৷ কারণ তাঁর গ্রামে বা পরিবারে কেউ খেলার সঙ্গে জড়িত ছিলেন না ৷ নীরজ বলেন, ‘‘খেলায় আসা আমার পরিকল্পনার মধ্যে ছিল না ৷ এমনকি দেশের হয়ে খেলব এবং মেডেল জিতব এমনও ভাবিনি ৷ আমার পরিবার বা গ্রামের কেউ খেলার সঙ্গে যুক্ত নন ৷ এটা সম্পূর্ণভাবে কাকতালীয়, যে আমি স্টেডিয়ামে যাই এবং জ্যাভলিন ছোড়া শুরু করি ৷ হ্যাঁ তার পর আমার কোচ, সিনিয়র এবং বাকি সবাই পাশে ছিল ৷’’

আরও পড়ুন : Neeraj Chopra: অলিম্পিকসের চাপ অনুভব করেননি, জানিয়ে দিলেন সোনার ছেলে

প্রসঙ্গত, গতকাল টোকিয়ো অলিম্পিকসে জ্যাভলিন থ্রো-এর ফাইনালে প্রথম রাউন্ডেই নীরজ বুঝিয়ে দেন, তিনি সোনার পদকের দাবিদার ৷ যা আরও নিশ্চিত হয় তাঁর দ্বিতীয় রাউন্ডের থ্রো-এর পর ৷ 87.58 মিটার জ্যাভলিন থ্রো করে সবাইকে পিছনে ফেলে দেন নীরজ ৷ এর পর তৃতীয় রাউন্ডে নিজের শরীরের ভারসাম্য হারিয়ে ফেলায় থ্রো খুব একটা ভাল হয়নি ৷ এমনকি চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের থ্রো ঠিক মতো করতে না পারায় ইচ্ছাকৃতভাবে ফাউল করেন নীরজ ৷ এর পর ষষ্ঠ তথা ফাইনাল রাউন্ডে চোখ ছিল সবার ৷ কিন্তু, ফাইনাল রাউন্ডের থ্রো হওয়ার আগেই সোনা নিশ্চিত করে ফেলেন তিনি ৷ কারণ দ্বিতীয় স্থানে থাকা চেক রিপাবলিকের জ্যাভলিন থ্রোয়ার জাকুব ভাদলেজক ফাইনাল রাউন্ডে নীরজ এর 87.58 মিটারের দূরত্ব পার করতে পারেননি ৷ ফলে ফাইনাল থ্রো-এর আগেই সোনা নিশ্চিত করে ফেলেন নীরজ ৷

Last Updated : Aug 8, 2021, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details