পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Today's Horoscope 30th July in Bangla: স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া দরকার মিথুনের, বাকিদের ভাগ্যে কী আছে ! - বৃষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

ETV Bharat
রাশিফল

By

Published : Jul 30, 2023, 12:00 AM IST

মেষ: আজ আপনি স্বাধীনতার স্বাদ পাবেন ৷ আজ আপনি সেই সব কাজ করতে চাইবেন যা আপনি ছোটবেলায় করতে ভালোবাসতেন । রোম্যান্টিক যোগাযোগের জন্য আপনি প্রস্তুত থাকবেন । আপনি যদি ইতিমধ্যে কোনও এরকম সম্পর্কে থেকে থাকেন, তবে প্রত্যাশা করতে পারেন সেটি বিকশিত হবে । আপনার প্রকল্পে সহায়তা ও অর্থ সাহায্য করতে পারে, এরকম সঠিক সংস্থান আপনি খুঁজে বার করতে পারবেন । আজ আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তিদের দেখা পাবেন ৷ যার কারণে সঠিক সুযোগ পাবেন আজ ।

বৃষ: আপনার চরিত্রের প্রতিযোগী দিকটি আজ একটু কম জায়গা পাবে ৷ কেননা আপনি বেশি আরাম ও স্বস্তির জীবনযাত্রার দিকে ঝুঁকবেন । এই ইঁদুর-দৌড় খুবই ক্লান্তিকর এবং আপনি এই ভিড় ও সীমাহীন রুটিনের থেকে থেকে দূরে যেতে চাইবেন । আপনি জীবনসঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করতে চাইবেন । আর্থিক দিকে থেকে, আজ দিনটি অন্যদিনের থেকে অন্ধকারাচ্ছন্ন থাকার সম্ভাবনা বেশি ৷

মিথুন: আজকে আপনার উপর অনেক নতুন দায়িত্ব আসবে ৷ সব লেনদেনেই মুনাফা হবে । স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিন । আপনি আপনার সঙ্গীর বাসনা ও প্রত্যাশার দিকে মন দিতে চাইবেন । সম্পর্কে ভারসাম্য বজায় রাখার মূলমন্ত্র হলো সমঝোতা । আপনি সঙ্গীকে বুঝতে পারলেই সবকিছু মসৃণভাবে এগোবে । কাজের ক্ষেত্রে ওপরওয়ালাদের মুগ্ধ করতে আপনাকে বেগ পেতে হবে । যদিও দিনের শেষে, তা করতে আপনি সফল হবেন ।

কর্কট: আজকে আপনাকে জাগলারের ভূমিকা পালন করতে হবে । একসঙ্গে অনেক কাজ করতে হতে পারে ৷ তবে চিন্তার কারণ নেই ৷ আপনি খুবই উদ্যমী ও কুশলী থাকবেন । জমে থাকা কাজ সহজেই শেষ হয়ে যাবে আজ । অসম্ভব কাজ সহজেই সম্পন্ন হবে । কাজের জায়গায় যেহেতু আপনাকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কাজের চাপে আজ পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন না ৷

সিংহ: কখনও কখনও আবেগপ্রবণ হওয়া ভালো ৷ কিন্তু আজ যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলবেন জীবনের প্রতি পরিকল্পিত দৃষ্টিভঙ্গি থাকাই শ্রেয় । আজ থেকে পরিকল্পনা আপনার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠবে । আজ আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে । আজ অতিরিক্ত খরচ করবেন না, প্রচুর অর্থ ব্যয় হবে । আপনি যদি অন্য কোনও চাকরি বা ব্যবসায় নিজের ভাগ্য পরীক্ষা করতে চান, তাহলে আজ ভালো দিন ।

কন্যা: যদি মানবিকতার কোনও শারীরিক আকার থাকত, তবে আপনি অবশ্যই তার জন্য মনোনীত হতেন । উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য কৌশল তৈরি করুন । হোমথিয়েটার বা বড় টিভি কেনার জন্য আজ ভালো দিন ৷ কেননা আপনি বাড়িতে পরিবারের সঙ্গে বসে সিনেমা দেখতে পারবেন ও তাতে আপনার জীবনযাত্রা ও রুটিন উন্নত হবে ।

তুলা:আপনার ব্যক্তিগত জীবন অবিচলিত থাকবে । আপনার সঙ্গীর যদি দিনটি ভালো না কেটে থাকে, তাহলে তাঁর মেজাজের দিকে খেয়াল রাখবেন ৷ তাঁর সঙ্গে মনোমালিন্যে জড়াবেন না ৷ আপনি শুধুমাত্র আপনার সঙ্গীকে শান্ত হয়ে থাকার কথা বলবেন ৷ আর্থিক দিক থেকে আজ দিনটি মোটামুটি কাটবে ৷ আর্থিক উৎসগুলি ভালো-মন্দ মিশিয়ে থাকবে ৷ তাই আজ আপনি খুব বেশি লাভ কিংবা লোকসান নিয়ে ভাবনা চিন্তা করবেন না ৷ যদিও কর্মক্ষেত্রে মিটিংএর জন্য আজকের দিনটি শুভ ।

বৃশ্চিক: আজ আপনি একঘেয়ে রোজকার কাজ থেকে একটু ছুটি নিয়ে রান্না বা বাগান করার মতো সৃজনশীল কাজে হাত দেবেন । আজ আপনি শুধু পরিশ্রম নয়, চতুরভাবে কাজ করতে চাইবেন। আপনার মাথায় মুনাফা করার ইচ্ছা ঘুরছে, কাজেই আপনি জীবনকে একটু অন্যভাবে দেখবেন । আপনি ইতিবাচক ফল পাওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে উঠবেন । অফিসে কোনওরকম বাধা ছাড়াই রুটিন কাজ সম্পন্ন হবে । আপনি নিশ্চিত করবেন যে, আপনার সহকর্মীরা যে আপনার অবদান থেকে লাভ করছে ।

ধনু: আজ পারিবারিক জমায়েতের সম্ভাবনা প্রবল ৷ দিনটি ভরপুর উদ্যমে কাটবে । ঘনিষ্ঠদের স্বাগত জানাবেন ৷ প্রিয় মানুষের সঙ্গে মধুর সময় কাটাবেন ৷ বাড়িতে পরিবারের সঙ্গে মজায় দিন কাটাবেন ৷ কেনাকাটা করতে যাওয়ার আকাঙ্ক্ষা প্রবল হবে ও তার ফলে আপনি অতিরিক্ত খরচ করে ফেলবেন । আয় বুঝে ব্যয় করুন ৷ আজ সারাদিন আশা ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন । সব মিলিয়ে আজ দিনটি বেশ ভালোই কাটবে ৷

মকর: সঙ্গীর সঙ্গে আপনার নেওয়া পরিকল্পনায় মনের মিল হতে পারে ৷ আধ্যাত্মিক চর্চায় আপনি মনোনিবেশ করবেন ৷ আর আজ আপনার জন্য শুভদিন ৷ আপনি মানুষ ও পৃথিবীকে এক বৃহত্তর মহাজাগতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারবেন ৷ কর্মক্ষেত্রে সহকর্মীদের অযাচিত উপদেশ মতামত বা পরামর্শ দিতে চাইবেন ৷

কুম্ভ: বেশিরভাগ সময়েই আপনি যে পথে চলবেন ঠিক করেন তাতেই চলেন ৷ বিশেষত যখন আপনি লক্ষ্যের দিকে এগোচ্ছেন । আজ আপনি কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য নিজের সীমা পার করে যাবেন । আপনি প্রতিভাশালী, পরিশ্রমী, সৃজনশীল ও তার সঙ্গে ভাগ্যও আপনার সহায় । স্বাস্থ্যের দিক থেকেও আজ ভালো দিন। আজ গুরুত্বপূর্ণ মিটিং ও পরিকল্পনা করে কাজ করার জন্য ভালোই কাটবে। আজকে আপনার উপরে কিছু নতুন দায়িত্বের ভার আসতে পারে ।

মীন: ভয় জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি যদিও পুরোপুরি বাদ দেওয়া যায় না ৷ এটিকে বশ করে রাখা যায় এবং আজ আপনি তাই করবেন । আপনার চেপে থাকা সব সাহস আজ বেরিয়ে আসবে । আপনি সম্ভবত শান্তি ও সান্ত্বনা খুঁজে পাবেন । এই কারণেই, অনেকক্ষণ কাজ করার পরেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না । আজকের দিনটিকে খুবই গুরুত্ব সহকারে দেখুন ও শুধুমাত্র সেইসব কাজের জন্য সময়দিন যেগুলি গুরুত্বপূর্ণ ৷

ABOUT THE AUTHOR

...view details