মেষ: আপনি নিজের মধ্যে আবেগের এক অন্যদিক খুঁজে পাবেন । জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হচ্ছিল, সন্ধ্যাবেলার মধ্যে সেগুলির মিটমাট হয়ে যাবে । আর্থিক দিক থেকে আজ দিনটি আপনার জন্য গড়পড়তা । খুব বেশি অর্থাগম হবে না, আপনার কোনও ঝুঁকি না নেওয়াই ভালো । আপনাকে সময়সূচি মেনে চলতে হবে অত্যধিক পরিশ্রম না করাই ভালো, কেননা অসুস্থ হয়ে পড়তে পারেন।
বৃষ: ভালোবাসার মানুষের থেকে আপনার প্রত্যাশা অনেক বেশি হলেও প্রেমের ক্ষেত্রে আজ দিনটি গড়পড়তা যাবে। সতর্ক থাকুন যাতে আপনার কথায় ভালোবাসার মানুষ দুঃখ না পান। খেয়াল রাখুন যাতে আপনার অহংকার আপনাদের সম্পর্কে প্রভাব না ফেলে । আজকে বিশাল কোনও খরচের ইঙ্গিত নেই ৷ আপনি সম্ভবত সারা দিনই আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত থাকবেন ৷ অংশীদারী ব্যবসায় যুক্ত থাকলে আপনার আর্থিক পরিস্থিতি ভালো হবে।
মিথুন: বিলাসিতা কমানোর চেষ্টা করুন ৷ কেনা-কাটার উপর নিয়ন্ত্রণ রাখুন । দুর্ভাগ্যক্রমে, সময়ের মধ্যে কাজ শেষ করতে আপনার সমস্যা হবে । যখন মনে হবে দিনের কাজ শেষ করে ফেলেছেন, আরও কাজ জমতে থাকবে । কাজগুলি পরিকল্পনা করে সাজিয়ে নিলে লক্ষ্যে পৌঁছতে বা সময়ের মধ্যে কাজ শেষ করতে সাহায্য হবে । কাজ আটকে গেলে সেগুলো নিয়ে ভাবুন ।
কর্কট:আজ সারাদিন আপনার মাথায় প্রেমের চিন্তাই প্রাধান্য পাবে । প্রিয়তমের আশ্বাস আপনার হৃদয় গলিয়ে দেবে । আর্থিক ক্ষেত্রে আজ ভালো দিন । আপনি আত্মবিশ্বাসী বোধ করবেন ৷ সেইজন্য নিজেকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবেন । গবেষকদের জন্য আজ শুভ দিন । আপনি সম্ভবত ধৈর্যশীল থাকবেন ৷ সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন । সবকিছু যে সাফল্যের সঙ্গে সম্পন্ন হচ্ছে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন।
সিংহ: আপনি হয়ত সম্পর্কে ছন্দ খুঁজে পাবেন না । আপনার সঙ্গী আপনাকে বাড়ির কাজের দায়িত্ব নিতে বলবেন ৷ আপনি সাংসারিক দায়িত্ব নিয়ে খুশি হবেন না । তুচ্ছ বিষয় যা আপনার সম্পর্ককে তিক্ত করে তোলে, সেরকম বিষয় এড়িয়ে চলুন । গ্রহের অবস্থান অনুকূলে নেই, কাজেই ব্যবসায়িক পরিকল্পনা কার্যকর করা ঠিক হবে না ৷ কিন্তু আপনি তা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। সম্পত্তির লেনদেন নিয়ে কাজ করার জন্য আজ ভালো দিন ৷ কেননা নক্ষত্রগুলি আপনার অনুকূলে আছে ।
কন্যা: আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে ৷ আজ আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন । সব মিলিয়ে আজ দিনটি ভালোই কাটবে । আজ আপনি প্রচুর আগ্রহ নিয়ে কাজ করবেন ৷ ফলে কাজ দ্রুত সম্পন্ন হবে । আজ হয়ত আপনি কিছু গোপন ব্যবসায়িক পন্থা শিখবেন । অফিস ঝুটঝামেলাহীন কাটায় বাড়িতে সন্ধ্যাটিও উপভোগ্য হবে ।