পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Today's Horoscope 24th August in Bangla: কাজের জায়গা সমস্যা মেষ রাশির, বাকিদের ভাগ্যে কী আছে - রাশিফল

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

ETV Bharat
রাশিফল

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 6:01 AM IST

মেষ: আপনার পেশাগত জীবনের কারণে হতাশ হয়ে পড়বেন না ৷ তাহলে আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে । ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আপনি খুবই অভিনব উপায়ে আপনার ভালোবাসার কথা প্রকাশ করবেন । জীবনসঙ্গীর থেকে পাওয়া মানসিক সমর্থনে আপনার মন গলে যাবে । কিন্তু আর্থিক দিক থেকে আজ দিনটি গড়পড়তা কাটবে । আজ কোথাও অর্থ বিনিয়োগ করবেন না ৷

বৃষ: আপনার সঙ্গীর মানসিকতার কারণে আপনি হয়ত তার সঙ্গে কটু আচরণ করবেন । নিজেকে এর থেকে বিরত রাখুন ৷ আপনার সম্পর্কে বিরূপ প্রভাব পড়ে ৷ ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন । আপনার বিনিয়োগ সম্পর্কে সতর্ক থাকুন ৷ পেশাগত ক্ষেত্রে হয়ত দলনেতা হিসাবে আপনি আপনার দলের সদস্যদের কাজের প্রতি নজর দেবেন । সজাগ থাকুন ও নিজের মেজাজের ওপরে নিয়ন্ত্রণ রাখুন, কেননা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে ।

মিথুন:সাংসারিক বিষয় নিয়ে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে আপনার ইচ্ছা করবে না ৷ কাজেই প্রেমের জীবন একঘেয়ে মনে হতে পারে । আপনার সঙ্গীকে তুষ্ট করে এমন কাজে যোগদান করুন। আর্থিক ব্যাপারেও আজ ভালো দিন । আজ আপনার দৈনন্দিন নিয়মমাফিক জীবনে মানসিক চাপ বেড়ে যেতে পারে । কর্মক্ষেত্রে কাজ সামলাতে ও সহকর্মীদের সঙ্গে মানিয়ে নিতে আপনাকে হাড়ভাঙা পরিশ্রম করতে হবে । যদিও আপনার রসবোধ তাদেরকে মুগ্ধ করবে ।

কর্কট: আপনি হয়ত আপনার প্রণয়িকে নিয়ে রক্ষণশীল হয়ে উঠবেন ৷ তার প্রতি আপনার যে অনুভূতি তা প্রকাশ করার উপায় খুঁজবেন । তাতে ভালোই সাড়া দেবেন ৷ ফলে রোম্যান্স বাড়বে ও দীর্ঘস্থায়ী সম্পর্কের রাস্তা প্রসারিত হবে । আর্থিক দিক থেকে আজ দিনটি শুভ হতে পারে ৷ অতীতের কোনও বিনিয়োগ থেকে আজ লাভ হতে পারে । শেয়ার বাজারেও ফলপ্রসূ লেনদেন হতে পারে। কর্মক্ষেত্রে আপনার হয়ত খুব ব্যস্ততা থাকবে । কাজের জায়গায় আরও ভালো করার জন্য আপনার মাথায় নতুন নতুন অভূতপূর্ব চিন্তা ঘুরবে। যৌক্তিক কাজ সম্বন্ধে সহজাত বোধ সাহায্য করতে পারে ।

সিংহ: মতপার্থক্যের কারণে সম্পর্কে বাধা পড়বে । ভালোবাসার মানুষের কথা মন দিয়ে শুনুন ৷ তর্ক এড়ানোর এটিই একমাত্র উপায় । ভুল থেকে শিখলে সাবলীল সম্পর্কের দরজা আবার খুলে যাবে । আজ অর্থাগমের স্রোত মন্থর হবে । খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন ৷ অযথা ব্যয় করবেন না, তবে আপনার সঞ্চিত অর্থে টান পড়বে ।

কন্যা: আজ আপনি সহজে সন্তুষ্ট হবেন না । প্রিয়তমের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে । কাজেই সতর্ক থাকুন। সঙ্গীকে খুশি রাখার জন্য নম্র থাকার চেষ্টা করুন । আপনার তহবিল কমে আসার ফলে আপনি আর্থিক বিষয়ের দিকে মনোযোগ দেবেন। আপনার সহকর্মীরা আজ আপনার সাহায্য চাইতে পারেন ।

তুলা:আপনি হাসিখুশি মেজাজে থাকবেন । কিন্তু আজ আপনাকে নিজের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে । মহাজাগতিক অবস্থানের কারণে আপনার পক্ষে খরচ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে । আপনি জীবনের সব দিকে ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন ৷ কিন্তু আজ অফিসে ভুল কিছু বলে ফেলে আপনি সেই ভারসাম্য নষ্ট করে দেবেন । আপনার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে । নিশ্চিত করুন যে আপনার সঙ্গে ঊর্ধ্বতন কতৃপক্ষের কোনও কলহ নেই । কাজের জায়গায় আজ কর্মব্যস্ত দিন ৷ একসঙ্গে একাধিক কাজ করার জন্য প্রস্তুত থাকুন ।

বৃশ্চিক: জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটালে আপনার আসল রূপটি বেরিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে যে সমস্যাগুলির মুখোমুখি হচ্ছেন সেগুলি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন । আপনি হয়ত কাছের ও প্রিয় মানুষের সাহায্য নেবেন । আবেগের জটিলতা সামলানো মুশকিল হবে । আপনার জীবনসঙ্গীর সমালোচনা করা থেকে বিরত থাকুন । আর্থিক বিষয় নিয়ে আপনার চিন্তাশীল সত্ত্বাটি আজ বেরিয়ে আসবে ।

ধনু: আর্থিক দিক থেকে সবকিছুই বেশ বিবর্ণ ৷ আর এর জন্য দায়ী আপনার অমিতব্যয়ী স্বভাব । আপনি জলের মতো টাকা খরচ করবেন । তার উপর নিয়ন্ত্রণ না রাখলে খুব শীঘ্রই আপনি অতল জলে তলিয়ে যাবেন । একটি নির্দিষ্ট কাজ আপনি আজই শেষ করে ফেলতে চাইবেন ৷ তা সম্ভব হবে না। আপনি কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন । হাল ছেড়ে দেবেন না। আপনার উদ্দেশ্য পূরণের জন্য তৈরি থাকুন ৷ কিছুদিনেই সব ঠিক হয়ে যাবে ।

মকর: দৃঢ়ভাবে আপনি আপনার চিন্তা ও মতামত পেশ করতে চাইবেন। আপনি কি বলছেন তা নিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে । সবকিছু আপনাকে কূটনৈতিক উপায়ে সামলাতে হবে। আজ আপনার সম্ভবত কিছু আর্থিক লাভ হবে । এর ফলে আপনি কাঙ্ক্ষিত পথের উদ্দেশ্যে পূরণের জন্য আরও পরিশ্রম করতে উৎসাহ পাবেন। চাকরিজীবী হলে, আপনি হয়ত আরও কাজ করতে চাইবেন ।

কুম্ভ: সম্পর্কের দিক থেকে আজ খুব অসাধারণ দিন নয় । আপনার আবেগ সামলাতে আপনাকে বেগ পেতে হবে । মানসিক চাপ সামলানো কঠিন হয়ে দাঁড়াবে । যদিও, আজ আপনি আপনার কাজে ক্ষেত্রে খুবই ভালো করবেন ৷ যা সরাসরি ভাবে আপনার আর্থিক অগ্রগতির কারণ হয়ে দাঁড়াবে । চাকরিতে আপনি আরও পরিশ্রম করার চেষ্টা করবেন । আজ আপনাকে কোনও বিষয়ের ভালো-মন্দ বিচার করতে হবে ৷ না ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নেবেন না।

মীন:স্থায়িত্ব আজ আপনার মূল চিন্তার বিষয় । আপনার প্রিয়তমকে নিয়ে আপনি একটু নিরাপত্তাহীনতায় ভুগবেন । আপনার প্রত্যাশা খুব বেশি কিন্তু সঙ্গীর থেকে আপনি সেই আনুগত্য পাচ্ছেন না। আপনার চারপাশের লোকজনদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করলে জীবনের পথে এগোতে সুবিধা হবে। ভাগ্য আজ আপনার সহায় ৷ কাজেই আপনার দিন আজ অসাধারণ কাটবে। আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকলে আপনার ভালো রোজগার হবে।

ABOUT THE AUTHOR

...view details