পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Today's Horoscope in Bangla: রোম্যান্সে ভরপুর কন্যা, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে - মীন

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope
রাশিফল

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 6:02 AM IST

Updated : Nov 1, 2023, 6:55 AM IST

মেষ: হৃদয়ঘটিত বিষয়ে কল্পনাশক্তিকে কাজে লাগান । প্রিয়তমের কাছে অনুভূতির কথা প্রকাশ করার জন্য শব্দচর্চায় শান দিন । রোম্যান্টিক কিছু প্রকাশ করার সময়ে সৃজনশীল হন । আর্থিক পরিস্থিতি নিয়ে আপনি খুশি থাকবেন । আপনি হয়ত দীর্ঘমেয়াদী আর্থিক সম্ভাবনার কথাও ভাববেন । আর্থিক ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধন্ত নিতে পারবেন । আজ নাক্ষত্রিক শক্তি আপনাকে মনোযোগী থাকতে ও কাজে মনোনিবেশ করতে সাহায্য করবে ।

বৃষ: আজ ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে । ভালোবাসার মানুষের সঙ্গে তিক্ত কথা বিনিময় হতে পারে। আপনি হয়ত আপনার প্রিয়তমের সঙ্গে সময় কাটাতে চাইবেন না। কিন্তু উপেক্ষা করলে পরে সমস্যা তৈরি হতে পারে। আপনার ব্যক্তিত্ব বিকশিত করার দিকে আপনি মন দেবেন ৷ হয়ত আপনি এমন জিনিসের জন্য অর্থ ব্যয় করতে চাইবেন যাতে আপনাকে ভালো দেখায় । আপনি হয়ত সৃজনশীল জিনিস, সৌন্দর্যায়ন ও সাজগোজের জন্য খরচ করবেন। সব মিলিয়ে আপনার মেজাজ আজ একই রকম থাকবে না।

মিথুন: আজ দিনের বেলা আপনি হয়ত গুরুতর অর্থ খরচের সম্মুখীন হবেন। আপনি এমন জিনিসের জন্য অর্থ ব্যয় করবেন যা আপনার জন্য আবশ্যক নয় । আপনাকে অপ্রয়োজনীয় জিনিসের জন্য টাকা খরচ করতে বারণ করা হচ্ছে। সকালের দিকে আপনার সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। মনোনিবেশ করতে না পারার কারণে প্রথম ভাগে কাজে সমস্যা হবে। কিছুক্ষণ পরে, বিকালের দিকে আপনি কাজে মন দিতে পারবেন।

কর্কট:আপনার ভালোবাসার মানুষের প্রতি আপনি প্রবল আবেগতাড়িত হয়ে পড়বেন ৷ যিনি এক মুহূর্তেই আপনার মন আনন্দ ও উত্তেজনায় ভরিয়ে তুলবেন। দিনের শুরু দিকে আপনার অর্থ লাভ হতে পারে । দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনি ভাবতে থাকবেন যে সেই টাকা কোথায় খরচ করা যায় । আজ সঙ্গী ও সহকর্মীদের সঙ্গে মেলামেশা করার দিন। আপনি খুব সজাগ থাকবেন ও মিটিং-এর সময়ে সোজাসাপটা মন্তব্য করবেন। এই সোজাসাপটা মন্তব্যে লোকে দুঃখ পেতে পারে।

সিংহ:দিনের শেষে কোনও অসাধারণ উপহার পেতে পারেন ৷ আপনার প্রিয়তমের যত্নে ডুবে যেতে পারেন ৷ কেননা আপনি তার খুব বেশি খাতির করেন। গ্রহের অবস্থান আপনার অনুকূলে আছে ৷ কাজেই আপনার সুপ্ত প্রতিভা ব্যবহার করে অর্থ উপার্জন করুন । দিনের দ্বিতীয় ভাগে বিভিন্ন সূত্র থেকে আর্থিক লাভের সম্ভাবনা খুব বেশি । আপনার কাজের সবথেকে গুরুত্বপূর্ণ বা চ্যালেঞ্জিং দিকটিতে হাত দিয়ে আপনি দিনটি শুরু করতে পারেন ।

কন্যা: আজ রোম্যান্সের সম্ভাবনা আছে । আপনার বহুদিনের কাঙ্ক্ষিত পছন্দের মানুষটিকে আপনি রোম্যান্টিক ডিনারে গিয়ে বিবাহের প্রস্তাব দিতে পারেন। আপনি প্রেম হারাতে চাইবেন না ৷ তবে সম্পর্ক মজবুত করা চেষ্টা করবেন । আপনি জীবনে স্থায়িত্ব ও নিরাপত্তার বোধ খুঁজে পাবেন । আর্থিক বিষয়গুলিকে আজ আপনি গুরুত্ব সহকারে দেখবেন, ফলে আর্থিক বিষয় সামলানোর ক্ষেত্রে ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে সহকর্মীদের মধ্যে আপনার নামডাক হবে।

তুলা: আজ আপনার কাছে সবথেকে বেশি প্রাধান্য পাবে প্রেম ৷ কাজেই আপনি অন্যদিনের থেকে তাড়াতাড়ি কাজ শেষ করে সঙ্গীর সান্নিধ্যে যেতে পারেন । আপনার প্রিয়তমের সব চাহিদা পূরণ করতে আপনি ব্যস্ত থাকবেন । এখনই হয়ত আপনি আপনার অতীতের বিনিয়োগ থেকে প্রত্যাশিত অর্থ ফেরত পাবেন না । যদিও আজ নক্ষত্রের অবস্থান আপনাকে কঠিন সমস্যা সমাধান সাহায্য করবে । আজ আপনার মানসিক শক্তি খুবই জোরালো থাকবে। অফিসে সকলের সঙ্গে আপনি মানিয়ে নিতে পারবেন।

বৃশ্চিক:আজ আপনি কাজের প্রতি আপনার অঙ্গীকার ও পরিবারের প্রতি একনিষ্ঠতা দেখাবেন । কর্মক্ষেত্রে, সঠিক কাজ সঠিক লোকের কাছেই এসেছে ৷ আপনাকে সেইসব রুটিন কাজগুলি সেরে ফেলতে বলা হচ্ছে যাতে বেশি বুদ্ধি খরচ হয় না । নতুন নতুন আপডেটের খবর রাখুন । কঠিন কাজ বুঝতে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবে। প্রেমের ক্ষেত্রে আজ একটি চ্যালেঞ্জিং দিন আপনার জন্য অপেক্ষা করছে ।

ধনু: যে রহস্য আপনাকে বিগত কিছুদিন ধরে হতবাক ও বিব্রত করে রেখেছিল তা উন্মোচিত হবে ৷ যা যা আপনার বোঝার প্রয়োজন তা আপনার সামনে খুলে যাবে । আজ যে সব যোগাযোগ আপনার হবে তা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে । দিনের প্রথম ভাগে গুরুত্বপূর্ণ কাজ করে নিন। দিনের প্রথম ভাগে আপনি ভালো করে কাজ করতে পারবেন।

মকর: আজ আপনি যাই দেখবেন ও করবেন তার জন্য যুক্তি ও কারণ খুঁজবেন । কাজের চাপে আজ আপনি চিন্তিত এবং ক্লান্ত থাকবেন, কিন্তু ভবিষ্যতে আরও ভালো কিছু পাওয়ার আশা আপনাকে কাজ করে যেতে অনুপ্রাণিত করবে ৷ সে যত চাপই আসুক না কেন । প্রেম জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন । আপনার ভালোবাসার মানুষ যদি আপনার কোনও নেতিবাচক দিক সম্বন্ধে সচেতন করে দেন, তাহলে রেগে যাবেন না । কাজের জায়গায় ও বাড়িতে সবার প্রতি সহানুভূতিশীল থাকুন ।

কুম্ভ: আজ রাতে আপনার কল্পনাশক্তি চরম সীমায় পৌঁছবে । আপনি অতি অবশ্যই আপনার সঙ্গীকে মুগ্ধ করতে পারবেন। আপনার অন্তর থেকে লেখা মধুর ভাষা আপনার প্রিয়তমের জন্য সর্বকালের সেরা উপহার । আপনি হয়ত বই, যোগাযোগ সরঞ্জাম, অবকাশের কার্যকলাপের জিনিসপত্র কিনতে খরচ করবেন । আজ কোনও কিছুতে আর্থিক বিনিয়োগ করার আগে আপনি প্রচুর চিন্তা করবেন । আপনার প্রাথমিক দায়িত্ব পূরণ করার ব্যাপারে আপনি চিন্তিত থাকবেন ।

মীন: আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনি এক অসাধারণ রোম্যান্টিক পরিবেশ তৈরি করবেন । সম্ভবত আজ আপনার মন-উদ্যম আর্থিক বিনিয়োগ বা বিলাসবহুল জিনিস কেনার দিকে ঝুঁকবে না । আপনি আর্থিক বিষয়েও খুব বাস্তববাদী হবেন এরকম নয় ৷ কিন্তু একই সঙ্গে নিজের উপর লাগাম টেনে রাখবেন । তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করবেন ৷ যেকোন পদক্ষেপ নেওয়ারল আগে ভালো-মন্দ বিচার করে দেখুন ।

Last Updated : Nov 1, 2023, 6:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details