পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Today's Horoscope 18th August in Bangla: প্রেম জীবন ভালো কাটবে কর্কটের, বাকিদের কেমন যাবে ? জানুন রাশিফলে - Horoscope

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 18, 2023, 12:00 AM IST

মেষ: আপনার খেলোয়াড়সুলভ মনোভাব ব্যক্তিগত ও পেশাগত জীবনে ছাপ ফেলবে । আজ আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে ৷ আপনাকে আপনার বিশেষ গুণ ভুলে গেলে চলবেনা । অবিবাহিত জাতকদের, সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য, আজ ভালো দিন । শেয়ারবাজারে লেনদেন করা বা ফাটকা জাতীয় কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ ভালো দিন । যদিও এই ক্ষেত্রগুলিতে খুব বেশি আত্মবিশ্বাসী হওয়া এড়িয়ে চলতে হবে ।

বৃষ:আজ, আপনি জীবনের ইতিবাচক দিকগুলোকে প্রশ্রয় দেওয়ার দিকে মন দেবেন । সবকিছু ঠিক করার চেষ্টায় আপনি মানসিকভাবে নিজেকে ক্লান্ত করে ফেলবেন । যে সকল ব্যক্তির সঙ্গে আপনার মতপার্থক্য আছে তাদের সঙ্গে কথা বলা বুদ্ধিমানের কাজ হবে । সম্পর্কের ক্ষেত্রে, আপনাকে আত্মকেন্দ্রিকতার সমস্যাগুলি নিয়ে সতর্ক থাকতে হবে । ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনি যে সিদ্ধান্ত নেবেন, তা হয়তো খুবই দৃঢ় হবে ৷ আপনার জীবনে তার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে । সেরা ফল পাওয়ার জন্য, কঠোর পরিশ্রম করার দিকে আপনি মনোযোগ দেবেন ।

মিথুন: আপনার স্টাইল এবং রুচিবোধে সবাই মুগ্ধ হয়ে যাবে । আপনার আশেপাশের লোকজন মন্তব্য না করলেও, অবশ্যই আপনাকে লক্ষ্য করবেন। আজ দিনটি খুবই মসৃণভাবে কাটবে । ইতিবাচক থাকুন ৷ সহকর্মী ও বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন ৷ কেননা তারা আপনাকে সমর্থন যোগাবেন । বেশি অর্থ উপার্জনের জন্য, নতুন ব্যবসা শুরু করা বা চাকরি পরিবর্তন করার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন ।

কর্কট:আপনার প্রেম জীবনের জন্যে আজ একটি অসাধারণ দিন । আপনার আনন্দে হয়তো কিছু মানুষ ঈর্ষান্বিত করে তুলবে ৷ কিন্তু তারা আপনার সম্পর্কের কোনও ক্ষতি করতে পারবে না, কাজেই তাদের পাত্তা দেবেন না । কিন্তু, আপনার সুনাম সুরক্ষিত করা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে । যদিও আজ আপনি কোনও গুরুতর স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন হবেন না, কিন্তু আপনার সংবেদনশীলতার মাত্রা বেশি থাকবে । সবকিছু বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখুন এবং খুব বেশি প্রতিক্রিয়া দেখাবেন না ।

সিংহ: আজ আপনি স্বাস্থ্যকে সবথেকে বেশি প্রাধান্য দেবেন । শরীরচর্চার একটি রুটিন তৈরি করা বুদ্ধিমানের কাজ ৷ সেটি মেনে চলার জন্য শৃংখলাবদ্ধ জীবন যাপন করুন । ভালো স্বাস্থ্য ও মেজাজ থাকার ফলে আপনি অনেক কিছুই সামলাতে পারবেন । কর্মক্ষেত্রে আপনি খুব ভালো কাজ করবেন । আপনার রাগ বেড়ে যেতে পারে ৷ সতর্ক না থাকলে তার কারণে অনেক শক্তি খরচ হতে পারে । সৌভাগ্যক্রমে, আজ আপনি আপনার উদ্যমের সঠিক ব্যবহার করতে পারবেন ।

কন্যা:আজ আপনি গুরুতর আর্থিক সমস্যার সম্মুখীন হবেন ৷ সন্ধ্যাবেলা, আপনি হয়তো কিছু স্বল্পমেয়াদী লক্ষ্য অর্জন করবেন । গুরুত্বপূর্ণ কিছু ব্যবসায়িক চুক্তি হওয়ার ফলে আপনার দিনটি খুব ভালোভাবে শেষ হবে । আপনি আপনার সঙ্গীর মনের ভাব বুঝতে চাইবেন ৷ কিন্তু তার অনুভূতির সমালোচনা করা থেকে নিজেকে বিরত রাখুন । আবেগ হৃদয়ের বিষয়, মাথার নয় । কোনও পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোর আগে আপনার তা বিশ্লেষণ করা উচিত । আজ হয়তো আপনি সাধ্যের বেশি খরচ করে ফেলবেন ।

তুলা: ভাগ্যলক্ষী আজ আপনাকে একটি মিশ্র দিন উপহার দেবেন ৷ কাজেই প্রত্যাশিত-অপ্রত্যাশিত সব কিছুই ঘটতে পারে । আপনি হয়তো নিজের খামতিগুলোর দিকে নজর না দিয়ে, অন্যের ভুল ধরতে থাকবেন । আপনার একাত্মতাবোধ তৈরি হবে । আশেপাশের লোকজনের সঙ্গে আপনি ভালো সম্পর্ক বজায় রাখবেন । লোকজনের সঙ্গে আপনি খুবই সংযুক্ত বোধ করবেন ৷ যার ফলে আপনার সন্তুষ্টি বোধ হবে । এছাড়াও, আপনি কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য নিয়ে আসতে পারবেন ।

বৃশ্চিক: আজ আপনার ষষ্ঠ ইন্দ্রিয় অসাধারণ কাজ করবে । আপনার সহজাত বাঁধের উপর ভরসা রাখুন ৷ সেই অনুযায়ী কাজ করুন । কাজের চাপ যখন প্রবল বেড়ে যাবে তখন বিরতি নিন ৷ হালকা গান শুনুন ৷ তবে চাপমুক্ত থাকবেন । কর্মক্ষেত্রে আপনি আপনার ক্ষমতার প্রমাণ দেবেন । লোকজন আপনার কর্তৃত্ব মেনে নেবে ৷ যে কারণে আপনার ভালো লাগবে । আজ আপনি খুবই উৎসাহী থাকবেন ৷ বাকি থাকা অনেক কাজ শেষ করতে পারবেন । কর্তৃত্ব ও ক্ষমতার জায়গায় থাকা মানুষের মাধ্যমে আপনি আজ আরও বেশি ব্যবসা করতে পারবেন ।

ধনু: আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আজ এত ভাগ্যবান হবেন যে প্রেমে পড়বেন ৷ আবার অন্যদিকে কেউ কেউ ভালোবাসার মানুষের সঙ্গে এমন তর্কে জড়িয়ে পড়বেন, যা এড়িয়ে যাওয়াই উচিত ছিল । কোনও স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে না । আপনার আশেপাশের সব কিছুই আপনার ভালো লাগবে । ইতিবাচকতা আপনাকে ঘিরে থাকবে । অন্যদের সামনে আপনি নিজেকে ভালোভাবে উপস্থাপিত করতে পারবেন ৷ পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন ।

মকর:আজ যদি সমস্যা আপনার দরজায় এসে কড়া নাড়ে, আপনার ভাগ্যদেবী আপনাকে বাঁচাতে আসবেন । অন্যদের মতো লক্ষ্যের পিছনে দৌড়ে জীবন নষ্ট না করে, আপনি আপনার কৃতিত্বগুলি নিয়ে সন্তুষ্ট থাকেন । যদিও তার মানে এই নয় যে আপনি উচ্চাকাঙ্ক্ষী নন । আপনার যদি এখনও অজানা কোন ভয় থাকে, তাহলে সেগুলি আপনাকে কোনও গুরুতর সমস্যার ফেলার আগেই তার সমাধান করে নিন । আপনার আত্মবিশ্বাস বাড়বে এইরকম কিছু করার চেষ্টা করলে ভালো হবে ।

কুম্ভ:আজ আপনার মনে হবে, আপনি একজনের জায়গায় দু‘জন ব্যক্তি হলে ভালো হতো ৷ শেষ না হওয়া কাজের ভারে আপনি চাপা পড়ে গিয়েছেন ৷ আপনি আপনার কর্মকর্তাকে নিয়ে চিন্তিত । আজ নতুন কিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার মেজাজে থাকবেন । আর্থিক দিক থেকে আজ দিনটি খুবই ভারসাম্যযুক্ত । আপনি খুব বেশি খরচ করবেন না ৷ আবার খুব বেশি আয় করবেন না । পরিস্থিতি যেরকম আছে তা বজায় রাখার চেষ্টা করবেন ৷ সাবলীল ভাবে এগিয়ে যেতে চাইবেন ।

মীন:সম্প্রতি আপনি স্বাস্থ্যকে উপেক্ষা করছেন ৷ চিকিৎসার থেকে রোগপ্রতিরোধ ভালো ৷ এই প্রবাদটিকে আপনি যদিও উপেক্ষা করে এসেছেন; তাও আপনি এখন হাল ধরতে পারেন । বিবাদ এড়ানোর জন্য, বাড়িতে আপনাকে খুবই ধৈর্যশীল হতে হবে। রোম্যান্স বাঁচিয়ে রাখার জন্য অঙ্গীকার আবশ্যক । আজ আপনি উচ্চমাত্রায় সংবেদনশীল থাকবেন ৷ কিছু মানসিক চাপের সম্মুখীন হবেন । আপনাকে সতর্ক থাকতে হবে।

ABOUT THE AUTHOR

...view details