পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Today's Horoscope 16th September in Bangla: কর্মক্ষেত্রে উন্নতি কোন রাশির, জানুন রাশিফলে - কুম্ভ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope
রাশিফল

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 3:00 AM IST

মেষ: খুবই গড়পড়তা দিন আজ । কাজ যেরকম এগোনোর এগোবে ৷ উন্নতিও হবে । কিন্তু খুবই সাধারণ দিন । গান করুন, ছবি আঁকুন ও গ্রিন টি-তে চুমুক দিন রয়ে-বসে দিন কাটান । দিবাস্বপ্ন দেখাকালীন নিজের স্বপ্নের বাড়ির পরিকল্পনা করুন । আপনার প্রেম জীবন আজ অত ভালো নাও থাকতে পারে । আপনি হয়ত কম আবেগপ্রবণ ও বেশি বাস্তববাদী হবেন ৷ যা আপনার প্রিয়তমের অদ্ভুত ও অন্যরকম মনে হবে । এই আচরণ আজ আপনাদের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলবে ।

বৃষ:খুব সম্ভবত আপনি আপনার প্রিয়তমের সঙ্গে কোনও অলঙ্ঘনীয় বিষয় নিয়ে আলোচনা করবেন । আজ আপনি রুটিন কাজ ভালোই সামলাতে পারবেন । আপনার সৃজনী শক্তি উচ্চতার শিখরে থাকবে ৷ কাজেই আপনার মেজাজও ভালো থাকবে । আপনি কিছু পরিকল্পনা করতে চাইবেন । আপনি যদি শেয়ার বাজারে এখনও বিনিয়োগ না করে থাকেন, তা-হলে আজ তা করার জন্য সঠিক দিন । ভাগ্য আপনার সহায়, ফলে আপনি সফল হবেন ।

মিথুন: আপনি সম্ভবত বিশাল পরিমাণ অর্থ উপার্জন করবেন ৷ যার মাধ্যম হবে বেসরকারি ৷ আজ দিনটি কোষাধ্যক্ষ, মহাজন ও খুচরো ব্যবসায়ীদের জন্য খুবই লাভজনক । সাফল্য পাওয়ার জন্য পরিশ্রম করতে থাকুন । প্রেমের সম্পর্কের দিক থেকেও দিনটি ভালো যাবে । আপনি প্রিয়তমের সঙ্গে বেশি সময় কাটাবেন । এই ঘনিষ্ঠতা আপনাকে আরও আনন্দ দেবে । আপনি যদি বিবাহিত না হন, তাহলে শীঘ্রই বিয়ে করতে বা বাগদান করতে চাইবেন ।

কর্কট: ব্যক্তিগত জীবনে যে সকল সমস্যা ভিড় করেছে, আজ আপনি সেগুলির দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন । সমস্যাগুলিকে অঙ্কুরেই বিনষ্ট করার ক্ষমতা আপনার আছে ৷ যা আপনাকে এতদিন ব্যক্তিগত জীবন ধরে রাখতে সাহায্য করেছে । ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্কে যে সমস্যা দেখা দিয়েছে তা ঠিক করার জন্য এই দক্ষতা ব্যবহার করতে হবে । আজ আপনার প্রেম জীবন একটু ক্ষতিগ্রস্থ হবে । আপনার মেজাজের ওঠানামা নিয়ন্ত্রণে থাকবে ৷

সিংহ: আজ লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে । যারা কাজকে গুরুত্ব দেন তারা সহজেই দিনটি পার করতে পারবেন । আপনাকে নিজের মেজাজ সম্পর্কে সতর্ক থাকতে হবে । শুধুমাত্র কাজের জায়গাতেই নয়, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে সজাগ থাকতে হবে । সম্ভবত আপনার আর্থিক বিষয়ে অন্যদের অবদান থাকবে । পরিবারের আর্থিক শক্তি বৃদ্ধি পাবে ।

কন্যা: নতুন ব্যবসায় উদ্যোগ নেওয়ার জন্য আজ খুব ভালো দিন ৷ যেসব প্রকল্পগুলি সরিয়ে রাখা আছে সেগুলি শেষ হবে । আসন্ন সপ্তাহের দিকে তাকিয়ে আপনি নিজের উদ্যমকে চাঙ্গা করতে চাইবেন । জমায়েতগুলি খুবই মজার ও মনোরঞ্জক হবে । আপনার বাচ্চারা খুশি ও গর্বের কারণ হবে ৷ ফলে মেজাজ আরও ভালো হয়ে উঠবে । কাজের রুটিন ও ব্যক্তিগত জীবনের মধ্যে আপনি আরেকটু ভারসাম্য আনতে চাইবেন ।

তুলা: কোনও সরকারি লেনদেনের জন্য আজ ভালো দিন নয় । লাল-ফিতের গেরোই বলুন বা আমলাতান্ত্রিক গড়িমসি, আজ এই কাজগুলি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম । এতে হয়ত আপনার ধৈর্যের পরীক্ষা হবে ৷ তার ফলে আপনার দক্ষতা ও পারদর্শিতা সামনে উঠে আসবে ৷ বিশেষত আপনি যদি সরকারি চাকুরে হন । আপনার বিশ্লেষক ক্ষমতা আজ আপনার সমস্যার সমাধানে সাহায্য করবে ।

বৃশ্চিক:কাজের জায়গায় আপনি আপনার প্রতি লোকের দৃষ্টিভঙ্গি পালটাতে চাইবেন । আপনার সহকর্মীরা আপনাকে উদীয়মান পুরুষ-সিংহ হিসাবে দেখেন। আপনার চিন্তা ও মতামত কর্মকর্তাদের মুগ্ধ করবে । মাথা ঠান্ডা রাখুন ৷ কোথায় থামতে হবে তা জানুন ৷ এমনকী যখন জিত হচ্ছে তখনও । আজ আপনাকে সঙ্গী বা প্রিয়তমের সঙ্গে আরও বেশি নমনীয় থাকতে হবে । আপনার ভালো মেজাজ ও স্বাস্থ্যের সাহায্যে আপনি খুবই দ্রুতগতিতে আপনার রুটিন কাজগুলি সম্পন্ন করতে পারবেন ।

ধনু: আপনার সব চিন্তা ও কাজ পরিবারকে নিয়েই করবেন । আপনি প্রিয়তমের সঙ্গেও অসাধারণ সময় কাটাবেন ৷ ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবেন । প্রতিপত্তিশালী ব্যক্তিরা আজ আপনাকে সমর্থন করবেন ৷ বেশি অর্থ উপার্জনে সাহায্য করবেন । আপনি যদি আপনার কাজ/ব্যবসাকে আন্তর্জাতিক করে তুলতে চান, আজ থেকে শুরু করতে পারেন সেই প্রচেষ্টা । বাকি থাকা কাজ ও সেগুলিকে যে প্রাধান্য দিতে হবে সে সম্বন্ধে সচেতন থাকবেন ।

মকর: আপনার প্রতিভা ও দক্ষতা দেখানোর এটাই আদর্শ সময় । লক্ষ্য অর্জনের জন্য ও তার জন্য যা যা করতে হবে তা করার জন্য আপনি প্রস্তুত । আপনার প্রয়াস ব্যর্থ হবে না ৷ কেননা তা অবশ্যই ফলপ্রসূ হবে । আপনি বাবসায়ী হলে ব্যবহারিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন ৷ যা কিনা আর্থিক অবস্থার উপর অনুকূল প্রভাব ফেলবে । সব মিলিয়ে আর্থিক দিক থেকে আজ খুবই ভালো দিন ।

কুম্ভ: আজ আপনি যতটা কাজ করবেন তার থেকে অনেক বেশি আনন্দ করবেন । সকালে আপনি আপনার পরিকল্পনাগুলি বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করবেন । সন্ধ্যাবেলা, আপনি সেজেগুজে প্রেমাস্পদের সঙ্গে অসাধারণ সময় কাটানোর জন্য প্রস্তুত হবেন । সবসময় মনে রাখবেন আপনি ততটাই পাবেন, যতটা দেবেন । যদিও আপনি আজ নানা সামাজিক ও কাজ সম্পর্কিত প্রতিশ্রুতি পূরণ করবেন ৷ সেইসব সহকর্মীদের থেকে সাবধানে থাকুন যারা আপনার দক্ষতা নিয়ে ঈর্ষাণ্বিত ।

মীন: প্রেম জীবন আনন্দে ভরপুর থাকবে । আজ আপনি আপনার প্রিয়তম ও পরিবারের সদস্যদের জন্য প্রচুর অর্থ খরচ করবেন । আপনার এমনিতেই বেহিসাবি খরচের স্বভাব আছে ৷ আজ আপনি আপনার শ্রদ্ধার মানুষদের জন্য অনেক টাকা খরচ করতে পারবেন । আজ আবেগের দিকটি খুবই গুরুত্ব পেতে পারে । আপনি যেহেতু আজকে আবেগপ্রবণ থাকবেন, কেউ আপনার ভুল ধরিয়ে দিলেল তাতে দুঃখ পাবেন না।

ABOUT THE AUTHOR

...view details