মেষ: খুবই গড়পড়তা দিন আজ । কাজ যেরকম এগোনোর এগোবে ৷ উন্নতিও হবে । কিন্তু খুবই সাধারণ দিন । গান করুন, ছবি আঁকুন ও গ্রিন টি-তে চুমুক দিন রয়ে-বসে দিন কাটান । দিবাস্বপ্ন দেখাকালীন নিজের স্বপ্নের বাড়ির পরিকল্পনা করুন । আপনার প্রেম জীবন আজ অত ভালো নাও থাকতে পারে । আপনি হয়ত কম আবেগপ্রবণ ও বেশি বাস্তববাদী হবেন ৷ যা আপনার প্রিয়তমের অদ্ভুত ও অন্যরকম মনে হবে । এই আচরণ আজ আপনাদের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলবে ।
বৃষ:খুব সম্ভবত আপনি আপনার প্রিয়তমের সঙ্গে কোনও অলঙ্ঘনীয় বিষয় নিয়ে আলোচনা করবেন । আজ আপনি রুটিন কাজ ভালোই সামলাতে পারবেন । আপনার সৃজনী শক্তি উচ্চতার শিখরে থাকবে ৷ কাজেই আপনার মেজাজও ভালো থাকবে । আপনি কিছু পরিকল্পনা করতে চাইবেন । আপনি যদি শেয়ার বাজারে এখনও বিনিয়োগ না করে থাকেন, তা-হলে আজ তা করার জন্য সঠিক দিন । ভাগ্য আপনার সহায়, ফলে আপনি সফল হবেন ।
মিথুন: আপনি সম্ভবত বিশাল পরিমাণ অর্থ উপার্জন করবেন ৷ যার মাধ্যম হবে বেসরকারি ৷ আজ দিনটি কোষাধ্যক্ষ, মহাজন ও খুচরো ব্যবসায়ীদের জন্য খুবই লাভজনক । সাফল্য পাওয়ার জন্য পরিশ্রম করতে থাকুন । প্রেমের সম্পর্কের দিক থেকেও দিনটি ভালো যাবে । আপনি প্রিয়তমের সঙ্গে বেশি সময় কাটাবেন । এই ঘনিষ্ঠতা আপনাকে আরও আনন্দ দেবে । আপনি যদি বিবাহিত না হন, তাহলে শীঘ্রই বিয়ে করতে বা বাগদান করতে চাইবেন ।
কর্কট: ব্যক্তিগত জীবনে যে সকল সমস্যা ভিড় করেছে, আজ আপনি সেগুলির দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন । সমস্যাগুলিকে অঙ্কুরেই বিনষ্ট করার ক্ষমতা আপনার আছে ৷ যা আপনাকে এতদিন ব্যক্তিগত জীবন ধরে রাখতে সাহায্য করেছে । ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্কে যে সমস্যা দেখা দিয়েছে তা ঠিক করার জন্য এই দক্ষতা ব্যবহার করতে হবে । আজ আপনার প্রেম জীবন একটু ক্ষতিগ্রস্থ হবে । আপনার মেজাজের ওঠানামা নিয়ন্ত্রণে থাকবে ৷
সিংহ: আজ লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হবে । যারা কাজকে গুরুত্ব দেন তারা সহজেই দিনটি পার করতে পারবেন । আপনাকে নিজের মেজাজ সম্পর্কে সতর্ক থাকতে হবে । শুধুমাত্র কাজের জায়গাতেই নয়, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে সজাগ থাকতে হবে । সম্ভবত আপনার আর্থিক বিষয়ে অন্যদের অবদান থাকবে । পরিবারের আর্থিক শক্তি বৃদ্ধি পাবে ।
কন্যা: নতুন ব্যবসায় উদ্যোগ নেওয়ার জন্য আজ খুব ভালো দিন ৷ যেসব প্রকল্পগুলি সরিয়ে রাখা আছে সেগুলি শেষ হবে । আসন্ন সপ্তাহের দিকে তাকিয়ে আপনি নিজের উদ্যমকে চাঙ্গা করতে চাইবেন । জমায়েতগুলি খুবই মজার ও মনোরঞ্জক হবে । আপনার বাচ্চারা খুশি ও গর্বের কারণ হবে ৷ ফলে মেজাজ আরও ভালো হয়ে উঠবে । কাজের রুটিন ও ব্যক্তিগত জীবনের মধ্যে আপনি আরেকটু ভারসাম্য আনতে চাইবেন ।