পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Today's Horoscope 16th Oct in Bangla: সপ্তাহের প্রথম কাজের দিন বসের সঙ্গে তর্ক-বিতর্কে জড়াতে পারেন কোন রাশি ? - রাশিফল

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope
রাশিফল

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 12:01 AM IST

Updated : Oct 16, 2023, 6:20 AM IST

মেষ: নিজের উপস্থাপন ক্ষমতা দেখানোর সুযোগ পেলে, তার সদ্ব্যবহার করুন । আপনার কথা বলার দক্ষতা সকলের প্রশংসা কুড়াবে । সন্তানেরাও আপনাকে গর্বিত করতে পারে । পরিবারের প্রবীনমানুষদের জন্যও হাতে একটু সময় রাখুন ।

বৃষ: স্বতঃস্ফূর্ততা-সহ আন্তরিকতা আজ আপনাকে চালিত করবে । চোখ-কান খোলা রাখুন ৷ বিপদে পড়ার সম্ভাবনা থাকবে । আজ কোনও আইনি চুক্তিতে স্বাক্ষর করার আগে ভালো করে পড়ে নিন। নিরাময়ের থেকে প্রতিরোধ বেশী ভালো ।

মিথুন: আপনার পছন্দের কাজে আপনার সময় কাটবে । পরিবারের জন্য অনলাইন শপিং অথবা খাবার অর্ডার করতে পারেন । অবসর মজা আর বিনোদনের মাধ্যমে অবসর কাটাবেন ৷

কর্কট: আপনার কাজের দ্রুত গতি সকলকে অবাক করবে । পড়ে থাকা সব কাজ আর প্রকল্প ফলপ্রসূ হবে । তবে, এলোমেলো বা উদাসীনভাবে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে ।

সিংহ: বন্ধুত্ব চিরকাল অক্ষুণ্ণ থাকবে আশা করা হলেও, এটা নির্ভর করবে প্রয়োজনের সময় বন্ধু পাশে থাকছে কিনা তার উপরে । আজ, আপনার বন্ধুরা আপনার সাহায্য চাইবেন, এবং আপনিও সাধ্যমত তাদের পাশে দাঁড়াতে চাইবেন ।

কন্যা: আজ আপনি চারপাশের মানুষের মধ্যে আশা ও প্রেরণার সঞ্চার করতে চলেছেন । আজ আপনাকে আদর্শ সংসারী হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে । যার মাধ্যমে আপনি প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দেবেন ৷ ফলে সুন্দর সম্পর্ক আরও নিবিড় হবে ।

তুলা: আজ আপনি সুন্দর দেখাতে ও ভালো বোধ করতে চান । নিজের কথাবার্তা ও ব্যক্তিত্বের মাধ্যমে আজ সামাজিক অনুষ্ঠানে অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন । আপনার সামাজিক মর্যাদাও আজ বৃদ্ধি পাবে । প্রেমের সম্পর্ক আজ বিশেষ দিকে মোড় নেবে ।

বৃশ্চিক: আর্থিক পরিস্থিতি আপনাকে সমস্যায় ফেলতে পারে । তবে জীবনের আরও অনেক ভালো দিক থাকে । দেরি করা অর্থের আজ সংস্থান হতে পারে। আজ ভালো পুরষ্কার পাওয়ার সুযোগ আছে ।

ধনু: আপনার সঙ্গে আজ এমন একজনের দেখা হবে যিনি আপনাকে পছন্দ করেন । কারও মনের কেন্দ্রে থাকা উপভোগ করুন । বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা এবং তাদের সান্নিধ্য উপভোগ করবেন ।

মকর: এটি হয়ত একটি অস্বাভাবিক সমন্বয় মনে হতে পারে ৷ কিন্তু আপনি আজ আনন্দ এবং দুঃখ সমপরিমাণে পাবেন। আজ বাড়ির জন্য যেসমস্ত কাজ আপনাকে করতে হবে তা আপনাকে ক্লান্ত করে তুলবে ৷ তাই বাকি দিনের জন্য কিছু এনার্জি বাঁচিয়ে রাখুন ।

কুম্ভ:আজ আনন্দ ও কষ্ট দুটোই পাওয়ার দিন । হট বাথ থেকে অ্যারোমাটিক ম্যাসাজ, পছন্দ অনুযায়ী আরাম উপভোগ করতে পারবেন । কষ্টের অভিজ্ঞতা পাওয়ার পরেই একমাত্র আপনি আনন্দের জন্য প্রকৃত কৃতজ্ঞতা জানাতে পারবেন ।

মীন:আজ নিজের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়লাভ করতে চলেছেন । ফলে নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও বেশী উৎসাহী হবেন । আপনি সাধারণত স্পট লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন, তবে আজ নতুন নতুন কার্যভার গ্রহণ করার সঙ্গে সঙ্গে নিজেকে দলপতির ভূমিকায় খুঁজে পাবেন ।

Last Updated : Oct 16, 2023, 6:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details