পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Today's Horoscope 14th August in Bangla: কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা কাদের ? জানুন রাশিফলে - বৃষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

ETV Bharat
রাশিফল

By

Published : Aug 14, 2023, 12:00 AM IST

মেষ: অন্য লোকজনের জীবনকে প্রভাবিত করার ক্ষমতা আপনার আছে । আপনি যেহেতু খুবই সহানুভূতিশীল ও যত্নবান, লোকজন আপনাকে সহকর্মী বা ঊর্ধতন হিসাবে শ্রদ্ধা করে । এই অতিরিক্ত উদ্যমের সদ্ব্যবহার করে স্পর্শকাতর সমস্যার সমধান করুন । আপনাকে বড় মাপের কোনও প্রকল্প হাতে নিতে বলা হচ্ছে । আজ হয়ত আপনার হাসিখুশি মেজাজের কোনও মানুষের সঙ্গে আলাপ হবে । আপনি যেহেতু ভালো মেজাজে আছেন তাই আপনি হয়ত কোনও গোষ্ঠী বা ক্লাবে সামাজিকতা করতে চাইবেন ।

বৃষ: আজ সম্ভবত আপনি কাজ থেকে ছুটি নেবেন ও নিজেকে সাংসারিক কাজে ডুবিয়ে দেবেন । পরিবারের লোকেদের সঙ্গে অনেকটা সময় শান্তিতে কাটবে । আপনার মাথায় বাড়ির অন্দরসজ্জা পালটে বাড়িটিকে নতুন রূপে সাজানোর চিন্তা আসবে । আপনি যদি ধীরস্থির মনে থাকেন, তাহলেই একমাত্র আপনি আপনার কাজগুলি সম্পন্ন করতে পারবেন ।

মিথুন: আজ মানসিক ও বস্তুগত নিরাপত্তা আপনার কাছে সমান গুরুত্ব পাবে । পড়াশোনার ক্ষেত্রে আপনি যে সমস্যা নিয়েই ভাববেন তাই সমাধান করতে পারবেন । আপনার প্রিয়তমের সঙ্গে সবসময় যোগাযোগ বজায় রাখাই একমাত্র যাদুমন্ত্র । আজ আপনি আপনার ভবিষ্যতের আর্থিক পরিস্থিতি নিয়ে বেশি চিন্তা করবেন । আর্থিক বিষয়টিকে আপনি গুরুত্ব দিলেও, সেই পরিস্থিতির উন্নতি করার কোনও সঠিক রাস্তা খুঁজে পাবেন না ।

কর্কট: আজ আপনি খুব কঠিন চ্যালেঞ্জও সহজেই সামলাবেন । সতর্ক থাকুন, কেননা এতে আপনার আত্মবিশ্বাসে নাড়া পড়তে পারে ও তা কমে যেতে পারে । আপনার দুর্বলতাগুলি ঝেড়ে ফেলার চেষ্টা করুন ৷ দেখবেন আপনি উদ্যম ও ইতিবাচকতা ফিরে পাচ্ছেন । ব্যক্তিগত জীবন নিয়ে হতাশায় ভোগার কোনও কারণ নেই । আপনার প্রিয়তমের থেকে আপনি রাজকীয় সমাদর পাবেন । সম্পর্ককে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আপনার রসবোধের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ।

সিংহ: আপনাকে কাজের ক্ষেত্রে বেশি মনোযোগী হতে বলা হচ্ছে । যত ভালো কাজ করা সম্ভব তা করার জন্য আপনি সর্বাধিক প্রয়াস করবেন । যদিও ফল হয়ত আশানুরূপ হবে না । আজ আপনাকে অত্যধিক খরচ বা আর্থিক লোকসান সম্বন্ধে সতর্ক থাকতে হবে । ছোটখাটো বিবাদ মতানৈক্য তৈরি করতে পারে ৷ প্রেম জীবনের সঙ্গতি নষ্ট করতে পারে । ফলে নিজের ও প্রিয়তমের মধ্যে অকারণে দূরত্ব তৈরি না করার চেষ্টা করুন ।

কন্যা: আপনি যেরকম সুবিবেচক, আশা করা যায় আজ আপনার ঘাড়ে যে অতিরিক্ত সাংসারিক দায়িত্ব এসে পড়বে, তাতে আপনি অসন্তুষ্ট হবেন না । এমনিও যেহেতু কর্মক্ষেত্রের কাজের অবস্থা বেশ পরিতোষজনক, বাড়িতে একটু বেশি কাজ করতে হলে কোনও সমস্যা হবে না । আপনার সহকর্মী ও এমনকি ভালোবাসার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক আপনার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে । আপনার চিন্তা ও কাজকে সঠিক পথে চালিত করে আজ এই শুভ দিনটির সম্পূর্ণ সদ্ব্যবহার করুন ।

তুলা: আপনি সকল কর্তব্যের থেকে বেশি গুরুত্ব দেবেন ৷ পরিবারের লোকজনদের সঙ্গে সময় কাটাবেন । আজকে কোনও নিকট আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে । দম্পতিরা প্রেম জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন । আপনাকে আনন্দময় একটি মাধ্যম খুঁজে বার করতে হবে। ভালোবাসার মানুষের সঙ্গে মধুর কথোপকথন সম্পর্ককে পুনরুজ্জীবিত করে তুলবে । সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে আত্মত্যাগ ও অঙ্গীকার মুখ্য ভূমিকা পালন করবে । স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো যাবে ।

বৃশ্চিক: আজ আবেগের মেঘ আপনাকে ঘিরে থাকবে ৷ আপনি আত্মচিন্তা ও আত্মবিশ্লেষণ করেই সারা দিন কাটাবেন । পেশাগত ক্ষেত্রে আপনি নিজের অবস্থানের উন্নতি করতে চাইবেন । আপনার দূরদর্শিতা ও লোকজনের মানসিকতা বোঝার ক্ষমতা আপনার মধ্যের নেতৃত্বের দিকটি তুলে ধরে । পেশাগত ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে পারার ফলে আপনি অবশ্য-প্রয়োজনীয় মানসিক শান্তি পাবেন ৷ তার প্রভাব পড়বে আপনার উৎপাদনশীলতায় । আপনার চিন্তাভাবনাগুলি আজ কর্মকর্তা ও সহকর্মীদের প্রশংসা পাবে ।

ধনু: আজ আপনি যে কাজেই হাত দেবেন তাতেই জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকুন । আজ আপনার অধস্তনদের আপনার সমর্থন ও প্রেরণার প্রয়োজন হবে । আজ স্বাস্থ্যকে সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে। বিশেষত, যাদের দুরারোগ্য ব্যাধি আছে তাদের বেশি সতর্ক থাকতে হবে । মাথা বা পেশী কোনওটিকেই অত্যধিক খাটাবেন না, তাহলে অসুস্থ হয়ে পড়বেন । আজ আপনি আর্থিক ক্ষেত্রে কোনও ভালো খবরের অপেক্ষায় থাকবেন ।

মকর: আজ দিনটা পুরো কঠিন সমস্যা ও জটিল পরিস্থিতির গোলকধাঁধার মতো ৷ কিন্তু আপনি খুব দ্রুতই তার থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন । কর্মক্ষেত্রে আপনি নেতার ভূমিকা পালন করতে ভালোবাসেন ৷ অনর্থক কাজে সময় ও শক্তি নষ্ট না করে ফলদায়ক কার্যকলাপের দিকেই মনোনিবেশ করে থাকুন । এর ফলে আপনার মনে সন্তুষ্টির ভাব আসবে ও ঊর্ধতনদের প্রশংসাও পাবেন ।

কুম্ভ: আজ আপনার যুক্তি ও আবেগের মধ্যের ভারসাম্য দেখতে পাওয়ার সৌভাগ্য হবে । তার ফলে আপনি ব্যবসা ও আনন্দ এক সঙ্গে পাওয়া যায় তা বুঝতে পারবেন । আর্থিক দিক থেকে আপনি সন্তুষ্ট ৷ কিন্তু আজ কোনও তুচ্ছ বিষয় আপনাকে বিব্রত করবে । কোনও বিশেষ কাজের কারণে ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে । আপনি যদি কোনও সংস্থাতে পরিষেবা দেওয়া শুরু করতে চান, তাহলে আজকের দিনটি তার জন্য ভালো । আপনার পরিষেবার জন্য আপনি ভালো পারিশ্রমিক পাবেন । আজ আপনার উৎপাদনক্ষমতা বেড়ে যাবে, এর সম্পূর্ণ কৃতিত্ব আপনার দ্রুত কাজ করার ক্ষমতার ।

মীন: আজ আপনি যে কাজই করবেন সেখান থেকেই ভালো উপার্জন হওয়ার সম্ভাবনা প্রবল । শেয়ার বাজারে লেনদেন করার জন্যও আজ ভালো দিন ৷ শুধু মনে রাখবেন এই স্টক মার্কেট খুবই ভয়ের জায়গা । আপনি অন্য ব্যক্তিদের উপদেশ দেওয়ার মেজাজে থাকবেন ৷ কিন্তু তা করে ওঠার মতো আত্মবিশ্বাস আপনার থাকবে না । আপনার প্রযুক্তিগত জ্ঞানের সঙ্গে আপনার সৃজনশীল প্রবৃত্তি মিশিয়ে কাজ করলে আপনি আরো বড় কিছু অর্জন করতে পারেন ।

ABOUT THE AUTHOR

...view details