নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: আজ মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ (Meghalaya and Nagaland Assembly Poll 2023)। দুই রাজ্যেই 60টি বিধানসভা কেন্দ্র। তবে এদিন দুই রাজ্যেরই 59টি আসনে ভোট হচ্ছে। উত্তর-পূর্বের এই দুই রাজ্যেই সকাল 7টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল 4টে পর্যন্ত। মেঘালয়ে দুর্গম পথ অতিক্রম করে পোলিং বুথে পৌঁছে গিয়েছেন নির্বাচনী অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর সকাল 9টা পর্যন্ত মেঘালয়ে ভোট পড়েছে 12.06 শতাংশ । আর নাগাল্যান্ডে ভোট পড়েছে 15.76 শতাংশ । পরে সকাল 11টা পর্যন্ত মেঘালয়ে ভোট পড়ে 26.70 শতাংশ এবং নাগাল্যান্ডে ভোট পড়ে 35.76 শতাংশ।
মেঘালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে ইতিমধ্যেই লম্বা লাইন শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলছে ভোট পর্ব। মেঘালয়ে মোট 21 লক্ষ ভোটার আজ 369 জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবেন। পাশাপাশি নাগাল্যান্ডে 13 লক্ষ ভোটার আজ, 183 জন প্রার্থীর ভবিষ্যত নির্ধারণ করবেন। সংবাদ সংস্থা এএনআইয়ের ভোট ঘিরে নিরাপত্তা ছবি তুলে ধরেছে। এবারে নাগাল্যান্ডের ভোটে বিশেষত্ব হল, মহিলা প্রার্থী। এখনও পর্যন্ত এই পাহাড়ি রাজ্যে কোনও মহিলা বিধায়ক হননি। এবার আদৌ কোনও মহিলা 59টি আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় স্থান পান কি না সেদিকে নজর দেশবাসীর ৷ তেমনই বিজেপি আদৌ ক্ষমতা দখল করতে পারে কি না সেটাও দেখার।
এনডিপিপি (ন্যাশনালিস্ট ডেমক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি) এবং বিজেপির মধ্যেই মূল লড়াই হবে বলে প্রাথমিকভাবে রাজনৈতিক মহলের অনুমান। এখানে জোট বেঁধে লড়ছে ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (NDPP) ও বিজেপি। এনডিপিপি 40টি আসনে লড়ছে। আর বিজেপি লড়ছে 20টি আসনে। ভোটগ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। অন্যদিকে, মেঘালয়ে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি ফের একবার ক্ষমতা দখলের জন্য লড়াই করছে। জমি ছাড়তে নারাজ বিজেপিও। যদিও বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, বিরোধী ভোটে ভালো মতো ভাগ বসাতে পারে তৃণমূল। তবে তৃণমূলের আশা, তারাই মেঘালয়ে এবার সরকার গঠন করবে। দুটি রাজ্যের ফলাফল প্রকাশ হবে 2 মার্চ।