কলকাতা, 3 এপ্রিল : 1971 সালে স্বাধীন হয় বাংলাদেশ ৷ এই বছর সেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে ভারতের এই পড়শি দেশ ৷ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দেশেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেই স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভাবে যে ভারতীয় সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন, আজ ছিল তাঁর জন্মদিন ৷
তিনি ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ ৷ 1914 সালের 3 এপ্রিল তাঁর জন্ম ৷ 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করতে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ভারতীয় পদাতিক বাহিনীর প্রধান ছিলেন শ্যাম মানেকশ ৷
তিনিই প্রথম সেনা অফিসার যাঁকে ফিল্ড মার্শাল ব়্যাঙ্ক দেওয়া হয় ৷ তবে তিনি শুধু বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধই নয়, স্বাধীন ভারত ও ব্রিটিশ আমল মিলিয়ে মোট পাঁচটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ৷ তার মধ্যে অন্যতম দ্বিতীয় বিশ্বযুদ্ধ ৷ যে যুদ্ধে সাহসিকতার পুরস্কার পেয়েছিলেন তিনি ৷ দেওয়া হয়েছিল মিলিটারি ক্রস ৷