পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জন্মদিনেও হইচই নেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ‘রিয়েল হিরো’কে নিয়ে - জন্মদিন

ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ ৷ 1914 সালের 3 এপ্রিল তাঁর জন্ম ৷ 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করতে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ভারতীয় পদাতিক বাহিনীর প্রধান ছিলেন শ্যাম মানেকশ ৷

জন্মদিনেও হইচই নেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ‘রিয়েল হিরো’কে নিয়ে
জন্মদিনেও হইচই নেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ‘রিয়েল হিরো’কে নিয়ে

By

Published : Apr 3, 2021, 8:05 PM IST

কলকাতা, 3 এপ্রিল : 1971 সালে স্বাধীন হয় বাংলাদেশ ৷ এই বছর সেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে ভারতের এই পড়শি দেশ ৷ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দেশেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেই স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভাবে যে ভারতীয় সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন, আজ ছিল তাঁর জন্মদিন ৷

তিনি ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ ৷ 1914 সালের 3 এপ্রিল তাঁর জন্ম ৷ 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করতে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ভারতীয় পদাতিক বাহিনীর প্রধান ছিলেন শ্যাম মানেকশ ৷

তিনিই প্রথম সেনা অফিসার যাঁকে ফিল্ড মার্শাল ব়্যাঙ্ক দেওয়া হয় ৷ তবে তিনি শুধু বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধই নয়, স্বাধীন ভারত ও ব্রিটিশ আমল মিলিয়ে মোট পাঁচটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ৷ তার মধ্যে অন্যতম দ্বিতীয় বিশ্বযুদ্ধ ৷ যে যুদ্ধে সাহসিকতার পুরস্কার পেয়েছিলেন তিনি ৷ দেওয়া হয়েছিল মিলিটারি ক্রস ৷

ভারত স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গেই 1947 সালেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় ৷ সেখানে বিভিন্ন পরিকল্পনা তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷ এমনকী, দেশ স্বাধীন হওয়ার পর হায়দরাবাদ সংকটের সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷

তবে বিতর্কেও জড়িয়েছিলেন তিনি ৷ 1961 সালে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে ৷ সেই কারণে তাঁকে দেশদ্রোহী তকমা দেওয়া হয় ৷ তাঁর বিরুদ্ধে তদন্তও হয় ৷ কিন্তু সব অভিযোগ থেকে মুক্ত হয়ে সেনা বাহিনীতে তিনি নতুন দায়িত্ব পান ৷

আরও পড়ুন :সুস্থ আছেন রাষ্ট্রপতি, আইসিইউ থেকে স্পেশাল কেবিনে স্থানান্তর

তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশকে স্বাধীন করার সময় তাঁর ভূমিকাই তাঁকে জনপ্রিয়তার অন্য শিখরে নিয়ে যায় ৷ ভারত সরকার তাঁকে পদ্মভূষণ ও পদ্মবিভূষণেও সম্মানিত করে ৷

ABOUT THE AUTHOR

...view details