পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi's Birthday : মোদির 71তম জন্মদিনে বিজেপির 'সেবা ও সমর্পণ', শুভেচ্ছা কোবিন্দের - Ram Nath Kovind

আজ দেশের প্রধানমন্ত্রী 71 বছরে পা রাখলেন ৷ ইতিমধ্যে তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

প্রধানমন্ত্রীর জন্মদিন
প্রধানমন্ত্রীর জন্মদিন

By

Published : Sep 17, 2021, 8:12 AM IST

নয়া দিল্লি, 17 সেপ্টেম্বর : আজ তাঁর 71তম জন্মদিন ৷ আর এই দিনটিকে ঐতিহাসিক গুরুত্ব দিতে আজ সবচেয়ে বেশি সংখ্যায় কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হবে সারা দেশে ৷ সেই সঙ্গে 21 দিনের 'সেবা আর সমর্পণ' (Seva and Samarpan) নামক প্রচার শুরু করছে বিজেপি ৷ তিনি দেশের প্রধানমন্ত্রী (Prime Minister of India) নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ (Ram Nath Kovind) ৷ তিনি লিখেছেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা আর শুভকামনা জানাই ৷ আপনি সুস্থ থাকুন আর দীর্ঘায়ু হোন ৷ আপনার সর্বজনবিদিত 'অহর্নিশং সেবামহে' ভাবনায় দেশের সেবার কাজ চালিয়ে যান ৷"

আরও পড়ুন :Mamata in TIME : টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় বাইডেন-মোদির সঙ্গে 'স্ট্রিট ফাইটার' মমতা

টুইট করেছেন অমিত শাহ (Amit Shah) ৷ তিনি লিখেছেন, "মোদিজির জীবনের প্রতিটা মুহূর্ত গরিব, কৃষক আর বঞ্চিত মানুষের সেবায় সমর্পিত ৷ আমি সব কার্যকর্তাদের অনুরোধ করব আপনারা সেবা সমর্পণের অন্তর্গত সেবার কাজে অংশগ্রহণ করুন ৷ একই সঙ্গে বিজেপি সরকারের জনকল্যাণকারী প্রকল্পগুলির কথা মানুষের কাছে পৌঁছে দিন ৷"

1950-এ 17 সেপ্টেম্বর গুজরাতের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী ৷ দরিদ্র পরিবারের সন্তান মোদির শৈশব কেটেছে চরম আর্থিক সঙ্কটে ৷ তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (Rashtriya Swayamsevak Sangh) বা আরএসএস-এ যোগ দেন ৷ পরে বিজেপির রাজ্য ও জাতীয় স্তরে কাজ করে রাজনীতিতে আসেন ৷ গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে (political science) স্নাতকোত্তর স্তরের (MA) ডিগ্রি লাভ করেন ৷

2014 সালে প্রথম বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৷ পরে 2019-এ ফের দেশের মসনদ দখল করেন তিনি ৷ তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details