পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi at Depositors First : আমানতকারীরা সুরক্ষিত থাকলে তবেই ব্যাঙ্ক টিকবে, বার্তা প্রধানমন্ত্রীর - আমানতকারীদের সুরক্ষা

আমানতকারীরা সুরক্ষিত থাকলে তবেই ব্যাঙ্ক টিকে থাকবে ৷ রবিবার ‘ডিপোজিটর্স ফার্স্ট’ (Depositors First) শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য পেশের সময় এই বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi at Depositors First) ৷ তিনি বলেন, ‘‘ব্যাঙ্কগুলিকে বাঁচাতে হলে আমানতকারীদের রক্ষা করতে হবে ৷’’

to save banks, we have to protect depositors, says narendra modi at depositors first
Narendra Modi at Depositors First : আমানতকারীরা সুরক্ষিত থাকলে তবেই ব্যাংক টিকবে, বার্তা প্রধানমন্ত্রীর

By

Published : Dec 12, 2021, 5:07 PM IST

নয়াদিল্লি, 12 ডিসেম্বর : ‘‘ব্যাঙ্কগুলিকে বাঁচাতে হলে আমানতকারীদের রক্ষা করতে হবে ৷’’ রবিবার ‘ডিপোজিটর্স ফার্স্ট’ (Depositors First) শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য পেশের সময় একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi at Depositors First) ৷ তিনি বলেন, ‘‘আমানত বিমার (Deposit Insurance) পরিমাণ 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করায় সব মিলিয়ে 76 লক্ষ কোটি টাকার আমানতের নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে ৷’’ মোদির দাবি, এই ধরনের বিস্তৃত বিমা-সুরক্ষাকবচ উন্নত দেশগুলিতেও নেই ৷ এর ফলে প্রায় 98 শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্টকেই সুরক্ষিত করা সম্ভব হয়েছে ৷

আরও পড়ুন :PM Modi Twitter account hacked : প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক, তড়িঘড়ি ব্যবস্থা নিল টুইটার কর্তৃপক্ষ

এদিনের অনুষ্ঠানের মাঝেই মোদি পুরনো দিনের প্রসঙ্গ তুলে কেন্দ্রের পূর্বতন কংগ্রেস পরিচালিত সরকারের সমালোচনা করেন ৷ তিনি বলেন, ‘‘আমার এখনও মনে আছে, আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, একটি ব্যাঙ্ক সমস্যায় পড়েছিল ৷ মানুষ শুধু আমাদেরই এসে ধরত ৷ সেই সময় সকলেরই এক যন্ত্রণা ছিল ৷ আমি কেন্দ্রীয় সরকারকে বারবার অনুরোধ করেছিলাম ৷ যাতে ব্য়াংঙ্কে গচ্ছিত আমানত বিমার পরিমাণ 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয় ৷ সেক্ষেত্রে অধিকাংশ মানুষই খুশি হতেন ৷’’

মোদির স্পষ্ট বার্তা, কংগ্রেস আমলে এই কাজ না হলেও তাঁর সরকার রেকর্ড সময়সীমার মধ্যে গোটা বিষয়টা সেরে ফেলেছে ৷ তিনি বলেন, ‘‘আইন জারির 90 দিনের মধ্যেই যে এই কাজ করা গিয়েছে, তার জন্য আমি অত্যন্ত খুশি ৷ কয়েক হাজার আমানতকারী ইতিমধ্যেই তাঁদের টাকা পেয়ে গিয়েছেন ৷ দেশের উন্নয়নে ব্যাঙ্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আর ব্যাঙ্কগুলিকে বাঁচাতে হলে আমানতকারীদের রক্ষা করতে হবে ৷’’

আরও পড়ুন :Rahul Priyanka attack BJP at Rajasthan Mega Rally : হিন্দুত্ববাদীরা ক্ষমতালোভী, রাজস্থানের মেগামিছিল থেকে বিজেপিকে তোপ রাহুল-প্রিয়াঙ্কার

প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেসের আমলে দেশের গরিব ও মধ্যবিত্তদের কথা সরকার ভাবেনি ৷ তাই যখনই কোনও ব্যাঙ্ক সঙ্কটে পড়েছে, সবার আগে গরিব আর মধ্যবিত্তদেরই দুর্ভোগ বেড়েছে ৷ কিন্তু, কেন্দ্রের বর্তমান সরকার এই পরিস্থিতির বদল আনতে বদ্ধপরিকর ৷ তার জন্য গত সাত বছরে একের পর এক আর্থিক সংস্কার করা হয়েছে ৷ মোদি জানিয়েছেন, শুধুমাত্র গত কয়েক বছরেই এক লক্ষেরও বেশি আমানতকারী তাঁদের টাকা ফেরত পেয়েছেন ৷ যার পরিমাণ 1300 কোটি টাকারও বেশি ৷ অথচ বহু বছর আগেই এই টাকা আমানতকারীদের হাতে পৌঁছে যাওয়া উচিত ছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details