কলকাতা, 15 ডিসেম্বর :রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরুদ্ধে আগামী দু‘দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিলেন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক আধিকারিক ও কর্মচারীরা । গোটা দেশের পাশাপাশি এরাজ্যেও 16 ও 17 ডিসেম্বর এই দু‘দিন সমস্ত ব্যাঙ্ক ও এটিএম পরিষেবা বন্ধ থাকবে । শনিবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা ।
যদিও দু‘দিন ধর্মঘট চলাকালীন ইন্টারনেট ব্যাঙ্কিং ও হাসপাতাল এলাকায় এটিএম পরিষেবা সচল থাকবে বলে জানা গিয়েছে । ধর্মঘট প্রসঙ্গে মঙ্গলবার ব্যাঙ্ক কর্মীদের সম্মিলিত সংগঠন ইউনাইটেড ফেডারেশন অফ ব্যাঙ্ক ইউনিয়নের (United Federation of Bank Union) তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয় কলকাতার অজিত সেন ভবনে । এই ধর্মঘট সফল করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান তাঁরা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, ইউএফবিইউর আহ্বায়ক গৌতম নিয়োগী । উপস্থিত ছিলেন আধিকারিক সংগঠনের নেতা সঞ্জয় দাস ও কর্মচারী সংগঠনের নেতা জয়দেব দাসগুপ্ত ।
সংগঠনের তরফে এদিন বক্তারা জানান, বৃহস্পতি ও শুক্রবার গোটা দেশের মতোই এরাজ্যেও সমস্ত সরকারি, বেসরকারি ব্যাঙ্কের প্রায় 6000 শাখা ও 12000 এটিএম বন্ধ থাকবে। ধর্মঘটের কারণ হিসেবে এদিন তাঁরা কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন । তাঁদের অভিযোগ, দু‘টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণ (bank privatization news) করার জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার ।