পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাহুলের 'মহব্বত কি দুকান' বাসে উঠলে মিলবে টিকিট, জানালেন জয়রাম রমেশ - Congress

Bharat Jodo Nyay Yatra: রাহুল গান্ধির 'মহব্বত কি দুকান' বাসে উঠলে মিলবে উপহার ৷ কী সেই উপহার, তা জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷

ETV Bharat
রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 8:57 AM IST

খুজামা (নাগাল্যান্ড), 16 জানুয়ারি: ন্যায় যাত্রার বাসে উঠলে মিলবে বিশেষ টিকিট ৷ আর সেই টিকিটে রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ছবি ৷ এই ছবি পোস্ট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷

প্রবীণ কংগ্রেস নেতা এই টিকিটের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন ৷ তাতে টি-শার্ট ও ট্রাউজার পরিহিত রাহুল গান্ধির ছবি রয়েছে ৷ ওই ছবিতে রাহুলের অটোগ্রাফও আছে ৷ জয়রাম রমেশ সোশাল মিডিয়ায় লেখেন, "এটা মহব্বত কি দুকানের বাস ৷ রাহুল গান্ধি এই বাসে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন ৷"

তিনি আরও জানিয়েছেন, গত 10 বছরের অন্যায়ের বিরুদ্ধে এই ন্যায় যাত্রায় যাঁরা রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে চান, কথা বলতে চান, তাঁদের বাসে ডেকে এই টিকিট দেওয়া হচ্ছে ৷ রাহুল গান্ধি ভলভো বাসে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন ৷ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার জন্য এই বাসের উপরে একটি হাইড্রোলিক লিফটের ব্যবস্থা করা আছে ৷ বাসের সামনে 'মহব্বত কি দুকান' লেখা আছে ৷ কংগ্রেস নেতারা এই বাসকে 'মহব্বত কি দুকান' বলছেন ৷

রাহুল গান্ধি প্রথম 'মহব্বত কি দুকানে'র উল্লেখ করেন কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রায় ৷ তিনি বলেছিলেন, "ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলেছি (নফরত কি বাজার মে মহব্বত কি দুকান খুলেছি) ৷"

14 জানুয়ারি মণিপুরের থৌবাল থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে ৷ সোমবার রাহুল গান্ধি নাগাল্যান্ডে পৌঁছন ৷ এদিন সন্ধ্যা নাগাদ তিনি মণিপুর-নাগাল্যান্ড সীমানায় খুজামা গ্রামে পৌঁছন ৷ 66 দিন ধরে 6 হাজার 713 কিমি পথ অতিক্রম করবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এবারের এই যাত্রা হেঁটেও হবে, আবার বাসেও ৷ 20 বা 21 মার্চ মুম্বই পৌঁছে শেষ হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷

আরও পড়ুন: মণিপুরে আবার শান্তি ও সৌহার্দ্য ফেরাতে চাই: ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে রাহুল

ABOUT THE AUTHOR

...view details