খুজামা (নাগাল্যান্ড), 16 জানুয়ারি: ন্যায় যাত্রার বাসে উঠলে মিলবে বিশেষ টিকিট ৷ আর সেই টিকিটে রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ছবি ৷ এই ছবি পোস্ট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷
প্রবীণ কংগ্রেস নেতা এই টিকিটের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন ৷ তাতে টি-শার্ট ও ট্রাউজার পরিহিত রাহুল গান্ধির ছবি রয়েছে ৷ ওই ছবিতে রাহুলের অটোগ্রাফও আছে ৷ জয়রাম রমেশ সোশাল মিডিয়ায় লেখেন, "এটা মহব্বত কি দুকানের বাস ৷ রাহুল গান্ধি এই বাসে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন ৷"
তিনি আরও জানিয়েছেন, গত 10 বছরের অন্যায়ের বিরুদ্ধে এই ন্যায় যাত্রায় যাঁরা রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে চান, কথা বলতে চান, তাঁদের বাসে ডেকে এই টিকিট দেওয়া হচ্ছে ৷ রাহুল গান্ধি ভলভো বাসে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন ৷ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার জন্য এই বাসের উপরে একটি হাইড্রোলিক লিফটের ব্যবস্থা করা আছে ৷ বাসের সামনে 'মহব্বত কি দুকান' লেখা আছে ৷ কংগ্রেস নেতারা এই বাসকে 'মহব্বত কি দুকান' বলছেন ৷