নয়াদিল্লি, 17 এপ্রিল : করোনাকালে ‘‘প্রতীকী’’ভাবে কুম্ভমেলা পালনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মহামারিকে নিয়ন্ত্রণে আনতেই এই আবেদন রেখেছেন তিনি ৷ ঠিক যখন করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল গোটা ভারত, তখনই কুম্ভমেলা উপলক্ষে হরিদ্বারে ভিড় জমিয়েছেন হাজার হাজার পুণ্যার্থী ৷ কোভিড বিধি শিকেয় তুলেই গঙ্গাস্নান করছেন তাঁরা ৷ যা দেখে কপালে ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের ৷ তাঁদের আশঙ্কা, এর ফলে হাজার হাজার পুণ্যার্থী সংক্রমিত হয়ে পড়তে পারেন ৷ আর তাঁদের থেকে তা ছড়িয়ে পড়তে পারে গোটা দেশে ৷ এই প্রেক্ষাপটেই শুক্রবার সকালে প্রতীকী কুম্ভমেলা পালনের পক্ষে মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷
এদিন টুইট করে প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যেই হিন্দু ধর্ম আচার্য সভার সভাপতি স্বামী অবধেশানন্দ গিরিজি মহারাজের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি ৷ প্রধানমন্ত্রী তাঁকে জানান, কুম্ভমেলার মতো যেকোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে দলে দলে পুণ্যার্থীরা এক জায়গায় জড়ো হন ৷ যার ফলে সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পড়ে ৷
আরও পড়ুন :কুম্ভে 5 দিনে কোভিডে আক্রান্ত 2167, সংক্রমিত 30 সাধু