পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা সংক্রমণ বাগে আনতে ‘‘প্রতীকী’’ কুম্ভমেলা পালনের আবেদন প্রধানমন্ত্রীর - করোনা

করোনাকালে ‘‘প্রতীকী’’ভাবে কুম্ভমেলা পালনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মহামারিকে নিয়ন্ত্রণে আনতেই এই আবেদন রেখেছেন তিনি ৷

To fight against corona Kumbh Mela Should Now Only Be Symbolic, said PM modi
অতিমারি বাগে আনতে ‘‘প্রতীকী’’ কুম্ভমেলা পালনের আবেদন প্রধানমন্ত্রীর

By

Published : Apr 17, 2021, 10:25 AM IST

Updated : Apr 17, 2021, 11:45 AM IST

নয়াদিল্লি, 17 এপ্রিল : করোনাকালে ‘‘প্রতীকী’’ভাবে কুম্ভমেলা পালনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মহামারিকে নিয়ন্ত্রণে আনতেই এই আবেদন রেখেছেন তিনি ৷ ঠিক যখন করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল গোটা ভারত, তখনই কুম্ভমেলা উপলক্ষে হরিদ্বারে ভিড় জমিয়েছেন হাজার হাজার পুণ্যার্থী ৷ কোভিড বিধি শিকেয় তুলেই গঙ্গাস্নান করছেন তাঁরা ৷ যা দেখে কপালে ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের ৷ তাঁদের আশঙ্কা, এর ফলে হাজার হাজার পুণ্যার্থী সংক্রমিত হয়ে পড়তে পারেন ৷ আর তাঁদের থেকে তা ছড়িয়ে পড়তে পারে গোটা দেশে ৷ এই প্রেক্ষাপটেই শুক্রবার সকালে প্রতীকী কুম্ভমেলা পালনের পক্ষে মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷

এদিন টুইট করে প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যেই হিন্দু ধর্ম আচার্য সভার সভাপতি স্বামী অবধেশানন্দ গিরিজি মহারাজের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি ৷ প্রধানমন্ত্রী তাঁকে জানান, কুম্ভমেলার মতো যেকোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে দলে দলে পুণ্যার্থীরা এক জায়গায় জড়ো হন ৷ যার ফলে সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পড়ে ৷

আরও পড়ুন :কুম্ভে 5 দিনে কোভিডে আক্রান্ত 2167, সংক্রমিত 30 সাধু

প্রসঙ্গত, এর আগে গত বুধবার কয়েকটি হিন্দু আখরার তরফে জানানো হয়, মহামারির আবহে পুণ্যস্নান বন্ধ রাখবে তারা ৷ এমনকী, কুম্ভমেলা বন্ধ করতেও রাজি হয়ে যায় তারা ৷ কিন্তু, দ্রুত সেই সিদ্ধান্ত প্রত্য়াহারও করে নেওয়া হয় ৷ সরকারি আধিকারিকরা এ নিয়ে আলোচনার কথা বললেও, স্থির হয়েছে পূর্ব নির্ধারিত সূচি মেনেই চলবে কুম্ভমেলা ৷

হরিদ্বারের জেলাশাসক এবং কুম্ভমেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দীপক রাওয়াত এই প্রসঙ্গে বলেন, ‘‘কুম্ভমেলা হওয়ার কথা ছিল গত জানুয়ারি মাসে ৷ কিন্তু করোনার কারণেই সেই নির্ঘণ্ট পিছিয়ে এপ্রিলে নিয়ে আসে রাজ্য় সরকার ৷ কেন্দ্রের তরফে বলা হয়েছে, এই পরিস্থিতে মেলার সময়সীমা কমানো হতে পারে ৷ কিন্তু আমার কাছে এই সংক্রান্ত কোনও তথ্য নেই ৷’’

আরও পড়ুন :কুম্ভমেলা হতে পারে করোনার ‘সুপার স্প্রেডার’, চিন্তায় সরকার

এদিকে, কুম্ভমেলা নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই লাগাতার বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ শনিবারের তথ্য বলছে, গত 24 ঘণ্টা নতুন করে খোঁজ মিলেছে 2 লাখ 34 হাজার 692 জন কোভিড রোগীর ৷ যা এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ৷

Last Updated : Apr 17, 2021, 11:45 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details