নয়া দিল্লি, 9 এপ্রিল : ছোটো ছোটো কন্টেনমেন্ট জ়োন করতে হবে এবং করোনা টেস্টের পরিমাণ বাড়াতে হবে । তবেই সংক্রমণের দ্বিতীয় ঢেউ আটকানো যাবে । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনটাই নিদান দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাশাপাশি, নাইট কারফিউয়ের উপরও জোর দেন তিনি ।
দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ গতকাল দেশে সবথেকে বেশি সংক্রমণ হয়েছিল ৷ প্রায় 1 লাখ 26 হাজার জন করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে রাজ্যগুলিকে চারটি বিষয়ের উপর জোড় দেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন তিনি ৷ ছোটো ছোটো কনটেনমেন্ট জ়োন তৈরি করতে বলেছেন ৷ টেস্টের সংখ্যা বাড়ানো, নাইট কারফিউ ও টিকাকরণের উপর জোর দিতে বলেছেন ৷ কনটেনমেন্ট জ়োন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন,"আমাদের মাইক্রো অর্থাৎ ছোটো ছোটো কন্টেনমেন্ট জ়োন তৈরিতে বেশি করে জোর দিতে হবে ৷ করোনার শনাক্তকরণই সংক্রমণ মোকাবিলা করার একমাত্র উপায় ৷"
এদিকে নাইট কারফিউকে করোনা কারফিউ হিসাবে উল্লেখ করে বলেন, সারা বিশ্ব নাইট কারফিউকে গ্রহণ করেছে । এই কারফিউ সাধারণ মানুষকে সব সময় করোনা পরিস্থিতির কথা মনে করাবে ৷ মানুষকে সচেতন করবে ৷ তাই আমরা নাইট কারফিউকে 'করোনা কারফিউ' হিসেবে জোর দিচ্ছি । আর এটা কাজের খুব একটা ক্ষতি করবে না ৷"