বেতুল (মধ্যপ্রদেশ), 26 সেপ্টেম্বর: মধ্যপ্রদেশের বেতুলে কন্যা দিবস উদযাপনে এবং 'বেটি বাঁচাও, বেটি পড়াও' কেন্দ্রীয় প্রকল্পের মাধ্য়মে 14টি রাজ্যের প্রায় 120টি গ্রামের বাসিন্দারা তাঁদের বাড়ির নাম রেখেছেন মেয়েদের নামে ৷ বাড়ির সামনে ফলকে জ্বলজ্বল করছে কন্যেদের নাম (Betul Houses Name Plates in Name of Daughters) ৷ গ্রামবাসী থেকে স্থানীয় বা প্রতিবেশীরা এখন আর পরিবারের কর্তাদের দ্বারা বাড়ি চেনেন না ৷ সেখানে মেয়েদের নামে চিনে নিচ্ছেন বাড়ি ৷
লাডো অভিযানের (Lado Campaign Start from Betul) নেতা এবং বেতুলের বাসিন্দা সমাজকর্মী অনিল যাদব জানিয়েছেন যে, তিনি 2015 সালে তাঁর মেয়ের জন্মদিনে এই অভিযান শুরু করেছিলেন ৷ তিনি তাঁর বাড়ির নেমপ্লেটটি মেয়ের নামে রাখা শুরু করেন ৷ তারপর থেকে, অন্যান্যরা অনুপ্রাণিত হয়ে শুরু করেন এই অভিযানের প্রচার ৷ তাতেই 14টি রাজ্যে 120টি গ্রামে বাড়ির নাম রাখা হয় কন্যেদের নামে ৷