নয়াদিল্লি, 23 অগস্ট :রাস্তা আটকে কোনও আন্দোলন করা যাবে না ৷ তাতে আমজনতার সমস্যা হবে ৷ সোমবার একটি মামলার শুনানি চলাকালীন পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ আদালত সূত্রে খবর, মামলাকারী ওই মহিলার নাম মণিকা আগরওয়াল (Monicca Agarwaal) ৷ নয়ডার এই বাসিন্দার অভিযোগ, গত কয়েক মাস ধরে দিল্লির সীমানায় কৃষক বিক্ষোভের জেরে চরম সমস্য়ায় পড়েছেন তিনি ৷ প্রতিদিন যে রাস্তা পেরোতে তাঁর মাত্র 20 মিনিট সময় লাগত, এখন ঘুরপথে গন্তব্যে পৌঁছতে তাঁর সময় লাগছে দু’ঘণ্টা ৷ কারণ, আন্দোলনকারীরা মাসের পর মাস রাস্তা আটকে বসে রয়েছেন ৷ নিজের এই হয়রানির প্রতিকার চেয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মণিকা ৷
আরও পড়ুন :Farmers Protest : পাশে থাকার বার্তা নিয়ে ফের কৃষক আন্দোলনের মঞ্চে তৃণমূল
সোমবার বিচারপতি এস কে কউল (Justice S K Kaul) এবং বিচারপতি হৃষিকেশ রায়ের (Justice Hrishikesh Roy) ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয় ৷ সেখানে আদালতের পর্যবেক্ষণ, ‘‘আবেদনকারী জানিয়েছেন, তাঁর কিছু সমস্যা হচ্ছে ৷ এই সমস্যার সমাধান কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যের হাতেই রয়েছে ৷ আন্দোলন যদি এভাবেই চলতে থাকে, তাহলে দেখতে হবে, তার জন্য যান চলাচল যেন বন্ধ না হয় ৷ কারণ, কোনও আন্দোলনের জন্যই মানুষের অসুবিধা করা চলবে না ৷’’ সমস্য়া মোকাবিলার পথ খুঁজতে সরকারপক্ষকে আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে আদালত ৷