কলকাতা ও আগরতলা, 3 সেপ্টেম্বর : উত্তপ্ত ত্রিপুরায় (Tripura) ফের বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এবার সুস্মিতা দেবের (Susmita Deb) সফরে তৃণমূল কর্মীদের উপর আক্রমণের অভিযোগ আনা হল ৷ বৃহস্পতিবারের ওই ঘটনার জন্য বিজেপি-কেই (BJP) কাঠগড়ায় তুলেছে বাংলার শাসকদল ৷ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ‘আক্রান্ত’রা আপাতত আগরতলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷
আরও পড়ুন :TMC Tripura : বিপ্লব গড়েই বিজেপিতে বড় ভাঙন ধরাল তৃণমূল
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশ মতো ত্রিপুরার মাটি জয়ের লড়াইয়ে নেমেছেন সদ্য কংগ্রেস ছেড়ে দলে আসা সুস্মিতা দেব ৷ সেই মতোই বৃহস্পতিবার ত্রিপুরেশ্বরী মন্দিরে (Tripureswari Temple) পুজো দিতে গিয়েছিলেন সুস্মিতা দেব ৷ সঙ্গে ছিলেন তৃণমূলের স্থানীয় কয়েকজন কর্মী ৷ সুস্মিতা দেবের অভিযোগ, পুজো দিয়ে ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় ৷ তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করে হামলাকারীরা ৷ তাতে গুরুতর জখম হন বেশ কয়েকজন ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের আগরতলার একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷
এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই হাসপাতালে পৌঁছে যান তৃণমূল নেতা তথা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ৷ সঙ্গে ছিলেন সুস্মিতা দেবও ৷ হাসপাতালের বাইরে দাঁড়িয়ে তাঁরা দু’জনেই হামলার জন্য বিজেপি ও বিজেপি আশ্রিত গুন্ডাদের দায়ী করেন ৷ ব্রাত্য বসু বলেন, ‘‘ত্রিপুরায় বিজেপি-র গুন্ডারা রোজ তৃণমূলের উপর হামলা চালাচ্ছে ৷ এটা কোনও সভ্য কার্যকলাপ হতে পারে না ৷ সুস্মিতা দলের কোনও কাজে যাননি ৷ ব্যক্তিগত কাজে গিয়েছিলেন ৷ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি ৷ সঙ্গে দলেরই তিন-চার জন কর্মী ছিলেন ৷ তাঁদের মারধর করেছে বিজেপি-র গুন্ডারা ৷ এখন তাঁরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷’’
হামলার জন্য বিজেপি-র গুন্ডাদের দায়ী করেছেন ব্রাত্য বসু ৷ আরও পড়ুন :Tripura-TMC : ত্রিপুরায় বিজেপিকে আড়াআড়ি ভেঙে কি নীরবে শক্তি বাড়াচ্ছে তৃণমূল ?
অন্যদিকে সুস্মিতা দেব এই প্রসঙ্গে বলেন, ‘‘বিজেপি যে ব্যবহার করছে, তা গণতন্ত্রের নিয়ম-বিরুদ্ধ ৷ আমরা এই হামলার ধিক্কার জানাচ্ছি ৷ সৎ সাহস থাকলে ভোটে লড়াই করুন ৷ আমাদের কর্মীদের মারধর করার কোনও মানে হয় না ৷’’ বিজেপি-র প্রতি সুস্মিতার হুঁশিয়ারি, ‘‘আমরা গুজরাত মডেলকে ভয় পাই না ৷ আমরা এই সমস্ত ধমককে ভয় পাই না ৷ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কতখানি সাহস রয়েছে, তা গত বিধানসভা নির্বাচনেই (পশ্চিমবঙ্গের ভোট) সবাই বুঝে গিয়েছেন ৷ আমরা এক পা-ও পিছু হঠব না ৷ আপনাদের যা প্রস্তুতি নেওয়ার নিয়ে নিন ৷’’