দিল্লি, 7 ডিসেম্বর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্য ৷ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ বৃহস্পতিবার সংসদে শীতকালীন অধিবেশন বসার আগে এ নিয়ে সরব হন তৃণমূলের মহিলা সাংসদরা ৷ সংসদের বাইরে গিরিরাজ সিংয়ের মন্তব্যের বিরুদ্ধে ব্যানার হাতে প্রতিবাদ দেখান মহুয়া-সহ বাকিরা ৷ তাঁর মন্তব্যের জন্য এ দিন মন্ত্রিসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবি তোলেন তৃণমূলের মহিলা সাংসদরা ।
কেন্দ্রীয় মন্ত্রীর করা মন্তব্যের ভিডিয়ো এক্সে পোস্ট করেন মহুয়া মৈত্র ৷ সঙ্গে তিনি লেখেন, "মিস্টার নট সো অনারেবল মিনিস্টার গিরিরাজ সিং ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনার লজ্জাজনক অশোভন মন্তব্য আপনার অসুস্থ বিকৃত মানসিকতার পরিচয় দেয় । হ্যাঁ আমরা আমাদের 'জশন'কে ভালোবাসি । আমরা আমাদের 'ঠুমকা' ভালোবাসি । আমরা সেটা উদযাপন করি ৷ বিজেপি কোনও দিনও বাংলা শাসন করতে পারবে না ।"
অন্য একটি পোস্টে তিনি ভিডিয়ো বার্তার সঙ্গে লেখেন, "নির্লজ্জ নারীবিদ্বেষী গিরিরাজ সিং আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দেবেন কী উচিত ? আপনি বছরের পর বছর ধরে কোটি কোটি দরিদ্র মানুষকে তাদের ন্যায্য মনরেগা কাজের মজুরির টাকা এবং আবাস তহবিল থেকে বঞ্চিত রেখেছেন ৷ তবুও আপনার কুরুচিকর অসুস্থ মন আমাদের মুখ্যমন্ত্রীকে বলে কী উচিত ৷" তিনি বলেন, "নারীরা কর্তৃত্ব দিচ্ছে, ক্ষমতায় রয়েছে তা দেখতে পারেন না নির্লজ্জ গিরিরাজ সিংহ ও বিজেপি । তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়াতো দূরের কথা, তিনি এখন সরাসরি মিথ্যা কথা বলেছেন ৷ তিনি বলছেন যে এই কথা তিনি কখনও বলেননি ৷"