কলকাতা, 8 মার্চ : গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) আগে কংগ্রেসের সঙ্গে জোট চেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ কিন্তু, কংগ্রেস সেই জোটবার্তাকে গুরুত্ব দেয়নি ৷ কিন্তু বুথ ফেরত সমীক্ষা বলছে, গোয়ায় কংগ্রেস ও তৃণমূলের জোট হলে, সে রাজ্যে ক্ষমতা দখল তাদের জন্য নিষ্কণ্টক হত ৷ বরং জাতীয়স্তরে বিজেপিকে রোখার ক্ষেত্রে কার্যকরী বার্তা দেওয়া যেত গোয়াকে সামনে রেখে ৷
এখনও ভোটের ফল ঘোষণা হয়নি ৷ গোয়ার মানুষ কোন দিকে ঝুঁকেছে তা অজানা ৷ তবে, বুথ ফেরত সমীক্ষার উপর ভিত্তি করে অন্তত এই সৈকত রাজ্যে তৃণমূল কংগ্রেস কিং মেকার হতে পারে (TMC Wants to be King Maker in Goa Assembly) ৷ কারণ, বুথ ফেরত সমীক্ষা দেখাচ্ছে গোয়া বিধানসভার ফলাফল ত্রিশঙ্কু হতে চলেছে। কেউই ম্যাজিক ফিগার পাবে না বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা ৷ আর সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নির্ণায়ক ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আরও ভালভাবে দেখতে গেলে সৈকত রাজ্যে বিজেপিকে রুখতে তৃণমূল কংগ্রেস হতে চলেছে গুরুত্বপূর্ণ হাতিয়ার ৷