পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC ASSAM : সুস্মিতা দেবের হাত ধরে অসমে ঘাসফুল ফোটানোর অভিযানে তৃণমূল - Assam

ত্রিপুরার পর এবার তৃণমূলের নজরে অসম ৷ সুস্মিতা দেবের হাত ধরে এবার অসমেও নিজেদের সংগঠনকে সাজাতে চাইছে তৃণমূল ৷ সূত্রের খবর, তার জন্য অস্টের শেষে বা সেপ্টেম্বর মাসের শুরুতে অসমের বিভিন্ন জেলায় সাংগঠনিক বৈঠক করবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ যেখানে সুস্মিতা দেবকে সামনে রেখে লড়াই করতে চাইছে তৃণমূল ৷ ইতিমধ্যে, ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক অসমে সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে ৷

TMC Want to Strengthen Their Party in Assam with Susmita Dev
সুস্মিতা দেবের হাত ধরে অসমে ঘাসফুল ফোটানোর অভিযানে তৃণমূল

By

Published : Aug 27, 2021, 7:16 PM IST

কলকাতা, 27 অগস্ট : রাজ্যে একুশের নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করেছে তৃণমূল (TMC) ৷ বড় ব্যবধানে জয়লাভের পর ভারতের অন্যান্য রাজ্যেও দলের সংগঠনকে ছড়িয়ে দিতে মরিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেই লক্ষ্যেই এগোচ্ছে জোড়াফুল শিবির । ত্রিপুরার পর অসমে ঘাসফুলের বীজ বপন করতে চাইছে তৃণমূল কংগ্রেস । সেক্ষেত্রে সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুস্মিতা দেব (Susmita Dev)-এর উপরই ভরসা রাখছে এ রাজ্যের শাসকদল । তাঁর হাত ধরেই অসমে সংগঠন গড়ে তোলার চেষ্টায় ঘাসফুল শিবির । সূত্রের খবর, অসমের ঘরের মেয়ে সুস্মিতাকে কাজে লাগিয়েই সে রাজ্যে সদস্য সংগ্রহ অভিযানে নামতে চলেছে তৃণমূল ।

সূত্রের খবর, চলতি মাসের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে অসমে তৃণমূলের কর্মসূচি রয়েছে । জানা গিয়েছে, সদস্য সংগ্রহ করতে অসমের একাধিক জেলায় সাংগঠনিক বৈঠক করবে তৃণমূল নেতৃত্ব । চলবে যোগদান পর্বও । সূত্রে খবর, ইতিমধ্যেই অসমে তৃণমূলের হয়ে কাজ শুরু করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর ও তাঁর টিম । তৃণমূলের অন্দরের খবর, ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক অসমে তৃণমূলের হয়ে সমীক্ষা চালাচ্ছে ।

আরও পড়ুন : TMC Tripura : ত্রিপুরায় নজর কাড়ছে তৃণমূল, ঘাসফুল নিয়ে আগ্রহী বিজেপি নেতারাও !

রাজনৈতিক মহল মনে করছে, অসমে তৃণমূলের এই অভিযান সফলই হবে । কারণ, শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের কংগ্রেস থেকে পদত্যাগের দু’দিন পরেই 34 জন কংগ্রেস নেতা ইস্তফা দিয়েছিলেন ৷ সেই সঙ্গে তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন ৷ বরাক উপত্যকায় ইতিমধ্যে তৃণমূলের হয়ে সংগঠন গড়ে তোলার জন্য তাঁরা কাজ করতে শুরু করে দিয়েছেন ৷ মনে করা হচ্ছে অসমে তৃণমূলের আসন্ন সাংগঠনিক বৈঠকেই ওই কংগ্রেস নেতারা যোগদান করবেন ৷

আরও পড়ুন :Tripura : টিএমসিপির সভানেত্রী আক্রান্ত ত্রিপুরায়, তড়িঘড়ি আগরতলা গেলেন কুণাল-শান্তনু

তবে, এখানে আরও একটি প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তবে, কি পূর্ব ভারতে তৃণমূলের শাখা বিস্তার করতে কংগ্রেসের ঘরে ভাঙন ধরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটি ? সেক্ষেত্রে সোনিয়া গান্ধির সঙ্গে মমতার যে রাজনৈতিক তথা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, সেখানে চিড় ধরতে পারে ৷ যা আগামী 2024 লোকসভার আগে বিজেপি বিরোধী মহাজোট গঠনে বড় ধাক্কা দিতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details