গোয়া, 14 ডিসেম্বর : গোয়ায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । প্রধানমন্ত্রী মোদির বারাণসী সফরকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ভোটে এলেই গঙ্গায় ডুব দেন । আর ভোট শেষ হয়ে গেলে গঙ্গা অপবিত্র করেন । শেষকৃত্য করতে দেন না, কোভিডে মৃতদের দেহ গঙ্গায় ভাসিয়ে দূষিত করে দেন । ভোট শেষ হলে মা গঙ্গাকে অপবিত্র করেন ।’’ মমতার সমালোচনার হাত থেকে রেহাই পায়নি কংগ্রেসও ৷
মঙ্গলবার গোয়ার এই সভায় মমতার আক্রমণের মূল লক্ষ্য ছিল বিজেপি (tmc supremo mamata banerjee slams bjp from goa) । লখিমপুর খেরিতে কৃষকমৃত্যু, বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনে গিয়ে মোদির গঙ্গাস্নানের মতো বিষয়কে হাতিয়ার করে বিজেপিকে তুলোধোনা করেন তিনি ।
উল্লেখ্য, সোমবারই কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের উদ্বোধন উপলক্ষে বারাণসীতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 339 কোটি টাকার এই প্রকল্প উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ । বারাণসীতে গঙ্গায় ডুব দিয়ে পুজো করতে দেখা যায় মোদিকে । গঙ্গাজল কলসে ভরার পর সূর্যপুজো করেন তিনি । এরপর তিনি পায়ে হেঁটে পৌঁছন কাশী বিশ্বনাথ মন্দিরে । সেখানে পুজো দেন প্রধানমন্ত্রী । পুজোর সঙ্গে আরতিও করেন মোদি । সেই প্রসঙ্গ টেনেই কটাক্ষ তৃণমূল নেত্রীর ।
লখিমপুর খেরিতে কৃষকমৃত্যুর প্রসঙ্গ টেনে মমতার তোপ, ‘‘এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তা নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী - কেউ কোনও বিবৃতি দেননি ।’’ এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি ৷ প্রধানমন্ত্রীকেও একহাত নেন ৷