পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Privilege Motion against Ranjan Gogoi : রাজ্যসভায় সাংসদ রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ তৃণমূলের - Latest News on Rajyasabha

রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনীত সাংসদ রঞ্জন গগৈ ৷ তিনি সম্প্রতি সংসদে উপস্থিতি নিয়ে একটি মন্তব্য করেছেন ৷ তা নিয়েই উঠেছে স্বাধিকারভঙ্গের অভিযোগ (Privilege Motion against Ranjan Gogoi) ৷ এই নোটিস দিয়েছে তৃণমূল৷ একই পথে হাঁটতে পারে অন্য বিরোধী দলগুলিও ৷

tmc submit a notice to move privilege motion against rs mp ranjan gogoi
Privilege Motion against Ranjan Gogoi : রাজ্যসভায় সাংসদ রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের অভিযোগ তৃণমূলের

By

Published : Dec 13, 2021, 8:21 PM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর : রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস দিল তৃণমূল কংগ্রেস (TMC submits a notice to move privilege motion against RS MP Ranjan Gogoi) ৷ দেশের প্রাক্তন প্রধান বিচারপতি তথা সাংসদ রঞ্জন গগৈ সংসদে উপস্থিতি নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার প্রেক্ষিতেই এই নোটিস বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷

তৃণমূল কংগ্রসের দুই সাংসদ জহর সরকার ও মৌসম বেনজির নূরের এই নোটিস রাজ্যসভার সচিবালয় এখনও পর্যন্ত গ্রহণ করেনি ৷ রাজ্যসভায় বিরোধী দলগুলির আরও অনেক সাংসদ রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনতে পারে বলে খবর ৷

একটি সূত্র থেকে জানা গিয়েছে, সম্প্রতি একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন রঞ্জন গগৈ ৷ সেখানে তিনি জানান, করোনা পরিস্থিতি ও সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছে না বলে সংসদে হাজির হতে আগ্রহী নন ৷ তিনি যখন মনে করবেন যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর মত প্রকাশ করা উচিত, তখনই তিনি সংসদে হাজির হবেন ৷

আরও পড়ুন :Mahua responds to Chidambaram over Goa promise: গোয়ায় মহিলাদের মাসে 5000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি, চিদম্বরম-মহুয়ার টুইটয়ুদ্ধ

প্রসঙ্গত, রঞ্জন গগৈ কোনও দলের সাংসদ নন৷ তাঁকে রাজ্যসভায় মনোনীত করেছেন রাষ্ট্রপতি ৷ তাই তিনি কোনও দলের নির্দেশ মেনে চলবেন না বলেও ওই সাক্ষাৎকারে রঞ্জন গগৈ বলেছেন বলে খবর ৷ জানা গিয়েছে, এই ইস্যুতে সংসদের এথিক্স কমিটিতেও অভিযোগ জানাতে পারে তৃণমূল ৷

ABOUT THE AUTHOR

...view details