লখিমপুর খেরি, 16 সেপ্টেম্বর: ফের সংবাদ শিরোনামে উত্তর প্রদেশ এবং লখিমপুর খেরি । এই জেলায় দুই নাবালিকা বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে । বুধবার সন্ধে নাগাদ লখিমপুরের নিঘাসন গ্রামের বাইরে (Nighasan area of Uttar Pradesh's Lakhimpur Kheri) একটি গাছে দুই দলিত বোনের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় ৷ তাদের বয়স 14 ও 17 ৷ মৃতদের মায়ের অভিযোগ, তাঁর দুই মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে । তারপরে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয় । এখনও পর্যন্ত এই ঘটনায় 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । তাদের বিরুদ্ধে পকসো-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে (TMC strongly condemns allegedly rape of two dalit sisters in Lakhimpur Kheri UP) ৷
দলিত নির্যাতনের ঘটনায় যোগী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস । তৃণমূল সাংসদ সুস্মিতা দেব এই ঘটনার নিন্দা করে বলেন, "দুই নাবালিকার মৃত্যুর ঘটনায় আমি খুবই দুঃখিত । মহিলাদের উপর যে কোনও ধরনের অত্যাচার খুব দুঃখজনক । এই ঘটনায় আমি রাজনীতি টেনে আনতে চাই না ।" বিজেপির নামোল্লেখ না করে বলেন, "পশ্চিমবঙ্গে কিছু ঘটলে যাঁরা বিরোধিতা করেন, এখন তাঁরা চুপ কেন ? আমি মনে করি, সারা দেশে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের এই ধরনের ঘটনার প্রতিবাদ করা উচিত । ন্যাশনাল কমিশন ফর উইমেন (National Commission For Women) বর্তমানে মোদি (PM Modi) এবং অমিত শাহের (Union Home Minister Amit Shah) হাতের পুতুল হয়ে দাঁড়িয়েছে । এই মর্মান্তিক ঘটনার পরও এনসিডব্লিউ চুপ করে রয়েছে কারণ উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য । বিশেষত যে সমস্ত মহিলারা পশ্চিমবঙ্গে এমন ঘটনার বিরোধিতা করেন, আজ তাঁরা চুপ কেন ? এই ধরনের ঘটনা ঘটলে রাজনীতিকে সরিয়ে আমাদের একসঙ্গে প্রতিবাদ করা উচিত ।"
আরও পড়ুন: দলিত বোনের ঝুলন্ত মৃতদেহ, লখিমপুরে আটক এক অভিযুক্ত